মণ্ডলীর জন্য উপদেশ

90/327

একতাই বল

একতার জন্য আপ্রাণ চেষ্টা করুণ । ইহার জন্য প্রার্থনা করুণ ও কার্য্য করুণ ? স্বার্থপরতা ও কুসন্দেহের উপরে জয় লাভে সমর্থ করিয়া এবং যিনি আপনাকে প্রেম করিয়া আপনার নিমিত্ত প্রাণ দিয়াছিলেন, তাঁহা দ্বারা বিজয়ী অপেক্ষাও বিজয়ী করিয়া, ইহা আপনাকে আধ্যাত্মিক জীবনে স্বাস্থ্যবান করিবে, আপনার চিন্তার উৎকর্ষসাধন ও চরিত্রের মহত্ত্ব বিস্তার করিবে, ও আপনাকে স্বর্গীয় ভাবাপন্ন করিয়া তুলিবে । “স্বার্থকে” বা আমিত্বকে বিসজর্জন দেউন এবং নিজের অপেক্ষা অন্যকে অধিকতর সমাদর করুণ । তাহা হইলে এইরূপে আপনি খ্রীষ্টের সহিত এক হইতে পারিবেন । স্বর্গীয় বিশ্বমণ্ডলের সম্মুখে, এবং মণ্ডলী ও পৃথিবীর সম্মুখে আপনি এই নির্ভুল সাক্ষ্য দান করিবেন যে, আপনি ঈশ্বরের পুত্র বা কন্যা । আপনি যে দৃষ্টান্ত প্রদর্শন করিবেন, ঈশ্বর তাহাতে গৌরবান্বিত হইবেন । CCh 250.2

ঈশ্বরের লোকদের অন্তঃকরণ খ্রীষ্টীয় প্রেমে একত্রবদ্ধ থাকে, জগৎ এই আশ্চার্য্য কার্য্য দেখিতে চাহে । জগৎ ইহাও দেখিতে চাহে যে, প্রভুর লোকেরা খ্রীষ্টে স্বর্গীয় স্থানসমূহে একত্রে উপবিষ্ট থাকে । যাহারা ঈশ্বরকে প্রেম করে ও তাঁহার সেবা করে, ঈশ্বরের সত্য তাহাদের জন্য কি করিতে পারে আপনাদের জীবনে কি তাহার সাক্ষ্য দিবেন না ? আপনি কি হইতে পারেন, তাহা ঈশ্বর জানেন । আপনি যদি ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হন, তবে ঐশ্বরিক অনুগ্রহ আপনার জন্য কি করিতে পারে তাহা তিনি জানেন ।5 CCh 251.1

“হে ভ্রাতৃগণ, আমাদের প্রভুযীশু খ্রীষ্টের নামে আমি তোমাদিগকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বল, তোমাদের মধ্যে দলাদলি না হউক, কিন্ত এক মনে ও এক বিচারে পরিপক্ক হও ।” ১ করি ১ : ১০ । CCh 251.2

একতাই বল ; অমিলই দুর্ব্বলতা । যাহারা বর্ত্তমান সত্যে বিশ্বাস করে, তাহারা যখন সহমিলিত হয়, তখন তাহারা ফলপ্রদ প্রভাব বিস্তার করে ; শয়তান ইহা ভালরূপে জানে । এ জন্য সে প্রভুর লোকদের মধ্যে তিক্ততা ও অমিল আনয়ন করিয়া ঈশ্বরের সত্যকে ফলহীন করিতে এক্ষণে যতটা দৃঢ়-প্রতিজ্ঞা পূর্ব্বে কখনও সেরূপ ছিল না ।6 CCh 251.3