মণ্ডলীর জন্য উপদেশ

29/327

ধর্ম্মের কার্য্যতঃ প্রকাশ

প্রভুর কার্য্যে আমরা যদি চট্পটে ও ব্যগ্র না হই, তবে আমাদের বিশ্বাস অলীক। ব্যগ্র ও বাস্তব কার্য্য দ্বারা যে খ্রীষ্টধর্ম্মের বিকাশ হয়, কেবল তাহাই অপরাধে ও পাপে মৃত লোকদের মনে গভীর ছাব অঙ্কিত করিয়া দিবে। যে সকল প্রার্থনাশীল, নম্র ও বিশ্বাসী খ্রীষ্টীয়ান, তাহাদের কার্য্য দ্বারা দেখান যে, যে রক্ষাকারী সত্য দ্বারা সকল মানবের পরীক্ষা করা হইবে, তাহা জানাই তাঁহাদের প্রব্ল বাসনা, -তাঁহারাই প্রভুর জন্য অনেক আত্মা লাভ করিতে পারিবেন। CCh 118.1

আমাদের মণ্ডলীগণের বিশ্বাস এত ক্ষীণ ও দুর্ব্বল হইবার কোনই হেতু নাই। “হে আশার বন্দিগণ, তোমরা ফিরিয়া দৃঢ় দুর্গে আইস।” সখরিয় ৯:১২। খ্রীষ্টেতেই আমাদের বল। পিতার সম্মুখে তিনিই আমাদের পক্ষসমর্থনকারী উকিল। তাঁহার লোকদের নিকটে তাঁহার ইচ্ছা প্রকাশার্থ তাঁহার রাজ্যের সর্ব্বত্র তিনি তাঁহার বার্ত্তাবাহকদিগকে পাঠাইয়া থাকেন। তিনি তাঁহার মণ্ডলীগণের মধ্যে গমানাগমন করেন। তিনি তাঁহার অনুগামীদিগকে পবিত্র, উন্নত ও মর্য্যাদা-সম্পন্ন করিবার জন্য অভিলাষী। যাহারা তাঁহাকে যথার্থই বিশ্বাস করে, তাহাদের প্রভাব জগতে জীবনের সগন্ধস্বরূপ। তিনি তাঁহার দক্ষিন হস্তে তারাগুলি ধারণ করেন, এবং এই সকল তারার মধ্যে দিয়া, তিনি তাঁহার জ্যোতি জগতে প্রকাশ করিবেন, ইহাই তাঁহার উদ্দেশ্য। এইরূপে উর্দ্ধ্বস্থ মণ্ডলীর উচচতর সেবাকার্য্যের জন্য তিনি তাঁহার লোকদিগকে প্রস্তুত করিতে বাসনা করেন। তিনি আমাদের হস্তে একটি শ্রেষ্ঠ কার্য্য ন্যস্ত রাখিয়াছেন। আইসুন, আমরা স্থির-সংকল্প হইয়া নিখুঁতরূপে এই কার্য্য সম্পাদন করি। সত্যের দ্বারা আমাদের জীবনের কি পরিবর্ত্তন সাধিত হইয়াছে, আইসুন আমরা আমাদের জীবন দ্বরা তাহা দেখাই। CCh 118.2

বর্ত্তমান অবস্থায় যে সকল বিভিন্ন মিশনারী প্রতিষ্ঠান দেখা যাইতেছে, আত্ম-ত্যাগ, আত্ম-বলি, অদম্য উৎসাহ ও বহু প্রার্থনার ফলেই ইহাদের উদ্ভব হইয়াছে। কিন্তু এক্ষণে বিপদের বিষয় এই বর্ত্তমানে যাহারা কার্য্যক্ষেত্রে অবতীর্ণ হইতেছে, তাহাদের মধ্যে অনেকে কার্য্যে অক্ষম থাকিতে তৃপ্তি বোধ করিবে, কারণ তাহারা মনে করিবে, এই বার্ত্তার চালকেরা যেরূপ কঠোর অভিজ্ঞতার মধ্য দিয়া গিয়াছিলেন, এক্ষণে তাহাদের সেরূপ কঠোর ও অপ্রিয় ক্লেশ, আত্মত্যাগ ও পরিশ্রমের মধ্য দিয়া যাইবার প্রয়োজন নাই; যেহেতু কালের পরিবর্ত্তন হইয়া গিয়াছে; এবং ঈশ্বরের কার্য্য-ক্ষেত্রের জন্য এক্ষণে পূর্ব্বাপেক্ষা অধিক অর্থ আছে। সুতরাং এই বার্ত্তার উদ্ভবের সময়ে, অনেকের যেরূপ কঠোর পরীক্ষা ও ক্লেশের মধ্যে দিয়া যাইতে হইয়াছিল, এক্ষণে তাহাদের সেরূপ কঠোরতার মধ্যদিয়া যাইতে হইবে না। CCh 119.1

কার্য্যের আরম্ভে যেরূপ, বর্ত্তমান অবস্থার যদি সেরূপ আত্মত্যাগ ও শ্রমশিলতা দেখান যাইত, তাহা হইলে, এক্ষণে যেরূপ কার্য্যফল দেখা যাইতেছে, তাহার শতগুণ অধিক দেখা যাইত।20 CCh 119.2

আমাদের কার্য্য অতি গৌরবান্বিত কার্য্য। বিশ্রামবার পালনকারী এ্যাডভেণ্টিষ্ট হিসেবে আমরা ঈশ্বরের সকল আজ্ঞা পালনের সমর্থন করিয়া, আমাদের মুক্তিদাতার আগমনের অপেক্ষায় আছি। ঈশ্বরের অল্প সংখ্যক বিশ্বস্ত লকদিগের হস্তে গুরুগম্ভীর এক চেতনা বার্ত্তা দেওয়া হইয়াছে। আমাদের বাক্য ও কার্য্য দ্বারা দেখাইতে হইবে যে, আমাদের হস্তে যে গুরু-দায়িত্বভার ন্যস্ত হইয়াছে, আমরা তাহার মর্ম্ম উপলব্ধি করি। আমাদের দীপ্তি এত উজজ্বল হওয়া উচিত যে, আমরা আমাদের দৈনিক জীবনে ঈশ্বর পিতার গৌরব করি, আমরা স্বর্গের সহিত সংযুক্ত এবং যীশুখ্রীষ্টের সহ উত্তরাধিকারী, আর তিনি যখন পরাক্রম ও মহা প্রতাপ সহকারে আসিবেন, তখন আমরা তাহার সমরূপ হইব, ইহা যেন অপর লোকে জানিতে পারে।21 CCh 119.3