মণ্ডলীর জন্য উপদেশ
সত্য ভাববাদীর বাস্তব পরীক্ষা
বাইবেলের দ্বারা এই যে ৪ টী বড় বড় পরীক্ষা করা হইয়াছে, ইহা ভিন্ন প্রভু আরও প্রমাণাদি দিয়াছেন, যদ্দ্বারা সুস্পষ্টরূপে বুঝা যায় যে, মিসেস্ হোয়াইটের লেখনীগুলি প্রভুই ইঙ্গিত মতে লিখিত হইয়াছে। আর সে সকল এই এইঃ- (১) বার্ত্তার সময়োপযোগিতা। ঈশ্বরের লোকদের কোন বিশেষ বিষয়ের প্রয়োজন আর ঐ প্রয়োজন মিটাইবার জন্যই যথা সময়ে বার্ত্তা প্রেরিত হয়; যেমন- মিসেস্ হোয়াইটের প্রথম দর্শনটী এই উদ্দেশ্যেই প্রেরিত হইয়াছিল। CCh 61.1
(২) বার্ত্তা সমূহের বাস্তবরূপ। দর্শনে মিসেস্ হোয়াইটের নিকটে যে বার্ত্তা প্রকাশিত হইত। তাহার মূল্য বাস্তব ছিল, উহা দ্বারা বাস্তব অভাবের প্রতীকার হইত। সাক্ষ্যের পরামর্শবাক্য গুলি আমাদের দৈনন্দিন জীবনে বাস্তব রূপে কার্য্য করে, ইহা একটী লক্ষ্যের বিষয়। CCh 61.2
(৩) বার্ত্তাসমূহের উন্নত আধ্যাত্মিক ভাবাপন্নতা। অকিঞ্চিৎকর কিংবা সামান্য বিষয় সমূহ লইয়া নহে, কিন্তু মহৎ ও উন্নত বিষয় সমূহ লইয়া বার্ত্তাসমূহ দত্ত হইয়াছে। ইহার ভাষা কত উচ্চ! CCh 61.3
(৪) দর্শনগুলির ধারা। এই ভূমিকার প্রথমাংশের অধ্যায় গুলিতে যেমন বলা হইয়াছে, তেমনি দর্শনগুলির অধিকাংশতেই শারীরিক বৈচিত্র পরিলক্ষিত হইয়াছে। দর্শনে বাইবেলের ভাববাদিগনের যেরূপ অবস্থা হইয়াছে, মিসেস্ হোয়াইটেরও ঠিক্ সেইরূপ অবস্থা ঘটিয়াছে। এইটী একটী পরীক্ষা না হইলেও, অন্যান্য প্রমাণের মধ্যে একটী প্রমাণ। CCh 62.1
(৫) দর্শনগুলি মনের কল্পনা মাত্র নহে, কিন্তু যথার্থ ভূয়োদর্শন। ফলতঃ দর্শনে মিসেস্ হোয়াইট্ দেখিয়াছেন, শুনিয়াছেন, অনুভব করিয়াছেন এবং দুতগণের নিকট হইতে উপদেশ প্রাপ্ত হইয়াছেন, দর্শনগুলি উত্তেজনা কিংবা কল্পনা প্রসূত নহে। CCh 62.2
(৬) মিসেস্ হোয়াইট্ কোন মানবের দ্বারা পরিচালিত হইতেন না। এক জনকে তিনি লিখিয়াছেলেনঃ- “তুমি মনে করিয়া থাক, ব্যক্তি বিশেষেরা আমরা মনকে প্রভাবিম্বিত করিয়া তাহাদের মতবলম্বী করিয়া তুলিয়াছে। কিন্তু আমি যদি এইরূপ লোক হই, তবে আমি ঈশ্বরের কার্য্যের যোগ্য নই।” CCh 62.3
(৭) তাঁহার সমসাময়িক লোকেরা তাঁহার কার্য্য কবুল করিয়া গিয়াছেন। মণ্ডলীর মধ্যের যাহারা মিসেস্ হোয়াইটে্র সঙ্গে বসবাস করিয়াছেন এবং কার্য্য করিয়াছেন, তাঁহারা যেমন, মণ্ডলীর বাহিরের অনেকেও তেমনি মিসেস্ হোয়াইটে্কে প্রকৃতপক্ষে “প্রভুর বার্ত্তাবাহিকা” বলিয়া জানিতেন। যাঁহারা তাঁহার নিকটতম ছিলেন, তাঁহারা আহ্বানে ও কার্য্যে তাঁহাদের সর্ব্বাপেক্ষা অধিক বিশ্বাস ছিল। CCh 62.4
প্রভুর বার্ত্তায় ও বার্ত্তাবাহকের প্রতি তাঁহার লোকদের যেন পূর্ণ বিশ্বাস থাকে, তজজন্য তিনি যে চারিটী বাইবেল পরীক্ষা ও সুস্পষ্ট প্রমাণ দিয়াছেন, সেই সকল আমাদিগকে সুনিশ্চকরূপে বলিয়া দেয় যে, ঐ কার্য্য এবং উহা নিঃসন্দিগ্ধভাবে বিশ্বান-যোগ্য। CCh 62.5
ঈ, জি, হোয়াইটের অধিকাংশ পুস্তকই মণ্ডলীর জন্য শিক্ষা ও উপদেশ পূর্ণ এবং ঐ মণ্ডলীর পক্ষে স্থায়ী উপকারী। এই সকল সাক্ষ্যর বাক্য সার্ব্বজনীন হউক কিংবা পরিবারের অথবা ব্যক্তি বিশেষের প্রতি ব্যক্তিগত সাক্ষ্য হউক- সে সকলই বর্ত্তমানে আমাদের পক্ষে উপযোগী। এই সম্পর্কে মিসেস্ হোয়াইট্ বলেনঃ- “ব্যক্তি বিশেষের জন্য সাক্ষের বাক্য সমূহে যে উপদেশ ও চেতনাবাণী লিপিবদ্ধ আছে, তাহা অনেকের — যাহাদের বিষয় এইরূপ বিশেষ ভাবে দেখান হয় নাই,- তাঁহাদের পক্ষে একই ভাবে প্রযোজ্য। এই জন্য মণ্ডলীর মঙ্গলের নিমিত্ত ব্যক্তিগত সাক্ষ্য গুলি প্রকাশ করা আমি আমার কর্ত্তব্য কলিয়া মনে করি। ........ এই সকল সাক্ষ্যের বাক্য ভিন্ন অন্য কোন উৎকৃষ্ট উপায়ের বিষয় আমি জানিনা, যদ্দ্বারা সাধারণ বিপদ ও ভ্রান্তি সমূহ সম্বন্ধে আমার দর্শন প্রকাশ করা যায় এবং যাহারা ইশরকে প্রেম করে ও তাঁহার আজ্ঞা সকল পালন করে, তাহাদের কর্ত্তব্য তাহাদিগকে জ্ঞাত করা যায়।” CCh 62.6
সহভ্রাতাকে কোন কিছুতে দোষী করনার্থে সাক্ষ্যের বাক্য সমূহ অধ্যয়ন করা অসঙ্গত। বিষয় গুলি আমরা যেরূপ দেখি, অন্য ভ্রাতা ও ভগ্নিগণও যেন ঠিক্ সেইরূপ দেখে, তজজন্য তাহদিগকে পথে আনিবার নিমিত্ত সাক্ষ্যের বাক্যগুলি দন্ডরুপে ব্যাবহার করা কখনই উচিত নহে। ব্যক্তি বিশেষের এমন অনেক বিষয় আছে, যাহার মীমাংসা কেবল ঈশ্বরের সহিত করিতে হইবে। CCh 63.1
যে মূলনীতি গুলি অধুনা আমাদের নিজেদের জীবনের প্রতি প্রযোজ্য, সে সকল জানিবার নিমিত্ত উপদেশসমূহ অধ্যয়ন করিতা হইবে, চেতনার ও ভর্ৎসনার জন্য কতকগুলি বার্ত্তা কোন কোন নির্দ্দিষ্ট সময়ে ও নির্দ্দিষ্ট স্থানে দেওয়া হইয়াছিল, তথাপি তাহার মূলতত্ত্বগুলি বিশ্বজনীন ও সময়োপযোগী ছিল। সমগ্র জগতে মানবান্তঃকরণ বহুল পরিমাণে একই প্রকার। একজনের যে সমস্যা, অপরেরও প্রায় সেই সমস্যা দেখা যায়। মিসেস্ হোয়াইট্ লিখিয়াছেনঃ- “একজনের দোষের বিষয় তিরস্কার করিয়া ঈশ্বর অনেককে সংশোধন করিতে চাহেন।” “তিনি কাহারও কাহারও দোষ উদঘাটন করিয়া দেন, যেন অন্যে ইহা দ্বার চেতনা প্রাপ্ত হয়।” CCh 63.2
মৃত্যুর অব্যবহিত পূর্ব্বে মিসেস্ হোয়াইট্ নিম্নলিখিত উপদেশ দান করিয়াছিলেনঃ- “ঈশ্বরের রব পবিত্র আত্মার মধ্যদিয়া আমাদের নিকটে আসিয়া ক্রমাগত আমাদিগকে শিক্ষা ও চেতনা দান করিতেছে।......... সময় ও পরীক্ষা, প্রদত্ত শিক্ষাকে নিষ্ফল করে নাই। ......... বার্ত্তার প্রারম্ভ কালে যে শিক্ষা দেওয়া হইয়াছিল, তৎকালে টা অনুসরণ করা যেমন নিরাপদ ছিল, এই শেষ কালেও উহার অনুসরণ করা তদ্রূপ নিরাপদ।” CCh 64.1
পরে যে সকল উপদেশ দেওয়া হইয়াছে, সেগুলি ঈ, জি, হোয়াইটের বহু পুস্তক হইতে, বিশেষতঃ তেষ্টিমনি ট্রেজার্সের (Testimony Treasures) তিন খণ্ড হইতে গৃহীত হইয়াছে,- ইহাকে টেষ্টিমনিস্ ফর দি চার্চ্চের (Testimonies for the Church) বিশ্ব-সংস্করণ বলা হয়। ইহার শিক্ষাগুলি মণ্ডলীর পক্ষে সর্ব্বাপেক্ষা উপকারী শিক্ষা বলিয়া মন হয়; কিন্তু যেখানে মণ্ডলীর সভ্য সংখ্যা মুষ্টিমেয়, সেখানে পরিমিত আকারের একখণ্ডে বেশী এই পুস্তক প্রকাশ করা অসম্ভব। ভাববাণীর আত্মার উপদেশগুলির তত্ত্বাবধানের ও ইহাদের ক্রমিক প্রসারের দায়িত্ব ভার এলেন জি, হয়াইত্ পাব্লিকেশনের বোর্ড অব ট্রাস্টিসের হাতে দেওয়া হইয়াছিল, আর ইহাদেরই অনুমত্যানুসারে বড় একটী কমিটী দ্বারা এই সকল উপদেশ সঙ্কলিত ও সুবিন্যস্ত হইয়াছে। এই সঙ্কলন গুলি প্রায়শঃই ও বাস্তব মৌ্লিকতথ্যর বিবৃতিতে সীমাবদ্ধ, আর এইরূপে ঐগুলিতে বহু বিষয়ের একত্র সন্নিবেশ রহিয়াছে। CCh 64.2
“তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস কর, তাহাতে সুস্থির হইবে; তাহার ভাববাদীগণে বিশ্বাস কর, তাহাতে কৃতকার্য্য হইবে।” CCh 64.3
২ বংশা ২০:২০। CCh 64.4
ওয়াশিংটন ডি, সি দি ট্রাস্ টিস্ অব দি এলেন জি, হোয়াইট্ পাব্লিকেশন CCh 64.5
জুলাই ২২, ১৯৫৭ CCh 64.6