মণ্ডলীর জন্য উপদেশ
৭ম অধ্যায়
মণ্ডলী কর্ত্তৃক প্রকাশিত গ্রন্থাবলি
ঈশ্বরের আদেশ এবং তাহারই বিশেষ তত্ত্বাবধানে আমাদের পুস্তক প্রচারের কার্য্য সংস্থাপিত হইয়াছিল। এক সুনির্দ্দিষ্ট উদ্দেশ্য সাধনই ছিল ইহার পরিকল্পনা। নিজস্ব প্রজা ও জগৎ হইতে পৃথকীকৃত লোকরূপে ঈশ্বর সেভেন্থ- ডে- এ্যাডভেণ্টিষ্টদিগকে মনোনীত করিয়াছেন। তিনি তাহাদিগকে সত্যের প্রকাণ্ড ছেনি দ্বারা জগতের প্রস্তরখানি হইতে কাটিয়া লইয়া তাঁহার সহিত সংযুক্ত করিয়াছেন। তিনি তাহাদিগকে তাঁহার প্রতিনিধিরূপে নিযুক্ত করিয়াছেন এবং পরিত্রাণের শেষকার্য্যে তাঁহার রাজদূতরূপে অভিহিত করিয়াছেন। মর্ত্ত্য মানবকে সত্যের যে অমূল্য ধন প্রদত্ত হইয়াছে, ঈশ্বরের দ্বারা যে গুরুগম্ভীর ও ভয়াবহ চেতনা বাণীসমুহ প্রেরণ করা হইয়াছে, সে সকল জগৎকে দিবার জন্যই দত্ত হইয়াছে; আর এই কার্য্য সম্পাদনে আমাদের পাব্লিশিং হাউস্ হ ছাপাখানাই সর্ব্বাপেক্ষা ফলপ্রসূ দপ্তর। CCh 136.1
ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিবার জন্য প্রস্তুত হওনার্থে আমাদের ছাপাখানাগুলি হইতে পুস্তিকাদি প্রকাশিত হইয়া থাকে।1 CCh 136.2
কোন একটী কার্য্য যদি অন্য একটী কার্য্য অপেক্ষা অধিকতর প্রয়োজনীয় হয়, তবে আমাদের প্রকাশিত পুস্তিকাদি সর্ব্বসাধারণের নিকট লইয়াই হইল সেই সর্ব্বাপেক্ষা প্রয়োজনীয় কর্ম্ম, কারণ এতদ্দ্বারা লোকেরা শাস্ত্রানুসন্ধানে পরিচালিত হয়। CCh 136.3
মিশনারী কার্য্য — আমাদের পুস্তিকাদি বিভিন্ন পরিবারের মধ্যে লইয়া যাওয়া, তাঁহাদের সহিত আলাপাদি করা এবং তাঁহাদের জন্য, প্রার্থনা করা, একটী উত্তম মিশনারী কার্য্য; আর ইহাই নরনারীদিগকে পালকের কার্য্য করিতে সুশিক্ষিত করিয়া তুলে।2 CCh 136.4
আমাদের পুস্তক-প্রচারকার্য্য সুসমাচার প্রচার- কার্য্যের এক অতি প্রয়োজনীয় ও সর্ব্বাপেক্ষা লাভজনক অঙ্গ। যে সকল স্থানে সভা করিতে পারা যায় না, সেই সকল স্থানে আমাদের পুস্তিকাদি যাইতে পারে এবং ঐ সকল স্থানে বিশ্বস্ত পুস্তক প্রচারকেরা জীবন্ত প্রচারকের স্থান গ্রহণ করিতে পার। যাহারা অন্যে প্রচারকের কার্য্য দ্বারা, এমন সহস্র সহস্র লোকেরা নিকট সত্য উপস্থিত করা হইয়াছে। CCh 137.1
দেশের বিভিন্ন স্থানে পুস্তক প্রচারকদিগকে পাঠাইতে হইবে। এই কার্য্যের গুরুত্ব, সুসমাচার প্রচার কার্য্যের গুরুত্বের সমান। আমাদের সম্মুখে যে মহান্ কার্য্য রহিয়াছে, তাহা পরিসমাপ্তির জন্য জীবন্ত প্রচারক ও নিরব প্রচারক এই উভয়েরই প্রয়োজন।3 CCh 137.2
আমাদের পুস্তিকাদির মধ্যে যে জ্যোতি রহিয়াছে, লোকদিগকে তাহা দান করিবার জন্য, ঈশ্বর পুস্তক প্রচারকের কার্য্যের ব্যবস্থা করিয়াছেন; অতএব জগতের লোকেরা যাহাতে আধ্যাত্মিক শিক্ষা ও জ্ঞানালোক প্রাপ্ত হইতে পারে, তজজন্য যত শ্রীঘ্র সম্ভব তাহাদের নিকটে পুস্তিকাদি সদাপ্রভু চাহেন, যেন তাঁহার লোকেরা এই সময়ে এই কার্য্যেই রত থাকেন। যাঁহারা পুস্তক-প্রচার কার্য্যে আত্মোৎসর্গ করেন, তাঁহারা জগৎকে শেষ চেতনাবাণী প্রদান কার্য্যে সহায়তা করিতেছেন। এই কার্য্য এত উচচতম যে, আমরা ইহার মূল্যনিরুপণ করিতে পারি না; বস্তুতঃ পুস্তক প্রচারকেরা কার্য্য না করিলে অনেকে কস্মিনকালেও চেতনাবাণী শুনিতে পাইত না।4 CCh 137.3
আমাদের পুস্তিকাদি সর্ব্বত্র যাওয়া কর্ত্তব্য এবং এই গুলি নানা ভাষায় প্রকাশিত হওয়া অবশ্যক। ইহার ও জীবন্ত শিক্ষকের মাধ্যমে তৃতীয় দূতের বার্ত্তা সর্ব্বত্র প্রচার করা প্রয়োজন। আপনারা যাঁহারা বর্ত্তমান সত্যে বিশ্বাস করেন, তাঁহারা জাগ্রৎ হউন। যাঁহারা সত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করিয়াছেন, তাঁহারা যেন উহা অন্যের নিকটে ঘোষণা করিতে পারেন, তজজন্য সকল প্রকার সম্ভাব্য উপায়ে, ও অর্থাদি দ্বারা তাঁহাদের সাহায্য করা আপনাদের অবশ্য কর্ত্তব্য। আমাদের পুস্তকাদি বিক্রয়ের দ্বারা যে অর্থ সংগৃহীত হইবে, তাঁহার কতকাংশ, আরও পুস্তিকাদি ছাপাইবার সুযোগ সুবিধা বারাইবার জন্য ব্যয় করিতে হইবে; কারণ এই সকলের দ্বারাই অন্ধদের চক্ষু খোলা যাইবে এবং হৃদয়ের পতিত ভুমি চাষ করা হইবে।5 CCh 137.4
আমাকে জ্ঞাত করা হইয়াছে যে, এমন কি জীবন্ত প্রচারকের নিকট হইতে বার্ত্তা শ্রুত হইলেও, পুস্তক প্রচারকের কর্ত্তব্য, সেই স্থানে যাইয়া পুরোহিতের সহিত সহযোগিতা রক্ষা করিয়া কার্য্য করা। কারণ ধর্ম্মযাজক বিশ্বস্তভাবে বার্ত্তা দান করিলেও, লোকেরা সকল সত্য ধরিয়া রাখিতে সমর্থ হয় না। আর এই জন্যই মুদ্রিত পুস্তিকাদির বিশেষ প্রয়োজন। কারণ এগুলি তাহাদিগকে কেবল যে বর্ত্তমান সত্যের গুরুত্ব বোধ জন্মাইয়া দিবে, এমন নহে, অধিকন্তু এগুলি তাহাদিগকে সত্যে বদ্ধমূল্য ও সংগ্রথিত করিলে এবং ভ্রান্তিজনক প্রতারণা হইতে রক্ষা করিবে। বর্ত্তমান সত্য অবিরত লোকদের সম্মুখে ধরিয়া রাখিবার নিমিত্ত মুদ্রিত কাগজ-পত্র, ট্রাক্ট, বই ইত্যাদি ইশ্বরনির্দ্দিষ্ট উপায়। সত্য ভালরূপে জানিবার ও সত্যে বদ্ধমূল থাকিবার নিমিত্ত, একক, বাক্যের পরিচর্য্যা দ্বারা বা প্রচারকগণের দ্বারা যে কার্য্য সাধিত হইবে, পুস্তক প্রচারকগণের মাধ্যমে যে নীরব বার্ত্তাবাহকগণকে লোকদের গৃহে গৃহে রাখিয়া যাওয়া হয়, সেগুলি সুসমাচার পরিচর্য্যা কার্য্যেকে সর্ব্বপ্রকারে সবল করিয়া তুলিবে; কারণ, প্রচারিত বাক্যের শ্রোতৃবর্গের মনে পবিত্র আত্মা যে ভাবে কার্য্য করেন, পুস্তক পাঠকগণের মনেও ঠিক্ সেই ভাবে কার্য্য করিয়া থাকেন। ঐ একই সেবাকারী দূত পুরোহিতের কার্য্যের যেমন, সত্য সংবলিত পুস্তকেরও তেমনি যত্ন লইয়া থাকেন।6 CCh 138.1
সুযোগ্য ছাত্রবৃন্দ যদি ইচ্ছা করে, তবে যেন এই সকল পুস্তক বিক্রয় করিয়া তাহাদের স্কুলের খরচ নিজেরাই চালাইতে পারে, তজজন্য তাহাদের সাহায্যার্থ সুবিবেচিত পরিকল্পনার প্রয়োজন। আমাদের কোন এক ট্রেনিংস্কুলে পাঠ সমাপ্তির জন্য যাহারা এইরূপে পর্য্যাপ্ত অর্থোপাজর্জন করিবে, তাহারা এরূপ বহুমূল্য বাস্তব অভিজ্ঞতা লাভ করিতে পারিবে, যাহা, তাহাদিগকে অন্য ক্ষেত্রগুলিতে যাইয়া, অগ্রণী মিশনারী কার্য্য করিবার জন্য সুযোগ্য করিয়া তুলিবার পক্ষে, বিশেষ সাহায্য করিবে।7 CCh 139.1
মণ্ডলীর সভ্যগণ যখন আমাদের পুস্তকাদি প্রচারের গুরুত্ব সম্যকরুপে হৃদয়ঙ্গম করিতে পারিবেন, তখন তাহারা এই কার্য্যে অধিক সময় যাপন করিবেন।8 CCh 139.2
পরিত্রাণের দ্বার রুদ্ধ না হওয়া পর্য্যন্ত পুস্তক প্রচারকগণের কার্য্য করিবার সুযোগ থাকিবে।9 CCh 139.3
প্রিয় ভ্রাতা ও ভগ্নিগণ, আপনারা যদি আপনাদের প্রার্থানা ও অর্থ দ্বার মন প্রাণে ছাপাখানাগুলিকে সাহায্য করেন, তাহা হইলে প্রভু সন্তুষ্ট হইবেন। প্রতি প্রাতে ও সন্ধ্যায় প্রার্থনা করুন, যেন প্রভু ছাপাখানা গুলিকে সর্ব্বোত্তম মূল্যবান আশীর্ব্বাদ দান করেন। ছাপাখানা সম্পর্কে কোন সমালোচনা বা অভিযোগে উৎসাহ দিবেন না। কোন বচসা কিংবা অভিযোগ যেন আপনার ওষ্ঠ হইতে নির্গত না হয়; স্মরণে রাখিবেন, দূতগণ এই সকল বাক্য শুনিয়া থাকেন। এই সকল প্রতিষ্ঠান ইশর-নিয়োজিত, ইহা সকলকে বুঝাইয়া দিতে হইবে। নিজেদের স্বার্থ বজায় রাখিবার নিমিত্ত যাহারা এই গুলির নিন্দা করে, তাহাদের ঈশ্বরের নিকটে নিকাশ দিতেই হইবে। ফলতঃ যে কিছু তাঁহারা কার্যের সহিত সংশ্লিষ্ট, তাহা পবিত্র বলিয়া মান্য করিতে হইবে, ইহাই তাঁহার বাসনা।10 CCh 139.4