মণ্ডলীর জন্য উপদেশ
ঈশ্বরের নিকটে গ্রাহ্য হইয়াছে এই আস্বাস যাঁহারা পাইতে চাহে, তাঁহাদের প্রতি উপদেশ
আপনি কি ঈশ্বরের নিকটে গ্রাহ্য হইয়াছেন, এ কথা কি প্রকারে জানিতে পারেন? ইহা জানিবার জন্য প্রার্থনা পুর্ব্বক তাঁহার বাক্য অধ্যয়ন করুন। অন্য পুস্তক অধ্যয়নের নিমিত্ত এই পুস্তক এক পার্শ্বে ফেলিয়া রাখিবেন না, কারন ইহা পাপের সম্বন্ধে চেতনা দান করে এবং সুস্পষ্টরূপে পরিত্রাণের পথ দেখাইয়া দেয়। ইহা এক উজ্জ্বল ও গৌরবান্বিত পুরষ্কার দৃষ্টিপথে আনয়ন করে। ইহা আপনাকে এক পুর্ন ত্রাণকর্ত্তার বিষয় জানাইয়া দেয়, এবং আপনাকে শিক্ষা দেয় যে, তাঁহার একমাত্র অনুগ্রহের দ্বারা আপনি পরিত্রানের আশা করিতে পারেন। CCh 189.3
গুপ্ত প্রার্থনায় অবহেলা করিবেন না, কারণ ইহাই ধর্ম্মের প্রাণ। আত্মার শুচিতার জন্য ব্যগ্রমনে ও ঔৎসুক্য সহকারে প্রার্থনা করুন। মর্ত্ত্য জীবন বিপন্ন হইলে যেরূপ ব্যগ্রমনে ও ঔৎসুক্য সহকারে প্রার্থনা করিয়া থাকেন, ঠিক্ তেমনি ভাবে প্রার্থনা করুন। পরিত্রানের নিমিত্ত আপনার মধ্যে যে পর্য্যন্ত না অবক্তব্য বাসনা জন্মে, এবং পাপের ক্ষমা হইয়াছে, এই সুমধুর সাক্ষ্য যে পর্য্যন্ত না আপনি প্রাপ্ত হন, তাবৎ তাঁহার সম্মুখে অবস্থিতি করুন।14 CCh 190.1
পরীক্ষায় ও দুঃখকষ্টে হতবুদ্ধি হইবার নিমিত্ত যীশু আপনাকে পরিত্যাগ করেন নাই। এই সকল বিপদ ও পরীক্ষার বিষয় তিনি তো পুর্ব্বেই আপনাকে জানাইয়াছেন এবং পরীক্ষা আসিলে যেন হতাশ ও প্রপীড়িত না হন, তাহাও বলিয়াছেন। আপনার মুক্তি-দাতা যীশুর প্রতি দৃষ্টি রাখুন, এবং আনন্দিত ও উৎফুল্ল হউন। আমাদের ভ্রাতৃগণ ও আমাদের ঘনিষ্ঠ বন্ধুগণ হইতে যে, পরীক্ষা আইসে তাহা সর্ব্বাপেক্ষা কঠোর হইলেও ধৈর্য্য পূর্ব্বক এই সকল সহ্য করা যাইতে পারে। যীশু যোষেফের নূতন কবরে শায়িত নাই, তিনি তথা হইতে পুনরুন্থিত হইয়া আমাদের নিমিত্ত অনুরোধ করণার্থে স্বর্গারোহন করিয়াছেন। আমাদের এমন একজন ত্রানকর্ত্তা আছেন, যিনি আমাদিগকে এত প্রেম করিলেন যে, আমাদের নিমিত্ত মৃত্যু ভোগ করিলেন, যেন আমরা তাঁহার সহিত তাঁহার সিংহাসনে বসিতে পারি। আপনি যখনই তাঁহাকে ডাকিবেন, তখনই তিনি আপনাকে সাহায্য করিতে ইচ্ছুক এবং তিনি সাহায্য করিতে পারক। CCh 190.2
আপনি কি মনে করেন যে, যে কার্য্যাভার আপনাকে দত্ত হইয়াছে তাঁহার পক্ষে আপনি অযোগ্য ? তবে ইহার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দান করুন। আপনি যত অধিক আপনার দুর্ব্বলতা অনুভব করতে পারিবেন, তত অধিক সাহায্যের চেষ্টা করিবেন। “ঈশ্বরের নিকটবর্ত্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্ত্তী হইবেন।” যাকোব ৪ঃ ৮। যীশু চাহেন, যেন আপনি সুখি ও প্রফুল্ল চিত্ত হন। ঈশ্বর আপনাকে যে ক্ষমতা দিয়াছেন, তিনি চাহেন, যেন আপনি তদ্দ্বারা যথাসাধ্য কার্য্য করেন এবং তৎপরে সাহায্যের নিমিত্ত ও দায়িত্বভার বহনে যাহারা আপনার সাহায্যকারী হইবে, তাহাদিগকে গাঁথিয়া তুলিবার নিমিত্ত সদাপ্রভুর উপরে নির্ভর রাখেন। CCh 190.3
মানুষের কর্কশ বাক্যে আপনি অতিষ্ঠ হইবেন না। যীশুর বিষয়ে লোকে কি নির্ম্মম বাক্য বলে নাই? আপনি হয়তো সময় ভুল করিয়া লোককে তীব্র সমালোচনা করিবার সুযোগ দিয়া থাকেন, কিন্তু যীশু কখনও ভুল করেন নাই। তিনি শুচি, নির্দ্দোষ ও নিষ্কলঙ্ক ছিলেন। গৌরবান্বিত রাজকুমারের যাহা ছিল, তাহা অপেক্ষা উত্তম কিছু, আপনার এ জীবনে আশা করিবেন না। আপনার শত্রুগণ আপনার মনকে ব্যথা দিয়া আনন্দ উপভোগ করিবে এবং শয়তানও ইহাতে উল্লাসিত হইবে। যীশুর প্রতি দৃষ্টি রাখিয়া কেবল তাহারই গৌরবের নিমিত্ত কার্য্য করুন। ঈশ্বরের প্রেমে আপনার হৃদয় সংরক্ষিত রাখুন।15 CCh 191.1