শেষকালিন ঘটনাবলি

184/336

দ্বাদশ অধ্যায়—ঝাকুনি

মন্ডলীর সদস্যপদ পরিত্রাণের নিশ্চয়তা নহে

আমি মন্ডলীর নিকট একটি গুরত্বপূর্ণ বক্তব্য পেশ করিতেছি, যে যাহাদের নাম মন্ডলীর খাতায় নথীভূক্ত রহিয়াছে তাহাদের কুড়ি জনের মধ্যে একজনও তাহাদের পৃথিবীর ইতিহাস সমাপ্ত করিতে পারিবে না, এবং সত্যই এই পৃথিবীতে সাধারণ পাপীদের ন্যায় ঈশ্বর বিহীন ও আশা বিহীন অবস্থায় থাকিবে। — CHS 41 (1893). LDEBeng 123.1

যাহাদের সত্য শুনিবার ও গ্রহণ করিবার সুযোগ হইয়াছে এবং যাহারা সেভেন্থ-ডে অ্যাডভেন্টিষ্ট মন্ডলীর সহিত যুক্ত হইয়াছে, নিজেদিগকে আজ্ঞা পালনকারী ঈশ্বরের লোক বলিয়া ডাকে তথাপি নামধারী মন্ডলী অপেক্ষা অধিক প্রাণশক্তি ও ঈশ্বরের নিকট উৎসগীকৃত নহে সত্যই তাহারা ঈশ্বরের ব্যবস্থার বিরোধী মন্ডলী সমূহের ন্যায় ঈশ্বরের আঘাত সমূহ প্রাপ্ত হইবে। —19 MR 176 (1898). LDEBeng 123.2