শেষকালিন ঘটনাবলি

22/336

তৃতীয় অধ্যায়—“এই সকল ঘটনা কখন্ হইবে?”

শিষ্যেরা খ্রীষ্টকে তাহার প্রত্যাবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করে

বহুলোকের শ্রবণের আওতায় খ্রীষ্টের বাক্য [মথি ২৪:২] উচ্চারিত হইয়াছিল, কিন্তু তিনি যখন একাকী হইলেন, এবং জৈতুন পর্বতের উপরে বসিলেন, তখন পিতর, যোহন, যাকোব এবং আন্দ্রিয় তাঁহার নিকট আসিলেন। তাহারা বলিলেন, “আমাদিগকে বলুন দেখি, এই সকল ঘটনা কখন হইবে? আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি?” LDEBeng 25.1

যিরূশালেমের বিনাশ ও তাঁহার আগমনের মহাদিন সম্পর্কে আলাদা আলাদা ভাবে তাঁহার শিষ্যগণের প্রশ্নের উত্তর প্রদান করেন নাই। তিনি দুইটি ঘটনার বর্ণনা মিশ্রিত করিয়া বলিয়াছিলেন। তিনি ভবিষ্যৎ ঘটনাবলী যেরূপ দেখিয়াছিলেন সেইরূপ তাঁহার শিষ্যগণের নিকটে প্রকাশ করিলে তাহারা সেই দৃশ্যাবলী সহ্য করিতে পারিত না। তাহাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করিয়া তিনি এই দুইটি মহাসঙ্কটের বর্ণনা মিশ্রিত করিয়াছিলেন যেন, শিষ্যগণ নিজেরা ইহার অর্থ অধ্যয়ন করিয়া লইতে পারে। — DA 628 (1898) LDEBeng 25.2