শেষকালিন ঘটনাবলি
- পাঠকের প্রতি
- প্রথম অধ্যায়—পৃথিবীর শেষ সঙ্কট
- দ্বিতীয় অধ্যায়—খ্রীষ্টের শীঘ্র প্রত্যাবর্তনের চিহ্নাবলি
- তৃতীয় অধ্যায়—“এই সকল ঘটনা কখন্ হইবে?”
- চতুর্থ অধ্যায়—ঈশ্বরের শেষকালিন মন্ডলী
- পঞ্চম অধ্যায়—অবশিষ্টদের ভক্তিমূলক জীবন
- ষষ্ঠ অধ্যায়—নারীর অবশিষ্টদের কার্য্যকলাপ ও জীবনযাত্রা
- সপ্তম অধ্যায়—গ্রাম্য জীবন যাপন
- অষ্টম অধ্যায়—মহানগরীসমূহ
- নবম অধ্যায়—রবিবার আইন
- দশম অধ্যায়—ক্ষুদ্র সঙ্কটকাল আবেক্ষাকাল রুদ্ধ হইবার পূর্বে একটি সঙ্কট কাল
- একাদশ অধ্যায়—শয়তানের শেষ দিনের প্রতারণা সমূহ
- দ্বাদশ অধ্যায়—ঝাকুনি
- ত্রয়োদশ অধ্যায়—শেষ বর্ষা
- চতুর্দশ অধ্যায়—উচ্চরব
- পঞ্চদশ অধ্যায়—ঈশ্বরের মুদ্রাংকন ও পশুর ছাপ
- ষষ্ঠদশ অধ্যায়—পরিত্রাণের দ্বার রুদ্ধ
- সপ্তদশ অধ্যায়—সপ্ত অন্তিম আঘাত ও দুষ্টেরা
- অষ্টাদশ অধ্যায়—স্বপ্ত অন্তিম আঘাত ও ধার্মিকেরা
- ঊনবিংশ অধ্যায়—খ্রীষ্টের প্রত্যাবর্তন
- বিংশতি অধ্যায়—সাধুগণের উত্তরাধিকার ১ঈলেন হোয়াইটের নিকট উপস্থাপিত স্বর্গ এবং নূতন পৃথিবীর বিভিন্ন দৃশ্যাবলি অনন্ত বাস্তবতার বর্ণনা। তাহাকে মানব ধারণার পরিমণ্ডলে স্বর্গীয় বিষয়াদি দেখান হইয়াছে। মনুষ্যের বোধ এবং ভাষার সীমাবদ্ধতার কারণে আমরা বর্ণিত দৃশ্যাবলির বাস্তব রূপে জানিতে পারি না। “এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি কিন্তু তকালে সম্মুখাসনম্মুখি হইয়া দেখিব; এখন আমি কতক অংশে জানিতে পাই; কিন্তু তকালে আমি যেমন পরিচিত হইয়াছি, তেমনি পরিচয় পাইব’ (১ করি ১৩:১২)।