শেষকালিন ঘটনাবলি
আগামী ঘটনাবলী ঈশ্বরের হস্তে রহিয়াছে।
এই পৃথিবী একজন শাসক বিহীন নহে। আগামী ঘটনাবলীর অনুষ্ঠানসূচী ঈশ্বরের হস্তে রহিয়াছে । স্বর্গের মহিমাময়ের নিকট জাতিগণের গন্তব্য এবং তাঁহার মন্ডলীর চিন্তা তাঁহার নিয়ন্ত্রণে রহিয়াছে। — 5T753 ( 1889) LDEBeng 23.3
এই সকল প্রতীকী প্রকাশ [প্রান্তরে জ্বলন্ত সর্পসমূহ] দুইটি উদ্দেশ্য সাধন করে । ইহাদের হইতে ঈশ্বরের লোকেরা কেবল পৃথিবীর প্রাকৃতিক শক্তিসমূহ যে সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণে রহিয়াছে তাহাই শিখে না, তাহারা ইহাও শিখে যে জাতিগণের ধর্মীয় আন্দোলন সমূহও তাঁহার নিয়ন্ত্রণে রহিয়াছে। রবিবার পালন সংক্রান্ত চাপ প্রয়োগ বিষয়টি সম্পর্কে ইহা বিশেষভাবে সত্য। - 19 MR 281 (1902) LDEBeng 23.4
মহা সমাপ্তিকার্য্যে আমরা অনেক জটিলতার সম্মুখীন হই যাহার সমাধান আমাদের জানা থাকিবে না, কিন্তু আমাদের ইহা ভুলিয়া গেলে চলিবে না যে আকাশ মন্ডলের তিনটি মহাশক্তি কার্য্য করিতেছে, ঐশ্বরিক হস্ত নিয়ন্ত্রণে রহিয়াছে এবং ঈশ্বর তাঁহার উদ্দেশ্য সাধন করিবেন । • Ev 65 (1902) LDEBeng 23.5
করুবগণের পক্ষের নীচের হস্তদ্বারা যেমন চক্রব জটিলতা সমূহ পরিচালিত হইয়াছিল, তদ্রুপ মানুষ সংঘটিত ঘটনাবলীর জটিল নাটক ঐশী নিয়ন্ত্রণে রহিয়াছে। জাতিগণের বিবাদ ও বিশৃঙ্খলার মধ্যে যিনি করুবগণের উর্দ্ধে উপবিষ্ট থাকেন এখনও তিনি পৃথিবীর বিষয়াদি পরিচালনা করেন। 8 — Ed 178 (1903) LDEBeng 23.6
মানব ইতিহাসের ঐতিহাসিক নথিপত্রে, জাতিগণে বৃদ্ধিলাভ, সাম্রাজ্যের উত্থান-পতন মনে হয় যেন মানুষের ইচ্ছা ও দক্ষতার উপর নির্ভরশীল। ঘটনাবলীর সংগঠন বহুলাংশে তাহার শক্তি, আকাঙ্খা বা খাম খেয়ালীর দ্বারা স্থির হয়। কিন্তু ঈশ্বরের বাক্যে পর্দা পাশে সরান হইল, আমরা মনুষ্য আকর্ষণের শক্তি ও ভাবাবেগের নাটক ও প্রতিনাটকের সম্মুখ, পশ্চা এবং ভিতর দিয়া দেখিয়াছি, সর্বঅনুগ্রহপূর্ণ জনের সকল মাধ্যমগুলি নিরবে ধের্য্য সহকারে তাহার নিজস্ব ইচ্ছার পরামর্শ অনুযায়ী কার্য্য করিয়া যাইতেছে। —PK 499, 500 (C. 1914 ) LDEBeng 24.1