মণ্ডলীর জন্য উপদেশ
৯ম অধ্যায়
খ্রীষ্টের সহিত সম্মিলন ও ভ্রাতৃপ্রেম
ঈশ্বরের সন্তানসন্ততিগণ পরস্পর ঐক্যে বাস করেন, ইহাই ঈশ্বরের অভিপ্রায়। তাঁহারা কি একই স্বর্গে একত্রে বাস করিতে আশা করেন না? খ্রীষ্ট কি নিজের মধ্যে বিভক্ত ? তাঁহার লোকদের মধ্য হইতে কুসন্দেহ ও বিবাদ দূর করিয়া দিবার পূর্ব্বে, এবং কার্য্যকারিগণ এক উদ্দেশ্যে প্রণোদিত হইয়া ঈশ্বরের দৃষ্টিতে এত পবিত্র কার্য্যে তাঁহাদের মন, প্রাণ ও শক্তি উৎসর্গ করার পুর্ব্বে কি ঈশ্বর কৃতকার্য্যতা দান করিবেন? একতায় বল, এবং অনৈক্যে দুর্ব্বলতা আনায়ন করে। পরস্পরের সহিত একতাবদ্ধ হইয়া মানবের পরিত্রানের নিমিত্ত একযোগে কার্য্য করিলে আমরা নিশ্চয়ই “ঈশ্বরের সহিত সহকার্য্যকারী” বলিয়া গন্য হইব। যাহারা একতাবদ্ধ হইয়া কার্য্য করিতে চাহে না, তাঁহারা অপরিমিতরূপে ঈশ্বরের অবমাননা করে। পরস্পরের সহিত বিরুদ্ধ ভাবাপন্ন হইয়া কার্য্য করিলে আত্মাসকলের শত্রু আনন্দে উৎফুল্ল হয়। এ নিমিত্ত এইরূপ লোকদের ভ্রাতৃপ্রেমের ও হৃদয়ের কোমলতার অনুশীলন করা কর্ত্তব্য। তাঁহারা যদি ভবিষ্যতের যবনিকা উন্মোচন করিয়া তাঁহাদের অনৈক্যের ফলাফল দেখিতে পারিতেন, তাহা হইলে তাঁহারা নিশ্চয়ই অনুতপ্ত হইতেন।1 CCh 163.1