মণ্ডলীর জন্য উপদেশ

77/327

১৫ অধ্যায়

বিপথগামিগণের প্রতি ব্যবহার

সকলেই যেন পরিত্রান পায়, এই নিমিত্ত যীশু এই জগতে আসিয়াছিলেন । তাঁহার আত্মত্যাগ, আত্মবলি, নিঃস্বার্থ পরিশ্রম, নম্রতা, সর্ব্বোপরি নিজের জীবন দান,— পতিত মানবের প্রতি তাঁহার গভীর প্রেমের বিষয় সাক্ষ্যদান করে । হারাণদিগের অন্বেষণ ও পরিত্রান করণার্থেই তিনি এই জগতে আসিয়াছিলেন । তাঁহার কার্য্য ছিল পাপীর জন্য, প্রত্যেক অবস্থার, প্রত্যেক ভাষা ও জাতির পাপীর জন্য । নিজের সহানুভূতি ও সহভাগিত্বে আনিবার এবং তাহাদিগকে মুক্তি দিবার জন্য, তিনি সকলের নিমিত্তই মূল্য দান করিয়াছিলেন । সর্ব্বাপেক্ষা ভ্রান্ত ও সর্ব্বাপেক্ষা পাপীদিগকেও তিনি উপেক্ষা করেন নাই ; তিনি যে অমূল্য পরিত্রান দান করিয়াছিলেন, তাহাতে যাহাদের সর্ব্বাধিক প্রয়োজন ছিল, তাহাদের জন্যই তিনি বিশেষ ভাবে কার্য্য করিয়াছিলেন । তাহাদের সংস্কারের প্রয়োজন যত অধিক ছিল, তাঁহার আগ্রহ ছিল তত গভীরতর ; তাঁহার সহানুভূতি ছিল যত অধিকতর, তাঁহার পরিশ্রম ছিল তত ক্ষিপ্রতর । CCh 223.1

কিন্ত আমাদের মধ্যে যাহারা পরীক্ষিত ও ভ্রান্ত তাহাদের প্রতি আমাদের গভীর, অকপট ও আন্তরিক সহানুভূতি ও প্রেমের বড়ই অভাব দৃষ্ট হয় । যাহাদের সর্ব্বাপেক্ষা অধিক সাহায্যের প্রয়োজন, তাহাদিগকে সাহায্য না করিয়া খ্রীষ্টের প্রতিনিধিগণের মধ্যে অনেকে তাহাদের প্রতি মহা উদাসীনতা ও পাপপূর্ণ অবহেলা দেখাইয়াছেন । বদ্ধমূল অভ্যাসের, কিংবা কোন বিশেষ ধরণের প্রলোভনের সহিত, নব বিশ্বাসীর প্রায়ই ভীষণ সংগ্রাম করিতে হয়, এবং কোন প্রবল ইচ্ছা, কিংবা ঝোকেঁর দ্বারা পরাজিত হইয়া হঠকারিতা দোষে, অথবা প্রকৃত দোষে দোষী সাব্যস্ত হইয়া পাড়িতে হয় । এইরূপ ক্ষেত্রে তাহাকে যেন আধ্যাত্মিক স্বাস্থ্যে পুনঃ ফিরাইয়া আনা যায়, তজজন্য তাহার ভ্রাতৃগণের বিশেষ শক্তি, নৈপুণ্য ও বিজ্ঞতার প্রয়োজন । এই সম্বন্ধে প্রভুর বাক্যে লিখিত আছে, “ভ্রাতৃগণ, যদি কেহ কোন অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা, তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ কর, আপনাকে দেখ, পাছে তুমিও পরিক্ষাতে পড় ।” গালাতীয় ৬ : ১ । “বলবান যে আমরা, আমাদের উচিত, যেন দুর্ব্বলদিগের দুর্ব্বলতা বহন করি, আর আপনাদিগকে তুষ্ট না করি ।” রোমীয় ১৫ : ১ ।1 CCh 223.2

পরিবর্ত্তনের ও উদ্ধারের নিমিত্ত কঠোরতা, ও কর্কশতা অপেক্ষা মৃদু ব্যবহার, কোমল উত্তর ও সুমধুর বাক্য অধিকতর উত্তম । একটু মাত্র অতিরিক্ত অসদাশয়তার জন্য লোকেরা হয়তো আপনার নাগালের বাহিরে গিয়া পড়িবে, কিন্ত আপনি যদি প্রীতিজনক ভাব দেখান, তবে তাহারা সহজেই আপনার আয়ত্তে আসিবে ; এবং অবশেষে আপনি তাহাকে ঠিক্ পথে প্রতিষ্ঠিত করিতে পারেন । আপনার ক্ষমাশীলতার আত্মা থাকা এবং আপনার চতুর্দ্দিকে যাহারা থাকে, তাহাদের প্রত্যেকটী সৎউদ্দেশ্যের ও সৎকার্য্যের প্রতি আপনার যথাযোগ্য সম্মান প্রদর্শন করা কর্তব্য ।2 CCh 224.1