মণ্ডলীর জন্য উপদেশ

24/327

বিশ্রামবার পালনের আশীর্ব্বাদ

আমাকে দেখান হইল যে, যাহারা চতুর্থ আজ্ঞার দাবী দাওয়া স্বীকার করে ও যাহারা বিশ্রামবার পালন করিতেছে, বিশ্রামবারে সমুদয় স্বর্গ তাহাদিগকে মনোযোগ পূর্ব্বক ও সতর্কভাবে দেখাশুনা করিতেছেন। দূতগণ তাহাদের অনুরাগ এবং এই ঐশ্বরিক প্রতিষ্ঠানের জন্য তাহাদের গভীর শ্রদ্ধা, বিশেষরূপে লক্ষ্য করিতেছিলেন। ধর্ম্মধামে কঠোর মননিবেশের দ্বারা যাহারা ঈশ্বর সদাপ্রভুকে তাহাদের অন্তরে পবিত্র করিয়াছে এবং সাধ্যনুযায়ী বিশ্রামবার পালন করিয়া পবিত্র সময়ের সদ্ববহার করিতে ও বিশ্রামবারকে আমোদদায়ক বলিয়া মনে করিয়া, ঈশ্বরের সমাদর চেষ্টা করিয়াছে, দূতগণ তাহাদিগকে জ্যোতি ও স্বাস্থ্য দান করিয়া বিশেষভাবে আশীর্ব্বাদ করিতেছিলেন ও তাহাদিগকে বিশেষ বল দত্ত হইয়াছিল।19 CCh 106.1

স্বর্গের দাবীগুলি সূক্ষ্মরূপে পালন করিলে, যেমন পার্থিব, তেমনি আধ্যাত্মিক আশীর্ব্বাদ সমূহ প্রাপ্ত হওয়া যায়।20 CCh 106.2

“ধন্য সেই ব্যক্তি, যে এইরূপ আচারণ করে, এবং সেই মনব সন্তান, যে ইহা দৃঢ় করিয়া রাখে, যে বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না এবং সমস্ত দুষ্ক্রিয়া হইতে আপন হস্ত রক্ষা করে।” “আর যে বিজাতি সন্তানগণ সদাপ্রভুর পরিচর্য্যা করিবার জন্য, তাঁহার নামের প্রতি প্রেম দেখাইবার জন্য ও তাঁহার দাস হইবার জন্য সদাপ্রভুতে আসক্ত হয়, অর্থাৎ যে কেহ বিশ্রামবার পালন করে, অপবিত্র পর্ব্বতে আনিব, এবং আমার প্রার্থনা গৃহে আনন্দিত করিব।” যিশাইয় ৫৬:২, ৬, ৭।21 CCh 106.3

যত দিন আকাশ ও পৃথিবী বর্ত্তমান থাকিবে, বিশ্রামবার তত দিন সৃষ্টিকর্ত্তার সৃষ্টিকারিণী শক্তির চিহ্নরূপে বিরাজমান থাকিবে এবং পৃথিবীতে যখন এদন উদ্যান পুনঃপ্রতিষ্ঠিত হইবে, তখন রবি তলস্থ সকলের দ্বারা ঈশ্বরের পবিত্র বিশ্রামদিন সমাদৃত হইবে। গৌরবান্বিত নূতন পৃথিবীর অধিবাসীগণ “প্রতি বিশ্রামবারে ........ আমার সম্মুখে প্রণিপাত করিতে আসিবে, ইহা সদাপ্রভু কহেন”22 CCh 107.1