শেষকালিন ঘটনাবলি
দশম অধ্যায়—ক্ষুদ্র সঙ্কটকাল আবেক্ষাকাল রুদ্ধ হইবার পূর্বে একটি সঙ্কট কাল
৩৩ পৃষ্ঠায় [of Early Writings] ইহা লিখিত আছে :
“সঙ্কটকালের প্রারম্ভে যখন আমরা অগ্রসর হইলাম এবং আরও পূর্ণভাবে শাব্বাথ ঘোষণা করিতে থাকিলাম, তখন আমরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলাম।” LDEBeng 103.1
এই দৃশ্য ১৮৪৭ খ্রীষ্টাব্দে দেখান হইয়াছিল, তখন মাত্র কয়েকজন অ্যাডভেন্টিষ্ট ভ্রাতা শাব্বাথ পালন করিত, এবং ইহারা কেহই ধারণা করে নাই যে ইহা পালন ঈশ্বরের লোকবৃন্দ এবং অবিশ্বাসীবৃন্দের মধ্যে একটি বিভাজক রেখা টানিবার মতা যথেষ্ট উল্লেখযোগ্য। এখন এই দৃশ্যের পূর্ণতা দৃষ্ট হইতে আরম্ভ করিয়াছে। “সঙ্কটকালের প্রারম্ভে” বলিতে আঘাত সকল পতনের আরম্ভ কালের কথা বলা হয় নাই, কিন্তু ইহা আঘাত সকল পতনের কেবলই স্বল্পকাল, পূর্বে যখন খ্রীষ্ট ধর্মধামে। এই সময়ে, যখন পরিত্রাণের কার্য্য সমাপ্ত হইয়া আসিতেছে, পৃথিবীতে সঙ্কট আসিয়া পড়িবে, জাতিগণ রাগান্বিত হইবে, তথাপি ধরিয়া রাখা হইবে যেন তৃতীয় দূতের কার্য্য বাধাপ্রাপ্ত না হয় । -EW 85, 86 (1854). LDEBeng 103.2