মণ্ডলীর জন্য উপদেশ

112/327

বাইবেল অধ্যয়নে স্পৃহা স্বাভাবিক নহে

বৃদ্ধা ও যুবা এ উভয়েই বাইবেল অধ্যয়নে অবহেলা করিয়া থাকে । ইহা অধ্যয়ন তাহারা তাহাদের জীবনের নিয়ম করিয়া লয় না । এই অবহেলার জন্য বিশেষভাবে যুবকেরাই দোষী । ইহাদের মধ্যে অনেকেই অন্য পুস্তকদি পাঠ করিবার সময় পায়, কিন্ত যে পুস্তকে অনন্ত জীবনের পথ দেখাইয়া দেয়, তাহারা প্রতিদিন তাহা পাঠ করে না । বাজে গল্প মনোযোগ সহকারে পাঠ করা হয়, কিন্ত বাইবেল পাঠে CCh 287.2

অবহেলা করা হয় । উচ্চতর ও পবিত্রতর জীবন যাপনের নিমিত্ত এই পুস্তক আমাদের পথ-প্রদর্শক । মিথ্যা গল্পাদি পড়িয়া কল্পনাশক্তি বিকৃত না হইয়া গেলে, যুবকেরা বাইবেলকেই সর্ব্বাপেক্ষা পুস্তক বলিয়া অভিহিত করিবে ।10 CCh 288.1

আমরা মহা জ্যোতি প্রাপ্ত হইয়াছি বলিয়া আমাদের স্বভাবের, আমাদের কথাবার্তার, আমাদের পারিবারিক ও আমাদের সামাজিক জীবনের উন্নতি বিধান অরা আমাদের অবশ্য কর্ত্তব্য । গৃহে পথ-প্রদর্শক হিসাবে ঈশ্বরের বাক্যকে সসম্মানে দেখিবেন । প্রত্যেক অসুবিধার মধ্যে পড়িয়া ইহাকে পরামর্শদাতা হিসাবে, এবং প্রত্যেক কার্য্যে ইহাকে মূলনীতি হিসাবে গ্রহণ করিবেন । আমার প্রিয় ভ্রাতা ও ভগ্নিগণ কি এই বিষয়ে নিঃসন্দিগ্ন হইবেন যে, ঈশ্বরের সত্য, ও ধার্ম্মিকতার জ্ঞানের দ্বারা পরিচালিত না হইলে পরিবারস্থ কাহারও কখনও কোন প্রকৃত উন্নতি সাধিত হইতে পারে না ? যে সকল মাতাপিতা ঈশ্বর-সেবা বোঝা-স্বরূপ মনে করে, তাহাদের এই অলস স্বভাব বলে পরিবারস্থ সকলেরই পবিত্র হইয়া আবশ্যক ।1 CCh 288.2

সন্তানসন্ততিগণের প্রাথমিক বয়সে ঈশ্বরের ব্যবস্থার দাবী-দাওয়ার বিষয় এবং আমাদের মুক্তিদাতা পাপের কলঙ্ক হইতে পরিস্কার করিতে পারেন, এই বিশ্বাসের বিষয়, তাহাদিগকে প্রতিদিন উপদেশ ও দৃষ্টান্ত দ্বারা অবশ্যই শিক্ষা দিতে হইবে ।12 CCh 288.3