মণ্ডলীর জন্য উপদেশ
২০ অধ্যায়
মণ্ডলীর জন্য সাক্ষ্যকলাপ
পরিণাম নিকতবর্ত্তী হইতেছে এবং জগতের নিকটে শেষ চেতনাবাণী দানের কার্য্য বিস্তৃত হইতেছে বলিয়া যাহারা বর্ত্তমান সত্য গ্রহণ করে, সাক্ষ্যকলাপের— যাহা ঈশ্বর স্বীয় পরিমাণদর্শিতাগুণে তৃতীয় দূতের বার্ত্তার একেবারে আরম্ভ হইতেই উহার কার্য্যের সহিত সংযুক্ত করিয়া দিয়াছেন, তাহার প্রকৃতি ও প্রভাব সম্বন্ধে তাহাদের সুস্পষ্ট জ্ঞান লাভ করা অধিকতর আবশ্যক হইয়া পড়িয়াছে । CCh 268.1
পুরাকালে ঈশ্বর ভাববাদিগণের ও প্রেরিতগণের প্রমুখাৎ লোকদের নিকটে কথা বলিয়াছেন । বর্ত্তমানে তিনি তাঁহার আত্মার সাক্ষ্যকলাপের দ্বারা দ্বারা তাহাদের নিকটে কথা বলেন । ঈশ্বরের ইচ্ছা সম্বন্ধে ও তাঁহার লোকদের কি ভাবে চলিতে হইবে তৎসম্পর্কে, এক্ষণে ঈশ্বর যতটা আগ্রহ সহকারে শিক্ষা দিয়াছেন, এতটা আগ্রহ সহকারে তিনি পূর্ব্বে কখনও শিক্ষা দেন নাই । CCh 268.2
নামমাত্র মণ্ডলীর নামধারী খ্রীষ্টীয়ানদিগের জীবন যেরূপ দোষাবহ, সেভেস্থ-ডে-এ্যাডভেণ্টষ্টগণের জীবন তদপেক্ষা অধিকতর দোষাবহ বলিয়াছে যে, তাহাদিগকে ভত্সনা ও চেতনা দান করা হইয়াছে, এমন নহে, কিন্ত তাহারা মহা জ্যোতি প্রাপ্ত হইয়াছে ও তাহাদের ধর্ম্মবিশ্বাস দ্বারা তাহারা দেখাইয়াছে যে, তাহারা ঈশ্বরের বিশেষ লোক, মনোনীত লোক এবং ঈশ্বরের ব্যবস্থা তাহাদের হৃদয়ে লিখিত রহিয়াছে । CCh 268.3
বিভিন্ন ব্যক্তির জন্য আমাকে যে বার্ত্তা দেওয়া হইয়াছে, আমি তাহাদের জন্য প্রায়ই তাহা লিখিয়া রাখিয়াছি ; অনেক ক্ষেত্রে তাহাদের জরুরী অনুরোধের জন্যই ইহা করিয়াছি । আমার কার্য্য বিস্তৃতির সঙ্গে সঙ্গে ইহা আমার পরিশ্রমের একটী অত্যাবশ্যক ও ক্লেশকর কার্য্যাংশ হইয়া দাঁড়ায় । CCh 268.4
প্রায় বিংশতি বৎসর পূর্ব্বে (১৮৭১ খ্রিষ্টাব্দে) দর্শনে আমাকে নির্দ্দেশ দেওয়া হইয়াছিল, যেন কথা দ্বারা এবং লেখনী দ্বারা আমি সাধারণ মুলতত্ত্বগুলি প্রকাশ করি এবং সকলেই যেন পূর্ব্ব হইতেই সতর্ক হইতে, তিরস্কার ও পরামর্শ গ্রহণ করিতে পারে, তজজন্য সঙ্গে সঙ্গে কাহারও কাহারও বিপদের, ভ্রান্তির ও পাপের বিষয়ও নাম করিয়া উল্লেখ করি । আমি দেখিলাম, অন্যের যে ভুলরাশি সংশোধন করিয়া দেওয়া হইয়াছে, সকলে সেই একই ভুল করিতেছে কিনা এবং অন্যের জন্য যে সতর্কবাণী দেওয়া হইয়াছে, তাহা দেখিবার জন্য তাহাদের সকলের হৃদয় ও জীবন সূক্ষ্মরূপে পরীক্ষা করিয়া দেখিতে হইবে । যদি এইরূপই দেখা যায়, তবে তাহাদের বুঝিতে হইবে যে, ঐ উপদেশ ও তিরস্কারবাণী বিশেষ ভাবে তাহাদিগকে দেওয়া হইয়াছে, সুতরাং তাহাদের ব্যক্তিগত জীবনে উহা প্রয়োগ করিতে হইবে । CCh 269.1
খ্রীষ্টের অনুগামী বলিয়া যাহারা নিজেদের পরিচয় দেয়, ঈশ্বর তাহাদের বিশ্বাসের পরীক্ষা করিতে চাহেন । যাহারা নিজেদের কর্ত্তব্য জানিতে উৎসুক বলিয়া ব্যগ্রতা সহকারে দাবি করে, তাহাদের প্রার্থনা অকপট কিনা, তিনি তাহার পরীক্ষা করিবেন । তিনি কর্ত্তব্য সরল করিবেন । তাহাদের অন্তঃকরণে যাহা আছে, তাহার উন্নতি সাধনের জন্য তিনি তাহাদের প্রত্যেককে যথেষ্ট সুযোগ দান করিবেন । CCh 269.2
যাহারা প্রভুর ব্যবস্থা পালনকারী বলিয়া স্বীকার করে, তিনি তাহাদিগকে তিরস্কার ও সংশোধন করেন । তাহারা যেন ঈশ্বর-ভয়ে পবিত্রতা সিদ্ধ করিতে পারে, তজজন্য তিনি তাহাদের পাপ সকল দেখাইয়া দেন ও তাহাদের অধর্ম্ম সকল উদ্ঘটিত করেন ; কারণ তিনি তাহাদের হইতে তাহাদের পাপ ও দুষ্টতাসমূহ পৃথক্ করিতে চাহেন । তাহারা যেন পরিষ্কৃত, পবিত্রকৃত, উন্নত ও অবশেষে তাঁহার সিংহাসনে উত্তোলিত হইতে পারে, তজজন্য ঈশ্বর তাহাদিগকে তিরস্কার করেন, ভৎসনা করেন ও সংশোধন করেন ।1 CCh 269.3