মণ্ডলীর জন্য উপদেশ

84/327

মণ্ডলী-মধ্যস্থ দরিদ্রগণের প্রতি আমাদের কর্ত্তব্য

আমাদের পরিসীমার মধ্যে সচরাচর দুই শ্রেণীর দরিদ্র দেখিতে পাওয়া যায়— এক শ্রেণীর লোকেরা স্বেচ্ছামতে চলিয়া নিজেদের অনিষ্ট সাধন করে ও উত্তরোত্তর আজ্ঞা লঙ্ঘন করিতে থাকে ; আর এক শ্রেণীর লোক সত্যের জন্য দুরবস্থার মধ্যে পড়ে । আমাদের প্রতিবেশীগণকে আত্মতুল্য প্রেম করিতে হইবে এবং পরে এই উভয় শ্রেণীর লোকদের প্রতি যাহা ন্যায্য, সদ্জ্ঞানে পরিচালিত হইয়া তাহাই করিতে হইবে । CCh 237.2

সদাপ্রভুর দরিদ্রগণ সম্বন্ধে কোন প্রশ্নই উঠিতে পারে না । তাহাদের উপকারের নিমিত্ত প্রত্যেক ক্ষেএেই তাহাদিগকে সাহায্য করিতে হইবে । CCh 237.3

ঈশ্বর চাহেন, যেন তাঁহার প্রজাগণ পাপ জগতের কাছে প্রকাশ করে যে, তিনি তাহাদিগকে বিনাশের জন্য ফেলিয়া রাখেন নাই । সত্যের জন্য গৃহ হইতে বিতাড়িত হইয়া যাহারা ক্লেশ ভোগ করিতে বাধ্য হইয়াছে, তাহাদের সাহায্যের নিমিত্ত সবিশেষ চেষ্টা ও কষ্ট স্বীকার করিতে হইবে । উত্তরোত্তর এমন মহৎ, ও প্রশস্ত ও উদার অন্তঃকরণের লোকের প্রয়োজন হইবে, তাহাদের সাহায্যের জন্য তৎপর হইবে । ঈশ্বরের প্রজগণের মধ্যে যাহারা দীন-দরিদ্র, আবশ্যকানুযায়ী তাহাদিগকে অন্ন বস্ত্র যোগাইতে হইবে । তাহাদের জীবন ধারণের জন্য কোন না কোন উপায় উদ্ভাবন করিতে হইবে । কাহাকেও কাহাকেও কাজ শিখাইতে হইবে । অন্য যাহারা কঠোর পরিশ্রম করিয়া, অথবা যথাসাধ্য ক্লেশকর কার্য্য সম্পাদন করিয়াও পরিবার প্রতিপালন করিতে পারিতেছে না, তাহাদিগকে বিশেষ সাহায্যের প্রয়োজন । এই সকল ক্ষেত্রে আমাদের সবিশেষ অনুরাগ দেখাইতে এবং তাহারা করিতে যেন কোন উপযুক্ত চাকুরী পাইতে পারে, তজজন্য সাহায্য করিতে হইবে । যে সকল সুযোগ্য দরিদ্র পরিবার ঈশ্বরকে প্রেম করে ও তাঁহার আজ্ঞা সকল পালন করে, তাহাদের সাহায্যের জন্য কোন মূলধন থাকা বিধেয় । CCh 238.1

যাহারা ঈশ্বরকে প্রেম করে ও তাঁহার আজ্ঞা সকল পালন করে, তাহাদের মধ্যে কেহ কেহ ঘটনাচক্রে দরিদ্র হইয়া পড়ে । কেহ কেহ বা সতর্কতার সহিত বিষয় কর্ম্ম চালাইতে পারে না । আবার কেহ কেহ বা সতর্কতার সহিত বিষয় কর্ম্ম চালাইতে পারে না । আবার কেহ কেহ বা অসুস্থতা, অথবা অন্য কোন দুর্ভাগ্য বশতঃ দরিদ্র হইয়া পড়ে । যে কোন কারণেই হউক না কেন, তাহারা অভাবগ্রস্ত বলিয়া তাহাদের সাহায্য করা মিশনারী কার্য্যের একটী অত্যাবশ্যক অঙ্গ । CCh 238.2

যে কোন স্থানেই মণ্ডলী গঠিত হউক না কেন, সেই স্থানের অভাবগ্রস্ত বিশ্বাসীবর্গের জন্য বিশস্তভাবে কার্য্য করা মণ্ডলীর সভ্যগণের অবশ্য কর্ত্তব্য । কিন্ত তাহাদের কেবল এই স্থানেই ক্ষান্ত থাকা কর্ত্তব্য নহে । জাতি-ধর্ম্ম-নির্ব্বিশেষে অন্যের সাহায্য করা কর্ত্তব্য । কারণ এইরূপ কার্য্যের ফলে, ইহাদের মধ্যে অনেকে বর্ত্তমান যুগের বিশেষ সত্য সমূহ গ্রহণ করিবে ।7 CCh 238.3