মণ্ডলীর জন্য উপদেশ

56/327

যাঁহারা ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য তিনি তাঁহাদের পরীক্ষা করেন

আমাদের পরীক্ষার মধ্য দিয়া যাইতে হইলে তদ্দ্বারা ইহাই প্রমানিত হয় যে, যীশু আমাদের মধ্যে এমন কিছু বহুমুল্য জিনিষ দেখিতে পান-যাহার তিনি উন্নতি সাধন করিতে চাহেন। যদ্দ্বারা তিনি তাঁহার নামের গৌরব করিতে পারেন, এমন কোন কিছু যদি তিনি আমাদের মধ্যে না দেখেন, তবে তিনি আমাদিগকে বিশুদ্ধ করিবার নিমিত্ত বৃথা সময় নষ্ট করিবেন না। কণ্টকযুক্ত গুল্ম ছাঁটিবার জন্য আমরা সবিশেষ কষ্ট স্বীকার করি না। খ্রীষ্ট অকেজো পাথরগুলি হাপরে নিক্ষেপ করেন না। মুল্যবান ধাতুরই তিনি পরীক্ষা করিয়া থাকেন।10 CCh 188.1

ঈশ্বর যাহাদের মনোনীত করেন, তাঁহারা দায়িত্বপুর্ণ পদে প্রতিষ্ঠিত হইবেন এবং তাঁহারা যেন অন্তঃ করণ দেখিতে ও নিজেদের হৃদয়ের জতিল মনোবৃত্তিগুলি ও আচরণাদি সূক্ষ্মরূপে অনুসন্ধান করিতে এবং যাহা অন্যায় তাহা খুঁজিয়া বাহির করিতে পারেন, তজ্জন্য ঈশ্বর নিজ দয়ায় তাঁহাদের গুপ্ত দোষ দেখাইয়া দিবেন; এইরূপে তাঁহারা তাঁহাদের প্রকৃতির পরিবর্ত্তন করিতে ও তাঁহাদের আচরণ বিশুদ্ধ করিতে পারেন। লোকেরা যেন তাঁহাদের মধ্যে যাহা ভাল, তাঁহার উন্নতি সাধন করতে ও যাহা মন্দ তাহা ত্যাগ করিতে পারে, তজ্জন্য সদাপ্রভু স্বীয় পরিণামাদর্শিতাগুনে লোকদিগকে এমন অবস্থায় লইয়া যান, যে অবস্থায় তিনি তাঁহাদের নৈতিক বল পরীক্ষা করিতে ও তাঁহাদের কার্য্যের উদ্দেশ্য প্রকাশ করিতে পারেন। ঈশ্বর চাহেন যেন, তাঁহার দাসেরা তাঁহাদের হৃদয়ের নৈতিক যন্ত্র —পাতির সহিত সুপরিচিত হন। ইহা করিবার নিমিত্ত, তিনি প্রায়শঃই তাঁহাদের উপরে দুঃখ ও বিপদরূপ অগ্নি-পরীক্ষা আসিতে দেন, উদ্দেশ্য এই, যেন তাঁহারা বিশুদ্ধ হইতে পারেন। ” কিন্তু তাঁহার আগমন দিন কে সহ্য করিতে পারিবে; আর তিনি দর্শন দিলে কে দাড়াইতে পারিবে ? কেননা তিনি রৌপ্য পরিষ্কারকের অগ্নিতুল্য ও রজকের ক্ষার তুল্য। তিনি রৌপ্য পরিষ্কারক ও শুচিকারক হইয়া বসিবেন, তিনি লেবির সন্তানদিগকে শুচি করিবেন, এবং স্বর্ণের ও রৌপ্যের ন্যায় তাহাদিগকে বিশুদ্ধ করিবেন; তাহাতে তাঁহারা সদাপ্রভুর উদ্দেশ্যে ধার্ম্মিকতার নৈবেদ্য উৎসর্গ করিবে।” মালাখি ৩ঃ ২,৩।11 CCh 188.2

ঈশ্বর তাঁহার লোকদিগকে ধাপে ধাপে পরিচালিত করেন। হৃদয়ের মধ্যে কোথায় কি আছে, তাহা সুস্পষ্টরূপে প্রকাশ করিবার নিমিত্ত তিনি তাহাদিগকে বিভিন্ন অবস্থায় লইয়া যান। কেহ কোন এক অবস্থায় পতিত হইয়া তাহা সহ্য করেন, কিন্তু পরবর্ত্তী অবস্থায় পতিত হইয়া উছোট খান। প্রত্যেক উন্নততর অবস্থায় আরও একটু সুক্ষ্মতর ভাবে হৃদয়ের পরীক্ষা হইয়া থাকে। ঈশ্বরের নামধারী লোকদের হৃদয় এই সরল ও সোজা কার্য্যে প্রতিরোধী হইলে, বুঝিতে হইবে যে, প্রভুর মুখ হইতে বমিত হইতে না চাহিলে, বিজয়ী হইবার নিমিত্ত, তাঁহাদের কিছু করণীয় কার্য্য আছে।12 CCh 189.1

আমরা ঈশ্বরের কার্য্য করিবার জন্য সম্পূর্ণ অপারক, এই কথা যত শীঘ্র আমরা তাঁহার বিজ্ঞতা দ্বারা পরিচালিত হইতে স্বীকৃত হইব; আর তখন সদাপ্রভু আমাদের সহিত কার্য্য করিতে পারিবেন। আমরা আমিত্ব শুন্য হইলে প্রভু আমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পুর্ণরূপে সাধন করিবেন।13 CCh 189.2