শেষকালিন ঘটনাবলি

97/336

সপ্তম অধ্যায়—গ্রাম্য জীবন যাপন

ঐশ্বরিক আদর্শ

যদিও ঈশ্বর সকলই পূর্ণ সৌন্দর্য্যমন্ডিত করিয়া নির্মাণ করিয়াছিলেন এবং আদম হবাকে সুখী করিতে ঈশ্বর যাহা কিছু সৃষ্টি করিয়াছিলেন তাহাতে কোন খুঁত ছিল না, তথাপি ঈশ্বর তাঁহার অসীম প্রেমে বিশেষভাবে তাহাদের নিমিত্ত একটি বাগান প্রস্তুত করিলেন। তাহাদের সময়ের একটি অংশ আনন্দে বাগান পরিচর্য্যা কার্য্যে ব্যয়িত হইবে। অন্য আর এক অংশ দূতগণের সহিত সাক্ষা, তাহাদের নির্দেশাবলী শ্রবণ এবং আনন্দধ্যানে কাটাইতে হইবে। তাহাদের পরিশ্রম ক্লান্তিকর ছিল না, কিন্তু সুখকর ও তেজোবর্দ্ধক ছিল। এই সুন্দর বাগানটি তাহাদের গৃহ বিশেষ আবাস ছিল। — 35634 (1864). LDEBeng 69.1

অসীম পিতা তাঁহার সন্তানের নিমিত্ত কিরূপ পরিবেশ বাছিয়া লইয়াছিলেন? গালীলিয় পর্বতে একটি নিভৃত গৃহ, সততা, আত্মমর্য্যাদাসম্পন্ন শ্রম দ্বারা নির্বাহিত একটি পরিবার, সহজসরল একটি জীবন, দুঃখ ও কষ্টের সহিত দৈনিক সংঘাত; আত্মোসর্গ, মিতব্যয়, ধৈর্য্যশীল, আনন্দময় সেবা; মাতার পার্শ্বে শাস্ত্র খুলিয়া শিক্ষার সময়; সবুজ উপত্যকায় নিরব সকাল বা গোধূলি; প্রকৃতির পবিত্র সেবা; সৃষ্টির ঐশ্বরিক সুবিবেচনা পাঠ; এবং আত্মার সহিত ঈশ্বরের যোগাযোগ-এই সকল যীশুর জীবনের পরিবেশ ও সুযোগ সুবিধা।— MH 365, 366 (1905) LDEBeng 69.2