মণ্ডলীর জন্য উপদেশ

51/327

সহযোগিতা

নূতন নূতন কার্য্যক্ষেত্রে প্রতিষ্ঠানাদি স্থাপনের নিমিত্ত সময়ে সময়ে অনভিজ্ঞ লোকদের উপরে দায়িত্ব ভার অর্পণ করা আবশ্যক হয়। এই সকল লোকের মহা অসুবিধার মধ্য দিয়া কার্য্য করিতে হয়, এজন্য প্রভুর প্রতিষ্ঠানে তাঁহাদের ও তাঁহাদের সহকার্য্যকারিগণের মধ্যে নিঃস্বার্থ অনুরাগ দৃষ্ট না হইলে, এমন অবাঞ্ছিত অবস্থার সৃষ্টি হইয়া পড়ে, যাহাতে কার্য্যোন্নতিতে বিষম বিঘ্ন ঘটিয়া থাকে। CCh 168.3

অনেকে মনে করিয়া থাকেন, তাঁহারা যে কার্য্য করিতিছেন, তাহাতে কেবল তাহাদেরই অধিকার, সুতরাং অন্যের তাহাতে মতামত প্রকাশ করার কোনই অধিকার নাই। কার্য্য পরিচালনার সর্ব্বোত্তম প্রনালী কি, এই সকল ব্যক্তি তদ্বিষয়ে হয়তো সম্পূর্ণ অজ্ঞ; তথাপি কেহ যদি তাঁহাদিগকে সৎ পরামর্শ দিতে সাহসী হন, তবে তাহাতে তাঁহারা ক্ষুব্ধ হইয়া নিজেদের মতলব অনুযায়ী চলিবার নিমিত্ত আরও দৃঢ় — সঙ্কল্প হন। আবার ইহাও দেখা যায় যে, কোন কোন কার্য্যকারী তাঁহাদের সহ-কার্য্যকারীদগকে সাহায্য করিতে কিংবা শিক্ষা দিতে সম্পূর্ণ নারাজ। এমনও দেখা যায় যে, যাহারা অনভজ্ঞ তাঁহারা তাঁহাদের বহু অজ্ঞতার বিষয় কাহাকেও জানিতে দিতে চাহেন না। তাঁহারা বহু সময় ও উপাদান নষ্ট করিয়া ভুল করেন, কারণ তাঁহারা এত গব্বিত যে, অন্যের নিকট হইতে পরামর্শ গ্রহন করিতে চাহেন না। CCh 168.4

এই বিপত্তির কারণ নির্দ্ধারণ করা কথিন নহে। কার্য্যকারীগণ প্রত্যেকে নিজেকে পৃথক সূত্র মনে করিয়া থাকেন, আর এই জন্যই এই বিপত্তি ঘটে, কিন্তু তাঁহাদের মনে রাখা কর্ত্তব্য যে, আদর্শ গঠন করিবার নিমিত্ত তাঁহারা সমসূত্রে জরিত। CCh 169.1

এই সকল বিষয়ে পবিত্র আত্মা দুঃখিত হন। আমরা পরস্পরের নিকট হইতে শিক্ষা গ্রহন করি, ইহাই ঈশ্বরের ইচ্ছা। অপবিত্রীকৃত স্বাধীন ইচ্ছা আমাদিগকে এমন অবস্থায় লইয়া যায়, যে অবস্থায় তিনি আর আমাদের সহিত কার্য্য করিতে পারেন না। আমরা এইরূপ অবস্থার মধ্যে পড়িলে, শয়তান বড়ই আনন্দিত হয়। CCh 169.2

সদাপ্রভুর প্রতিস্থানের শ্রীবৃদ্ধিকল্পে; অথবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য কার্য্য করা হইতেছে নাকি, এই বিষয়ে প্রত্যেক কার্য্যকারীর পরীক্ষা করা হইবে। CCh 169.3

আত্ম-শ্লাষা ও মতামতের গর্ব্ব প্রায় বহুলাংশেই নিরাশজনক ও অপ্রতীকার্য্য পাপ। ইহা সকল প্রকার শ্রীবৃদ্ধির প্রতিকূল। কোন ব্যক্তির চরিত্রে দোষ থাকা সত্বেও সে যদি উহা বুঝিতে না পারে, সে যদি এরূপ আত্মাভিমানী হয় যে, তাঁহার দোষ সে বুঝিতে পায় না, তাহা হইলে সে কি প্রকারে শুচি হইতে পারে? “সুস্থ লোকদের চিকিৎস্কের প্রয়োজন নাই, বরং পীড়িতদেরই প্রয়োজন আছে।” মথি ৯ঃ১২। যখন কেহ মনে করে যে, সে ঠিক্ পথে চলিতেছে, তখন তাঁহার সংশোধনের আশা কোথায়? CCh 169.4

কেবল আন্তরিক খ্রীষ্টীয়ানই প্রকৃত ভদ্র হইতে পারে।7 CCh 170.1