মণ্ডলীর জন্য উপদেশ
বাৎসরিক সভা
ঈশ্বরের লোকেরা যে স্থানে সমবেত হয়, সেই স্থানে সমবেত হইবার নিমিত্ত অতিরিক্ত চেষ্টা করুন । প্রিয় ভ্রাতা ও ভগ্নিগণ, আপনাদের নিমিত্ত ঈশ্বরের যে বার্তা আছে, তাহা শ্রবণ করিবার সুযোগ অবহেলা করা অপেক্ষা, বরং আপনাদের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হইতে দেওয়া আপনাদের পক্ষে বহুগুণে শ্রেয়ঃ । সম্ভব হইলেই প্রতেকটী আধ্যাত্মিক সুযোগ ধরিতে কোন প্রকার ওজর আপত্তি করিবেন না । দীপ্তির প্রতিটী রশ্মিতে আপনাদের প্রয়োজন আছে । আপনাদের মধ্যে যে প্রত্যাশা আছে, মৃদুতা ও ভয় সহকারে তৎসম্বন্ধে উত্তর দিতে আপনারা অবহেলা করিতে পারেন না । CCh 210.3
পুরোহিতগণ কিংবা প্রচারকেরা সভাটী আমাদের জন্য আশীর্ব্ববাদের সভা করিয়া তুলিবেন, এই ধারণা লইয়া কাহারও বাৎসরিক সভায় যোগদান করা কর্ত্তব্য নহে । ঈশ্বর চাহেন না যে, তাঁহারা লোকেরা এই বিষয়ে পুরোহিতের উপরে ভার দিয়া নিশ্চেষ্ট থাকিবে । অসহায় সন্তানসন্নতি খুঁটা স্বরূপ যেমন অন্যের উপরে নির্ভর রাখে, মণ্ডলীর সভ্যদের কখনই সেরুপ করা উচিত নহে । ঈশ্বরের অনুগ্রহের ধনাধ্যক্ষের ন্যায় মণ্ডলীর প্রত্যেক সভ্যেরই নিজের মধ্যে জীবন ও মূল ধারনের নিমিত্ত ব্যক্তিগত দায়িত্ব-বোধ থাকা আবশ্যক । CCh 211.1
পবিত্র আত্মার উপস্থিতি ও শক্তির উপরে, সভার কৃতকর্য্যতা নির্ভর করে । পবিত্র-আত্মা বর্ষণের নিমিত্ত প্রত্যেক সত্যপ্রিয় ব্যক্তিরই প্রার্থনা করা কর্ত্তব্য । আর পবিত্র আত্মা যেন কার্য্য করিতে পারেন, তজজন্য আমাদের যতদূর সাধ্য প্রত্যেকটী বাধা দূর করিয়া দেওয়া আবশ্যক । মণ্ডলীর সভয়গণের মধ্যে যে পর্য্যন্ত অনৈক্য ও মনোমালিন্য থাকিবে, সে পর্য্যন্ত পবিত্রআত্মা কোন মতেই আসিতে পারেন না । হিংসা, ঈর্ষ্যা, কুসন্দেহ, কুআলাপ শয়তানের কার্য্য ; আর এইগুলি পবিত্র আত্মার কার্য্যের প্রধান প্রতিবন্ধক । CCh 211.2
ঈশ্বরের কাছে তাঁহার মণ্ডলী যত প্রিয়, জগতের অন্য কিছু তত প্রিয় নহে, এবং অন্য কিছুকে তিনি তত উদ্যোগের সহিত রক্ষাও করেন না । যাহারা তাঁহার কার্য্যকারী, তাহাদের প্রভাব নষ্ট করায় তিনি যতটা বিরক্ত হন, ততটা বিরক্তকর আর কিছুই নাই । খুঁত ধরায় ও নিরাশ করার কার্য্যে যাহারা শয়তানের সাহায্য করিবে, ঈশ্বরের নিকটে তাহাদের সকলেরই জবাবদিহি করিতে হইবে ।13 CCh 211.3