মণ্ডলীর জন্য উপদেশ
ধারাবাহিকরূপে ও অভিনিবেশ সহকারে অধ্যয়ন
মাতা-পিতাগণ আপনারা যদি আপনাদের সন্তান-সন্ততিগণকে ঈশ্বরের সেবা করিতে ও জগতে সৎকার্য্য করিতে শিক্ষা দিতে চাহেন, তবে বাইবেলকে আপনাদের সাহিত্য পুস্তক করিবেন । কারণ ইহা শয়তানের চতুরতা প্রকাশ করিয়া দেয় । ইহা দ্বারা জাতিগণের মহা উন্নতি সাধিত হয়, ইহা নৈতিক ভ্রষ্টতাকে তিরস্কার ও সংশোধন করে, সত্য ও মিথ্যার মধ্যে যে কী পার্থক্য তাহা নির্ণয় করিতে ইহা আমাদিগকে সাহায্য করে । গৃহে ও স্কুলে আর যাহাই শিক্ষা দেওয়া হউক না কেন, প্রধান শিক্ষক হিসাবে প্রথম-স্থান বাইবেলকে দিতে হইবে । ইহা করিলে, ঈশ্বর সমাদৃত হইবেন, এবং আপনাদের সন্তান-সন্ততিগণের মনপরিবর্ত্তনে তিনি আপনাদের জন্য কার্য্য সাধন করিবেন । এই গ্রন্থে সত্যের ও সৌন্দর্য্যের এক বহুমূল্য খনি নিনিত আছে, মাতা-পিতাগণ যদি ইহাকে তাঁহাদের সন্তান-সন্ততিগণের পক্ষে গভীর চিত্তাকর্ষক করিয়া না তুলেন, তবে তাঁহারা নিজেরাই দোষী সাব্যস্ত হইবেন ।6 CCh 284.2
পরীক্ষক যখন তাহার প্রতারণা সহকারে খ্রীষ্টের নিকট আসিয়াছিল, খ্রীষ্ট তখন, এই একমাত্র অস্র ব্যবহার করিয়াছিলেন, যথা : — “লেখা আছে ।” বাইবেলে সত্য সম্বন্ধে যে শিক্ষা রহিয়াছে, তাহা এমন প্রধান ও চমৎকার শিক্ষা যে, প্রত্যেক মাতাপিতারই তাহার অনুসরণ করা কর্ত্তব্য । মধুরভাবে ও মনের উল্লাসে সত্যটী সন্তান-সন্ততিগণের সম্মুখে এমন ভাবে উপস্থিত করিবেন, যেন মনে হয় যে, উহা ঈশ্বরই বলিতেছেন । আপনাদের সন্তান-সন্ততিগণকে আপনাদিগেতে আসক্ত করিয়া ও আপনাদের দৈনন্দিন জীবনে ধৈর্য্য, দয়া ও প্রেম দেখাইয়া মাতা-পিতারুপে আপনারা আপনাদের সন্তানগণের নিকটে দৃষ্টান্ত স্বরূপ হইতে পারেন । তাহাদিগকে তাহাদের খুসী মত চলিতে দিবেন না, কিন্ত তাহাদিগকে দেখাইয়া দিবেন যে, ঈশ্বরের বাক্য মতে চালিত করা এবং সদাপ্রভুর শিক্ষা ও উপদেশের অধীনে তাহাদিগকে আনয়ন করাই আপনার কার্য্য । CCh 284.3
আপনার পরিবারের সহিত যখন শাস্র অধয়ন করিবেন, তখন সুধারা রক্ষা করিবেন । পার্থিব ধরণের যাহা কিছু, তাহা তুচ্ছ করিয়া ...... আত্মা যাহাতে জীবন-খাদ্যে পরিতৃপ্ত হয়, তদ্বিষয়ে দৃঢ়রূপে চেষ্টা করিবেন । হৃষ্টচিত্তে ও আনন্দ সহকারে প্রতিদিন এক ঘণ্টা, অথবা এমন কি, আধ ঘণ্টা ঈশ্বরের বাক্য অধ্যয়ণের ফলে যে কি উত্তম, তাহা ধারণতীত ! কোন একটী বিষয় সম্বন্ধে বিভিন্ন অবস্থায় যাহা বলা হইয়াছে, তাহার একত্র সমবায়ে যে ব্যাখ্যা হইতে পারে, শাস্র হইতেই তাহার ব্যাখ্যা গ্রহণ করিবেন । আগন্তক বা অভ্যাগতগণের জন্য আপনার গৃহের ক্লাশটী বন্ধ রাখিবেন না । ক্লাশ পড়াইবার সময়ে যদি কোন আগন্তক আইসে , তবে তাহাকে ক্লাশে যোগ দিতে নিমন্ত্রণ করিবেন । তাহাকে দেখাইয়া দিবেন যে জগতের লাভ ও আমোদ-প্রমোদ অপেক্ষা ঈশ্বরের বাক্যে জ্ঞান লাভ করা আপনি অধিকতর আবশ্যক মনে করিয়া থাকেন । CCh 285.1
প্রার্থনা ও অভিনিবেশ সহকারে প্রতি দিন বাইবেল অধ্যয়ন করিলে প্রতিদিন ইহার মধ্যে কোন না কোন সুন্দর সত্য,— নূতন, সুস্পষ্ট ও উজ্জ্বল দীপ্তিতে দেখিতে পাইব ।7 CCh 285.2
প্রভুর লালন-পালন ও তাঁহার শিক্ষা-দীক্ষার মধ্য দিয়া আপনি যদি আপনার সন্তানসন্ততিগণকে মানুষ করিতে চাহেন, তবে বাইবেলকে আপনার পথ প্রদর্শক করিতে হইবে । অনুকরণ করণার্থে খ্রীষ্টের জীবন ও তাঁহার স্বভাব তাহারা তাহাদের আদর্শ করিয়া লউক । তাহারা কোন পাপ করিলে, সেই একই প্রকার পাপ সম্পর্কে প্রভু যাহা বলিয়াছেন, তাহা তাহাদিগকে পাঠ করিয়া শুনাইবেন । এই কার্য্যের নিমিত্ত অবিরত চেষ্টা ও যত্নের প্রয়োজন । মাতাপিতাগণ একটী দোষ উপেক্ষা করিলে, শিক্ষকগণ একটী দোষ সংশোধন না করিলে, সন্তান-সন্ততিগণের সমুদয় স্বভাব বিকৃত ও উচ্ছৃঙ্খল হইয়া যাইতে পারে । সন্তানসন্ততিগণকে শিক্ষা দিউন যে, তাহাদের নূতন হৃদয় লাভ করা, নূতন রুচি জন্মান ও নূতন উদ্দেশ্য জাগাইয়া তোলা আবশ্যক । তাহাদের খ্রীষ্ট হইতে সাহায্য গ্রহণ করা আবশ্যক । ঈশ্বরের বাক্যে যেরূপ ব্যক্ত আছে, তাহাদের সেইরূপ স্বভাব বিশিষ্ট হওয়া প্রয়োজন । CCh 285.3