মণ্ডলীর জন্য উপদেশ
- মুখবন্ধ
- সূচী-পত্র
- খ্রীষ্টের সহিত সাক্ষাৎ করনারর্থে প্রস্তুত হওন
- মহা-সংগ্রাম সম্বন্ধে দর্শন
- ভাববাদীর নিকট কি প্রকারে জ্যোতি প্রকাশিত হইল
- মিসেস্ ঈ, জি, হোয়াইটের জীবনী ও কার্য্য
- অপরে মিসেস্ হোয়াইট্কে যে ভাবে জানিতেন
- যে বার্ত্তায় জীবনের পরিবর্ত্তন সাধিত হইয়াছিল
- বিস্মৃত দর্শন
- সাক্ষ্যের বাক্যসমূহ ও পাঠক
- সত্য ভাববাদীর বাস্তব পরীক্ষা
- ১ম অধ্যায়
- বিশ্বাসীগণের পুরস্কার সম্পর্কীয় দর্শন
- (আমার প্রথম দর্শন)
- ২য় অধ্যায়
- শেষকাল
- ৩য় অধ্যায়
- প্রভুর সহিত সাক্ষাৎ করিবার জন্য প্রস্তুত হও
- ৪র্থ অধ্যায়
- ঈশ্বরের পবিত্র বিশ্রামদিন পালন
- বিশ্রামদিন স্মরণ করিও
- সূর্য্যাস্তে উপাসনা
- পরিবারের সর্ব্বাপেক্ষা পবিত্র সময়
- “আইস আমরা সদাপ্রভুকে প্রণিপাত করি”
- শাব্বাথ-স্কুল
- “বিশ্রামবারে সৎকর্ম্ম করা বিধেয়”
- বিশ্রামবারে স্কুলে যোগদান
- সাংসারিক কার্য্য হইতে বিশ্রামের দিন
- বিশ্রামবার পালনের আশীর্ব্বাদ
- ৫ম অধ্যায়
- ঈশ্বর আপনার জন্য একটী কার্য্য রাখিয়াছেন
- খ্রীষ্টের যথার্থ অনুগামিগণ তাঁহার জন্য সাক্ষ্য দিবে
- পরিবারের প্রত্যেক ব্যক্তির জন্য স্থান
- নূতন নূতন স্থানে যাইয়া সাক্ষ্য দান
- ধর্ম্মের কার্য্যতঃ প্রকাশ
- ৬ষ্ঠ অধ্যায়
- প্রভু, এই আমি; আমাকে পাঠাও
- আপনার তালন্ত চাহিদা মিটায়
- ঈশ্বর পবিত্র আত্মার বর দান করিতে উৎসুক
- বিলম্বে বিপদ
- কার্য্যকারিগণের কর্ত্তব্য মণ্ডলীর সভ্যদিগকে শিক্ষা দেওয়া
- ৭ম অধ্যায়
- মণ্ডলী কর্ত্তৃক প্রকাশিত গ্রন্থাবলি
- ৮ম অধ্যায়
- ধনাধ্যক্ষতা সম্বন্ধে উপদেশ
- “হৃদয়ের ইচ্ছায় যে নিবেদন করে”
- CCh 141
- দশমাংশ দান ঈশ্বর নিরূপিত বিধি
- ঈশ্বরের সহকার্য্যকারী হইবার সুযোগ
- ঈশ্বর যে সম্পদ দান করেন, তাহার দশ ভাগের এক ভাগ তিনি চাহেন
- যে প্রেম লোককে ত্যাগস্বীকারে প্রোৎসাহিত করে সেই প্রেমের দ্বারা ঈশ্বর দানের মুল্য নির্ণয় করেন।
- সম্পত্তির উপযুক্ত ব্যবস্থা
- “ঐশ্বর্য্যের বাহুল্য হইলে তাহাতে মন দিওনা”
- CCh 154
- ঈশ্বরের নিকট অঙ্গীকার অবশ্য পালনীয় এবং পবিত্র
- ধন্যবাদের উপহার দরিদ্রগণের জন্য পৃথক্ রাখিতে হইবে।
- আমাদের সম্পত্তি এবং ঈশ্বরের কার্য্যের সহায়তা
- আত্ম- ত্যাগের ও ত্যাগস্বীকারের আত্ম
- ৯ম অধ্যায়
- খ্রীষ্টের সহিত সম্মিলন ও ভ্রাতৃপ্রেম
- খ্রীষ্টের সহিত এবং পরস্পরের সহিত একতাই আমাদের একমাত্র নিরাপত্তা
- একতা ও মিলন সর্ব্বাপেক্ষা শক্তিশালী সাক্ষ্য
- সহযোগিতা
- ১০ম অধ্যায়
- খ্রীষ্ট আমাদের ধার্ম্মিকতা
- ১১ শ অধ্যায়
- পবিত্রীকৃত জীবন
- পবিত্রীকরণের প্রকৃত প্রমান
- দানিয়েল — পবিত্রীকৃত জীবনের দৃষ্টান্ত
- যাঁহারা ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য তিনি তাঁহাদের পরীক্ষা করেন
- ঈশ্বরের নিকটে গ্রাহ্য হইয়াছে এই আস্বাস যাঁহারা পাইতে চাহে, তাঁহাদের প্রতি উপদেশ
- একমাত্র অনুভুতিই পবিত্রীকরণের চিহ্ন নহে
- ১২শ অধ্যায়
- পৃথিবীতে মন্ডলী
- উর্দ্ধস্থ মণ্ডলীর সহিত মিলিত
- মণ্ডলীকে ক্ষমতা দান
- পরামর্শ গ্রহণের জন্য পৌল মণ্ডলীতে প্রেরিত
- ভ্রান্ত মত প্রচারকারীর প্রতি উপদেশ
- ১৩ অধ্যায়
- মণ্ডলী গঠন
- ভাববাদিগনের দ্বারা গঠিত মণ্ডলী
- মণ্ডলীর মধ্যে অনৈক্য
- ব্যক্তিগত বিচার শ্রেষ্ঠ বিচার বলিয়া মনে করা বিপজজনক
- স্থানীয় মণ্ডলীর কার্য্যকারী নির্ব্বাচন ও অভিষেক
- মণ্ডলীর সম্পত্তি
- বাৎসরিক সভা
- প্রচারিত বাক্যনুযায়ী ধর্ম্মযাজকের জীবন যাপন করিতে হইবে
- ১৪ অধ্যায়
- ঈশ্বরের গৃহ
- ঈশ্বরের গৃহে প্রার্থনায় ভাবভক্তি
- ঈশ্বরের চাক্ষুস উপস্থিতির সম্মুখে আছেন, এরূপ ব্যবহার করিবেন
- সন্তানসন্ততিগণের ভক্তিপরায়ণ হওয়া আবশ্যক
- পোষাক-পরিচ্ছদে দেখাউন যে ঈশ্বরই আপনার ধ্যানের বিষয়
- ১৫ অধ্যায়
- বিপথগামিগণের প্রতি ব্যবহার
- “তোমরা পরস্পর প্রেম কর, যেমন আমি তমাদিগকে প্রেম করিয়াছি”
- মণ্ডলীতে সুশৃঙ্খলা রক্ষার্থে খ্রীষ্টের প্রণালী
- মণ্ডলীর পরামর্শ গ্রহণ করিতে যাহারা অসম্মত তাহাদের প্রতি মণ্ডলীর কর্ত্তব্য
- কাহার নিকট পাপ স্বীকার করিতে হইবে ?
- একমাত্র খ্রীষ্টই মানবের বিচার করিতে পারেন
- ১৬ অধ্যায়
- অভাব-অনটন ও দুঃখ-ক্লেশে খ্রীষ্টীয়ানের মনোভাব
- মণ্ডলী-মধ্যস্থ দরিদ্রগণের প্রতি আমাদের কর্ত্তব্য
- কি প্রকারে অভাবগ্রস্তের সাহায্য করা যায়
- মাতা- পিতৃহীনের তত্ত্বাবধান
- ১৭ অধ্যায়
- সমুদয় জগতের সকল খ্রীষ্টীয়ান খ্রীষ্টে এক
- জাতীয়তার সহিত খ্রীষ্টের সম্পর্ক
- একতা আনয়নের একটী দৃষ্টান্ত
- একতাই বল
- ১৮ অধ্যায়
- ব্যক্তিরূপী ঈশ্বরে বিশ্বাস
- ঈশ্বর-পিতা পুত্রে প্রকাশিত
- খ্রীষ্ট মানবগণকে ঈশ্বরের পুত্র হইবার ক্ষমতা দান করেন
- স্বীয় সন্তানসন্ততিগণের প্রতি ঈশ্বরের ব্যক্তিগত অনুরাগ
- ১৯ অধ্যায়
- খ্রীষ্টীয়ান ঈশ্বরের চরিত্র প্রদর্শন করে
- খ্রীষ্টের মতন সভাব ধারণ
- অদ্য সাহসভরে জীবন যাপন করুন
- নিঃস্বার্থ জীবন দ্বারা ঈশ্বরকে প্রকাশ করা
- অমার্জ্জনীয় পাপ
- খ্রীষ্টকে স্বীকার কিংবা অস্বীকার করা
- ২০ অধ্যায়
- মণ্ডলীর জন্য সাক্ষ্যকলাপ
- লোকদিগকে বাইবেলে মনোনিবেশ করিতে নির্দ্দেশ দেওয়া হইয়াছে
- ফল দ্বারা সাক্ষ্যকলাপের বিচার করিতে হইবে
- সন্দেহ উৎপন্ন করাই শয়তানের লক্ষ্য
- সাক্ষ্যস্যমূহের অজ্ঞতা কোন ওজরই নহে
- সাক্ষ্যকলাপের অপব্যবহার
- সাক্ষ্যকলাপ লইয়া সমালোচনার বিপদ
- কিরূপে ভৎসনা গ্রহণ করিতে হয়
- ২১ অধ্যায়
- বাইবেল
- ধারাবাহিকরূপে ও অভিনিবেশ সহকারে অধ্যয়ন
- পাঠকের নিকটে ঐশ্বরিক দীপ্তির প্রতিজ্ঞা
- বাইবেল অধ্যয়নে স্পৃহা স্বাভাবিক নহে
- বাইবেল অধ্যনে বুদ্ধি প্রখর হয়
- সমুদয় বাইবেলে খ্রীষ্ট
- ২২ অধ্যয়
- জগতের মধ্যে, কিন্ত জগতের নহে
- খ্রীষ্টীয় সাধুতা
- বিশ্বাসী,-কাজ-কারবারে উত্তম
- জগতের সহিত কাজ-কারবারে একতা
- ২৩ অধ্যায়
- পবিত্র আত্মা
- পবিত্র আত্মা বর্ষণের পূর্ব্বে একতা আবশ্যক
- পবিত্র আত্মার পরিচালনায় নির্ভর করিলে তিনি তাহাকে ব্যবহার করেন
- পবিত্র আত্মা যুগান্ত পর্য্যন্ত সঙ্গে থাকিবেন
- ২৪ অধ্যায়
- প্রার্থনা-সভা
- সর্ব্বসমক্ষে যে প্রার্থনা উৎসর্গ করা হয়, তাহা দীর্ঘ হওয়া উচিত নহে
- প্রার্থনায় অধিকতর প্রশংসা
- ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে ঈশ্বরের অনুরাগ
- দ্বিতীয় ভাগ