মণ্ডলীর জন্য উপদেশ

115/327

২২ অধ্যয়

জগতের মধ্যে, কিন্ত জগতের নহে

আমাকে দেখান হইয়াছিল যে, খ্রীষ্টের প্রতিমূর্ত্তির সদৃশ না হইয়া জগতের সদৃশ হওয়া আমাদের পক্ষে ঘোরতর বিপদজনক । আমরা এক্ষণে অনন্ত জগতের একেবারে প্রান্তভাগে বসবাস করিতেছি, কিন্ত আত্মার শত্রু চাহে, যেন খুব বিলম্বে পরিমাণ ঘটে । যাহারা নিজেদিগকে ঈশ্বরের আজ্ঞাপালনকারী লোক বলিয়া স্বীকার করে, ও যাহারা আমাদের ত্রাণকর্ত্তাকে দেখিবার আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহা প্রতাপ সহকারে দ্বিতীয় বার আসিতে দেখিবার অপেক্ষা করিতেছে, শয়তান প্রত্যেকটী বোধগম্য উপায়ে তাহাদিগকে আক্রমন করিবে । দুর্দ্দিনের বিলম্ব ঘটাইতে এবং জগতের রীতিনীতির অনুকরণ করিয়া জগতের মত হইবে, সে যত জনকে সম্ভব পরিচালিত করিবে । যাহারা সত্যে একনিষ্ঠ বলিয়া স্বীকার করে এমন অনেকের হৃদয় ও মন জাগতিকতায় পূর্ণ দেখিয়া আমি মর্ম্মাহত হইয়াছিলাম । তাহাদের হৃদয় স্বার্থপরতা ও আত্ম-বিনোদনে পূর্ণ, কিন্ত তাহারা প্রকৃত ঈশ্বর পরায়ণতা ও বিশুদ্ধ ন্যায়পরতার অনুশীলনে তৎপর নহে ।1 CCh 292.1