মণ্ডলীর জন্য উপদেশ

71/327

প্রচারিত বাক্যনুযায়ী ধর্ম্মযাজকের জীবন যাপন করিতে হইবে

আপনারা কথাবার্তায় সর্ব্বদা আপনার সতর্কতা অবলম্বন করিতে হইবে । ঈশ্বরের সহিত পুনর্ম্মিলিত হইবার নিমিত্ত পাপীদিগকে তাঁহার পরিবর্ত্তে অনুরোধ করণার্থে পৃথিবীর খ্রীষ্টের প্রতিনিধিরুপে ঈশ্বর কি আপনাকে আহ্বান করিয়াছেন ? ইহা একটী পবিত্র গৌরবান্বিত কার্য্য । যখন আপনি উপদেশ বন্ধ করেন, ঠিক্ তখনই উপদেশ-কার্য্য কেবল শুরু হয় । সভা হইতে বাহির হইয়া আসিলেই আপনার দায়িত্ব শেষ হয় না । কিন্ত তখনও আত্মালাভের কার্য্যে রত থাকিতে হইবে । আপনার জীবন্ত পত্র হওয়া আবশ্যক,—যাহা সকলে জানে ও পাঠ করে । CCh 212.1

আরামের চেষ্টা ও ভোগবিলাসের চিন্তা করিতে হইবে না । আত্মার পরিত্রাণই সর্ব্বাপেক্ষা প্রয়োজনীয় বিষয়। খ্রীষ্টের সুসমাচারে পরিচর্যাকারীকে এই কার্য্যেই আহ্বান করা হইয়াছে । সভার বাহিরে তাহার সৎকার্য্য সাধন করিতে এবং সদালাপে ও সতর্ক ব্যবহারে তাহার কার্য্যকে সুশোভিত করিতে হইবে । CCh 212.2

অন্যের কর্ত্তব্য বলিয়া যাহা প্রচার করেন, আপনি নিজে তাহা পালন করিবেন, যেমন কখনও করেন নাই, তেমনি ভাবে কার্য্যের প্রেরণা লইয়া খ্রীষ্টের প্রত্যেক পুরহিতের যেরূপ দায়িত্বভার বহন করা কর্ত্তব্য তদ্রুপ দায়িত্বভার বহন করিবেন,—ইহা নিতান্তই আবশ্যক । পুলপিটের সম্মুখে দাঁড়াইয়া যে উপদেশ দিয়াছেন, ব্যক্তিগত জীবনে তাহা কার্য্যে পরিণত করিবেন । উপস্থিত লোকদের মনের অবস্থা সরল ভাবে বুজিয়া লইয়া এবং যাহাদের সঙ্গে আপনি মেলামেশা করিতেছেন, ঈশ্বর ভয়ে তাহাদের প্রতি প্রয়োজনীয়-সত্য কার্য্যকরী ভাবে প্রয়োগ করিয়া বর্ত্তমান সত্য সম্বন্ধে জ্ঞানপূর্বক আলাপ করিতে থাকিবেন ।14 CCh 212.3