মণ্ডলীর জন্য উপদেশ
ঈশ্বর পবিত্র আত্মার বর দান করিতে উৎসুক
আমাদের নিজেদের লোকেরা যে স্থানে বসবাস করে, অভিজ্ঞ কার্য্যকারিগণ যদি সেই স্থানে একটী বিশেষ প্রচারাভিযান চালান, তবে প্রভু যেন কার্য্যার্থে পথ খুলিয়া দিতে পারেন, এই নিমিত্ত সেই ক্ষেত্রর বিশ্বাসিগণের যাহা করা সাধ্য, তাহা করিবার জন্য তাহাদের উপরে এক গুরুদায়িত্বভার ন্যস্ত আছে। তাহাদের কর্ত্তব্য, - প্রার্থনা-পূর্ব্বক আপন আপন হৃদয় অনুসন্ধান করা এবং যে পাপ ঈশ্বরের সহিত ও আপন আপন ভ্রাতৃগণের সহিত সহযোগিতা রক্ষা করিবার পক্ষে বিঘ্ন স্বরূপ, তাহার প্রত্যেকটি পাপ দূর করিয়া দিয়া, রাজাধিরাজ যীশুর রাজ-পথ সুপরিষ্কৃত করা। CCh 124.2
রাত্রিকালীন দর্শনে, ঈশ্বরের প্রজাবৃন্দের মধ্যে এক মহা ধর্ম্ম- সংস্কার আন্দোলনের নিদর্শন দেখিতে পাইলাম। অনেকেই ঈশ্বরের গুণগান করিতেছিলেন। পীড়িতেরা সুস্থ হইতেছিল ও অন্যান্য আশ্চর্য্য ক্রিয়া সাধিত হইতেছিল। এমন কি পঞ্চাশত্তমী মহাদিনের পূর্ব্বে যেমন, এই সময়েও তেমনি বিনতির আত্মা দেখা গিয়াছিল। শত সহস্র লোক, ভিন্ন ভিন্ন পরিবারের সহিত সাক্ষাৎ করিয়া, তাহাদের নিকটে ঈশ্বরের বাক্য প্রচার করিলেন। পবিত্র আত্মার শক্তির প্রভাবে হৃদয়ে চেতনা লাভ করিয়া বহু লোক খাঁটি ভাবে মন পরিবর্ত্তন করিল। চতুর্দ্দিকে সত্যের বার্ত্তা প্রচারিত হইতে লাগিল। পৃথিবীটী স্বর্গীয় প্রভাবে আলকিত বলিয়া মনে হইতে লাগিল। ঈশ্বরের সত্য ও বিনীত লোকেরা মহা আশীর্ব্বাদ লাভ করিলেন। আমি ধন্যবাদ ও প্রশংসার ধ্বনি শুনিতে পাইলাম। ১৮৪৪ খৃষ্টাব্দে যেরূপ ধর্ম্মসংস্কার দেখা গিয়াছিল, মনে হইল যেন, ইহা সেইরূপ এক ধর্ম্মসংস্কার।6 CCh 124.3
আপন প্রেমে নূতন ভাবে বাপ্তাইজ করিয়া ঈশ্বর স্বীয় প্রজাবৃন্দকে পবিত্র আত্মার বরের দ্বারা পুনর্জীবিত করিতে সুবাসনা করেন। মণ্ডলীতে আত্মার অভাব থাকা অনাবশ্যক। খ্রীষ্টের স্বর্গারোহণের পর, অপেক্ষার্থী, প্রার্থনা-রত, বিশ্বাসী শিষ্যগণের প্রত্যেকের হৃদয়ে পূর্ণমাত্রায় ও সপরাক্রমে পবিত্র আত্মা অধিষ্ঠত হইয়াছিলেন। ভবিষ্যতে এই পৃথিবীটী ঈশ্বরের মহিমায় উদ্ভাসিত হইবে। যাহারা সত্যে পবিত্রীকৃত তাহাদের পবিত্র প্রভাবে জগৎ প্রভাবান্বিত হইবে। অনুগ্রহের আবহাওয়ায় পৃথিবী পরিবেষ্টিত হইবে। ঈশ্বরের বিষয় সমূহ মানবকে দেখাইয়া, পবিত্র আত্মা মানবান্তঃকরণে কার্য্য করিবেন।7 CCh 125.1
যাহারা প্রভুতে বিশ্বাস স্থাপন করে, তিনি তাহাদের সকলেরই জন্য এক মহৎ কর্ম্ম সম্পাদনে সমুৎসুক। মণ্ডলীর অবৈতনিক সভ্যগণ যাহা করিতে পারেন, তাহা করিবার জন্য যদি জাগ্রত হন, নিজেদের দায়িত্বে যদি ধর্ম্মযুদ্ধে অগ্রসর হন, যীশুর জন্য আত্মালাভার্থ যিনি যতদূর করিতে পারেন, তাহা করেন, তাহা হইলে আমরা দেখিতে পাইব যে, অনেকই শয়তানের দল পরিত্যাগ করিয়া খ্রীষ্টের ধ্বজা তলে আসিয়াছে। যোহন ১৫:৮ পদে অল্প কয়েকটি সুন্দর শিক্ষা দেওয়া হইয়াছে, আমাদের লোকেরা যদি এই শিক্ষানুযায়ি কার্য্য করেন, তবে আমরা নিশ্চয়ই ঈশ্বরের পরিত্রাণ দেখিতে পাইব। অত্যাশ্চর্য্য উদ্দীপনা দেখা যাইবে। পাপীরা মন পরিবর্ত্তন করিবে, বহুলোক মণ্ডলীতে যোগদান করিবে। আমরা যখন আমাদের অন্তঃকরণ খ্রীষ্টের সহিত এক করিব ও আমাদের জীবন যখন তাঁহারা কার্য্যের সহিত মিলিয়া যাইবে, তখন পঞ্চাশত্তমীর দিনে শিষ্যগণের উপরে যে আত্মা পতিত হইয়াছিলেন, সেই আত্মা আমাদের উপরে পতিত হইবেন।8 CCh 125.2