মণ্ডলীর জন্য উপদেশ
৮ম অধ্যায়
ধনাধ্যক্ষতা সম্বন্ধে উপদেশ
বদান্যতার আত্মা ঈশ্বরের আত্মা । ক্রুশের উপরে খ্রীষ্টের আত্মবলির প্রেম প্রকাশিত হইয়াছে। মানব যেন রক্ষা পায়, তজজন্য তিনি তাঁহারা যাহা কিছু ছিল, সে সকলই দিয়াছেলেন; এবং অবশেষে নিজেকেও দিয়াছেলেন। খ্রিস্টের ক্রুশ স্বর্গীয় ত্রাণকর্ত্তার প্রতিটী শিষ্যকে দানশীল হইতে অনুরোধ করে। দৃষ্টান্ত দ্বারা যে মূলনীতি দেখান হইয়াছে, তাহাতে বলে, -দেও, দেও। বাস্তব হিতেচ্ছা প্রণোদিত হইয়া কার্য্য করা ও দান করা খ্রিস্টীয় জীবনের প্রকৃত ফল। ঘোর সাংসারিক লোকদের মূলনীতি চাই, চাই; আর এইরূপে তাহারা আনন্দ উপভোগ করিতে আশা করে; কিন্তু তাহদের সকল কিছুর পরিণাম ফল হয়, -দুর্দ্দশা ও মৃত্যু। CCh 140.1
খ্রিস্টের ক্রুশ হইতে সুসমাচারের যে জ্যোতি বিকীর্ণ হয়, তাহা স্বার্থপরতাকে ভর্ৎসনা করে এবং বদান্যতা ও পরহিতৈষণাকে উৎসাহিত করে। দান করিবার জন্য উত্তরোত্তর অনুরোধ আসিতেছে এজন্য ইহা একটী পরিতাপের বিষয় হওয়া উচিত নহে। ঈশ্বর স্বীয় পরিণামদর্শতা ও বিধান অনুযায়ী তাঁহার প্রজাদিগকে তাহাদের সীমাবদ্ধ কার্য্যক্ষেত্র হইতে বহির্গত হইয়া মহত্তর কার্য্যে যোগদান করিতে আহ্বান করিতেছেন। বর্ত্তমানে নৈতিক অন্ধকারে জগতকে সমাচ্ছন্ন করিয়া রাখিয়াছে বলিয়া সকলকে অসীম চেষ্টা করিতে বলা হইতেছে। ঈশ্বরের প্রজাদের মধ্যে অনেকেই জাগতিকতা ও লোভের ফাঁদে আবদ্ধ হইয়া বিপন্ন হইয়া পড়িয়াছে। ঈশ্বরের মহা অনুগ্রহই তাহাদের অর্থের চাহিদা মিটাইয়া থাকে, ইহা তাহাদের বোধগম্য হওয়া কর্ত্তব্য। পরহিতৈষিতা যে উদ্দেশ্যে কার্য্যে প্রণোদিত হয়, তাহা তাহাদের সম্মুখে ধরিতে হইবে, নতুবা তাহারা মহান্ আদর্শ-গুরুর চরিত্রের নকল করিতে পারিবে না। CCh 140.2
খ্রীষ্ট তাঁহার শিষ্যগণকে আদেশ দিয়াছিলেনঃ- “তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার কর।” তাঁহরা এই আদেশ দ্বারা তিনি লোকদিগকে নির্দ্দেশ করিয়া দিলেন, যেন তাঁহার মহা অনুগ্রহের বিষয় জগৎকে আরও বিস্তারিতরূপে জ্ঞাত করা হয়। কেহ কেহ যখন প্রচার করিতে যান, তখন অন্যেরা যেন চাদা দিয়া পৃথিবীতে তাঁহার কার্য্য পরিচালিত হইবার জন্য সাহায্য করেন, ইহাই তাহাদের নিকটে তাঁহার দাবি। সহমানবের রক্ষার নিমিত্ত আমাদিগকে যাহা করিতে দেওয়া হইয়াছে, তাহা করিয়া ঐশ্বরিক দান সকল যেন মানবের মাধ্যমে বিতরিত হইতে পারে, তজজন্য ঈশ্বর মানবের হস্তে ধনরাশি অর্পন করিয়াছেন। মানবকে উন্নত করণের পক্ষে ইহা ঈশ্বর নির্দ্দিষ্ট একটী উপায়। মানবের এই কার্য্যেরই প্রয়োজন, কারণ ইহা মানব হৃদয়ের গভীরতম সহানুভূতি জাগাইয়া তুলিবে এবং মনের সর্ব্বশ্রেষ্ঠ সামর্থ্য কার্য্য খাটাইবে।1 CCh 141.1
ঠিক্ ভাবে পরিচালিত দয়ার কার্য্য মানবের মানসিক ও নৈতিক শক্তির উপরে প্রভাব বিস্তার করে এবং দরিদ্রগণের সাহায্য ও ঈশ্বরের কার্য্যের অগ্রগতির জন্য অতি উত্তমরূপে কার্য্য করিতে অনুপ্রাণিত করে।2 CCh 141.2
অভাবের সময়ে কোন ভ্রাতাকে সাহায্য করার, কিংবা সত্য বিস্তার কল্পে ঈশ্বরের কার্য্যে সাহায্য দানের প্রতিটী সুযোগ, এক একটী মুক্তা সদৃশ; যাহা সুরক্ষার জন্য পূর্ব্বেই স্বর্গের বাঙ্কে জমা দিতে পাঠান যায়।3 CCh 141.3