মণ্ডলীর জন্য উপদেশ

102/327

লোকদিগকে বাইবেলে মনোনিবেশ করিতে নির্দ্দেশ দেওয়া হইয়াছে

লিখিত সাক্ষ্যকলাপ নূতন দীপ্তি দানার্থে দত্ত হয় নাই, কিন্ত পূর্ব্বে-প্রকাশিত প্রত্যাদিষ্ট সত্যগুলি মানবান্তঃকরণে সুস্পষ্টরূপে অঙ্কিত করিয়া দিবার নিমিত্তই দত্ত হইয়াছে । ঈশ্বরের বাক্যে ঈশ্বরের ও প্রতি মানবের এবং সহমানবের প্রতি মানবের কর্ত্তব্য সম্বন্ধে সুস্পষ্টরূপে বর্ণিত আছে ; তথাপি আপনাদের মধ্যে অতি অল্প লোকেই ঈশ্বর-দত্ত ঐ দীপ্তির আজ্ঞাবহ । কোন অতিরিক্ত সত্য প্রকাশিত হয় নাই ; কিন্ত সাক্ষ্যকলাপের দ্বারা পূর্ব্বদত্ত মহা সত্যগুলি ঈশ্বর অতি সরল করিয়া দেখাইয়াছেন এবং ঐ সকলের দ্বারা লোকদের মন জাগ্রত ও প্রভাবান্বিত করিবার নিমিত্ত স্বীয় বাঞ্ছিত উপায়ে ঐ সকলকে লোকদের সম্মুখে উপস্থিত করিয়াছেন, উদ্দেশ্য এই, যেন কাহারও ওজর-আপত্তি করিবার কোন পথ না থাকে । ঈশ্বরের বাক্যকে খর্ব্ব করিবার নিমিত্ত সাক্ষ্যকলাপ দত্ত হয় নাই, কিন্ত ইহাকে উন্নত ও মানব মনকে ইহার দিকে আকৃষ্ট করিবার নিমিত্তই দেওয়া হইয়াছে, যেন সত্যের সুন্দর সুস্পষ্টতায় সকলের মনের উপরে প্রভাব বিস্তারিত হয় ।2 CCh 270.1

বাইবেল বাতিল করিয়া দিবার নিমিত্ত আত্মা দত্ত হয় নাই এবং কস্নিনকালেও ইহা দত্ত হইতে পারে না ; কারণ শাস্রকলাপ সুস্পষ্টরূপে বর্ণনা করে যে, ঈশ্বরের বাক্যই মানদণ্ড, যদ্দ্বারা সমস্ত শিক্ষার ও অভিজ্ঞতার পরীক্ষা করা হইবে । ......... যিশাইয় বলেন, “ব্যবস্থার কাছে ও সাক্ষ্যের কাছে (অন্বেষণ কর) ; ইহার অনুরূপ কথা যদি তাহারা না বলে, তবে তাহাদের পক্ষে অরুণোদয় নাই ।” (যিশাইয় ৮ : ২০) ।3 CCh 270.2

সাক্ষ্যকলাপের মধ্যদিয়া ঈশ্বর যে দীপ্তি দান করিয়াছেন, তাহা ঈশ্বরের বাক্যের অতিরিক্তাংশ এইরূপ ভ্রান্ত শিক্ষা দিতে চেষ্টা করিয়া কোন ভ্রাতা মনের মধ্যে বিশৃঙ্খলা আনয়ন করিতে পারে, কিন্ত ইহা করিয়া বিষয়টীকে সে মিথ্যা দীপ্তির আওতায় আনিয়া ফেলে । ঈশ্বরের বাক্য সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান প্রদনার্থে ঈশ্বর তাহার লোকদের মন এই প্রকারে তাঁহার বাক্যের দিকে আকৃষ্ট করা উপযুক্ত দেখিয়াছিলেন । সর্ব্বাপেক্ষা অন্ধকারাচ্ছন্ন মনেও আলো প্রদনার্থে ঈশ্বরের বাক্য যথেষ্ট ; আর যাহারা বুঝিবার আকাঙ্ক্ষী, তাহারা ইহা বুঝিতেও পারে । কিন্ত ইহা সত্ত্বেও, যাহারা নিজেদিগকে ঈশ্বরের বাক্য অধ্যয়নে তৎপর বলিয়া দেখায়, তাহাদের মধ্যে অনেকেই ইহার সরল শিক্ষাগুলির বিপরীতে জীবন যাপন করিতে দেখা যায় । এই হেতু নরনারিগণের যেন উত্তর দিবার কোন পথ না থাকে, তজজন্য শাস্রের অবহেলিত বাক্য সমূহ পালনে তৎপর করিবার নিমিত্ত ঈশ্বর সরল ও সুনির্দ্দিষ্ট সাক্ষ্যকলাপ দান করিয়া থাকেন । জীবন যাত্রার বিশুদ্ধ স্বভাব গঠনের নিমিত্ত ঈশ্বরের বাক্যে পর্য্যাপ্ত সাধারণ মূলনীতি রহিয়াছে এবং সাক্ষ্যকলাপের দ্বারা সর্ব্বসাধারণের ও ব্যক্তিবিশেষের মনোযোগ, অধিকতর বিশেষভাবে এই সকল মূলনীতির দিকে অকর্ষিত হইতেছে । CCh 270.3

ঈশ্বরের লোকদের জন্য দত্ত— মণ্ডলীর জন্য কতিপয় সাক্ষ্যের দ্বারা আমি বহুমূল্য বাইবেলখানি ঘিরিয়া রাখিয়াছিলাম । ইহাতে আমি বলিয়াছিলাম যে, প্রায় সকলের বিষয় সাক্ষ্য দেওয়া হইয়াছে । তাহাদের যে সকল পাপ ত্যাগ করিতে হইবে, সেগুলি দেখাইয়া দেওয়া হইয়াছে। তাহাদের অবস্থার ন্যায় অবস্থায়, অন্যকে যে পরামর্শ দেওয়া হইয়াছে, ইচ্ছা করিলে এই সকল সাক্ষ্যের বাক্যে তাহারাও সেই পরামর্শ পাইতে পারে । ঈশ্বর আপনাকে বিধির উপরে বিধি ও পাঁতির উপরে পাঁতি দিতে সুখানুভাব করিয়া থাকেন । CCh 271.1

কিন্ত সাক্ষ্যকলাপে কি লিখিত আছে, আপনাদের মধ্যে অনেকেই তাহা বাস্তবিক পক্ষে জানেন না । আপনারা শাস্রকলাপের সহিত সুপরিচিত নহেন । বাইবেলের মানদণ্ডে পৌঁছিবার ও খ্রীষ্টীয় সিদ্ধতা লাভ করিবার আকাঙ্ক্ষায় আপনারা যদি ঈশ্বরের বাক্যকে আপনাদের অধ্যয়নের বিষয় করিয়া তুলিতেন, তবে আপনাদের সাক্ষ্যকলাপের কোনই প্রয়োজন হইত না । ঈশ্বরের প্রত্যাদিষ্ট গ্রন্থের সহিত সুপরিচিতি হইতে অবহেলা করিয়াছেন বলিয়া, তিনি সরল ও সোজা সাক্ষ্যকলাপের দ্বারা, উপেক্ষিত প্রত্যাদিষ্ট বাক্যগুলির দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করিতে চেষ্টা করিতেছেন এবং বিশুদ্ধ ও উন্নত শিক্ষাগুলির সহিত আপনার জীবন গঠন করিয়া তুলিতে উৎসাহিত করিতেছেন ।4 CCh 271.2