শেষকালিন ঘটনাবলি

21/336

পৃথিবীর বিষয়াদির নিমিত্ত স্বর্গের মনোযোগ

প্রথম হত্যাকারীর জীবনরক্ষা করিয়া ঈশ্বর মহা বিবাদের উপর সমগ্র বিশ্বের নিকট একটি শিক্ষা রাখিয়াছেন।--- বিদ্রোহ দমন করা নহে, কিন্তু সমগ্র বিশ্বের নিকট বিদ্রোহের প্রকৃতি প্রদর্শনই তাঁহার উদ্দেশ্য ছিল। ---অন্যান্য পৃথিবীর পবিত্র অধিবাসীগণ গভীর আগ্রহে এই পৃথিবীতে সংঘটিত ঘটনাবলী লক্ষ্য করিতেছে।--- LDEBeng 24.2

তাঁহার মহা পরিকল্পনা যেমন ধাপে ধাপে ইহার পূর্ব পূর্ণতার দিকে অগ্রসর হইতেছে, ঈশ্বরও তাঁহার সহিত সহানুভূতি এবং সমগ্র বিশ্বের অনুমোদন সঙ্গে লইয়া চলিয়াছেন। —PP 78, 79 (1890) LDEBeng 24.3

মনুষ্যের পরিত্রাণের নিমিত্ত মৃত্যুবরণে খ্রীষ্টের কার্য্য যে কেবল মনুষ্যদের স্বর্গে প্রবেশযোগ্য করিবে তাহা নহে কিন্তু ইহা সমগ্র বিশ্বের সম্মুখে ঈশ্বর এবং তাঁহার পুত্রের শয়তানের বিদ্রোহ সম্পর্কে, আচরণ ন্যায়সঙ্গত প্রমাণ করিবে PP 68, 69 (1890) LDEBeng 24.4

সমগ্র বিশ্ব অব্যক্ত আগ্রহ লইয়া ভালর সহিত মন্দের মহা বিবাদের শেষ দৃশ্যগুলি অবলোকন করিতেছে। —PK 148 (C. 1914) LDEBeng 24.5

আমাদের ক্ষুদ্র পৃথিবীটি বিশ্বের শিক্ষাপুস্তক —DA 19 (1898) । LDEBeng 24.6