মণ্ডলীর জন্য উপদেশ

46/327

আমাদের সম্পত্তি এবং ঈশ্বরের কার্য্যের সহায়তা

যাহারা অকপট ভাবে ঈশ্বরকে প্রেম করেন এবং যাঁহাদের অর্থ আছে, তাঁহাদিগকে আমি আজ্ঞা দিয়া বলিতেছি, সদাপ্রভুর কার্য্য সংরক্ষণের নিমিত্ত আপনাদের অর্থ খাটাইবার এখনই সময়। পরোহিতগণ ধ্বংসোম্মুখ আত্মা সকল রক্ষার্থ ত্যাগস্বীকার পুর্ব্বক কার্য্য করিতেছেন, এজন্য তাঁহাদিগকে সাহায্য করিবার এখনই সময়। যে সকল আত্মার পরিত্রানের জন্য সাহায্য করিয়াছেন, স্বর্গীয় বিচারালয়ে তাঁহাদের সহিত সাক্ষাৎ করিয়া আপনি কি গৌরবযুক্ত পুরস্কার প্রাপ্ত হইবেন না? CCh 158.2

কেহ যেন তাঁহাদের ক্ষুদ্র কপর্দ্দকগুলি মুষ্টিবদ্ধ করিয়া না রাখেন, আর যাহাদের অধিক ধনসম্পত্তি আছে, তাঁহারা আনন্দ করুন, উল্লাসিত হউন যে, আপনারা উহা দান করিয়া স্বর্গে এমন ধন সঞ্চয় করিতে পারেন, যাহা কখনও ক্ষয় হয় না। সদাপ্রভুর কার্য্যার্থে অর্থ দান না করিলে, ঐ অর্থ ক্ষয় হইয়া যাইবে। দানের অর্থে স্বর্গীয় বাস্কে কোন সুদ জমা হইবে না। CCh 159.1

নিজ নিজ অবস্থানুযায়ী প্রভুর কার্য্যে সাহায্যার্থ প্রত্যেক স্থানের সেভেন্থ- ডে — এ্যাডভেষ্টিদিগকে প্রভু আত্মোৎসর্গ করিতে এবং প্রত্যেকের সাধ্যানুযায়ী কার্য্য করিতে আহ্বান করিতেছেন। মুক্ত হস্তে দান করিয়া ও তাঁহার চরনে উপহারাদি উৎসর্গ করিয়া লোকেরা যেন তাঁহার অনুগ্রহের ও সর্ব্ববিধ আশীর্ব্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, ইহাই ঈশ্বরের ইচ্ছা।24 CCh 159.2

সদাপ্রভু আমাকে পুনঃ পুনঃ দেখাইয়াছেন যে সঙ্কটকালে পার্থিবঅভাব অনটনের জন্য খাদ্যদ্রব্য সংগ্রহ করিয়া রাখা বাইবেলের বিরুদ্ধ। আমি দেখিয়াছিলাম যে, দেশের মধ্যে যখন খড়গ, দুর্ভিক্ষ ও মহামারী দেখা দিবে, সেই সঙ্কটকালে সাধুগণ যদি খাদ্যদ্রব্য সংগ্রহ করিয়া রাখেন কিংবা ক্ষেত্রে যদি কোন শস্য থাকে, তবে প্রবল পরাক্রান্ত হস্তগুলি দ্বারা সে সকল অপহৃত হইবে এবং বিদেশীয়েরা তাঁহাদের ক্ষেত্রের শস্য কাটিবে। আর তখনই ঈশ্বরের উপরে আমাদের সম্পূর্ণ নির্ভরের সময় আসিবে এবং তিনিই আমাদিগকে প্রতিপালন করিবেন। আমি দেখিলাম সেই সময়ে আমাদিগকে ভক্ষ্য দেওয়া যাইবে, আমরা নিশ্চয়ই জল পাইব, এবং আমাদের কোন অভাব থাকিবে না, কিংবা আমারা ক্ষুধায় কষ্ট পাইব না । কারণ প্রান্তর মধ্যে তিনি আমাদিগকে খাদ্য যোগাইবেন । এলিয়কে খাওয়াইবার জন্য যেরূপ, যদি আবশ্যক হয়, তবে আমাদিগকেও খাওয়াইবার জন্য তিনি তদ্রূপ দাঁড়কাক ব্যবহার করিবেন, কিংবা ইস্রায়েল সন্তানগণের জন্য যেরূপ, আমাদের জন্যও ঠিক্ সেইরূপ স্বর্গ হইতে মান্না দিবেন। CCh 159.3

সঙ্কটকালে গৃহাদি ও জমিজমা সাধুগণের কোন উপকারে আসিবে না; কারণ তখন তাঁহাদের ক্রোধান্বিত জনতার সম্মুখ হইতে পলায়ন করিতে হইবে ; আর তখন বর্ত্তমান সত্য বিস্তৃতির জন্য তাঁহাদের ধনসম্পত্তি হস্তান্তরও করিতে পারা যাইবে না। আমাকে দেখান হইয়াছিল যে, সঙ্কটকাল আসিবার পূর্ব্বে সাধুগণ প্রত্যেকটী বাধাবিঘ্ন ছিন্ন করিবেন, এবং ত্যাগস্বীকারের মধ্য দিয়া ঈশ্বরের সহিত নিয়ম করিবেন, ইহাই ঈশ্বরের ইচ্ছা। তাঁহাদের কর্ত্তব্য সম্বন্ধে ব্যগ্রভাবে ঈশ্বরকে জিজ্ঞাসা করেন, তবে কখন্ ঐ সকল দ্রব্য হস্তান্তর করিলে ভাল হইবে, তাহা তিনি তাঁহাদিগকে জানাইয়া দিবেন। আর এইরূপে তাঁহারা সঙ্কটকালে বিপদ মুক্ত থাকিতে পারিবেন, তাঁহাদের প্রতিবন্ধক স্বরূপ কিছুই থাকিবে না।25 CCh 160.1