পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

268/333

শৌলের দুঃখজনক ব্যর্থতার কারণ

শৌল ঈশ্বরের অসন্তুটির কারণ হয়েছিলেন, কিন্তু তথাপি তিনি অনুতপ্ত ও বিনম্র হতে অনিচ্ছুক ছিলেন। যখন হনি ও পীন্হস নিয়ম-সিন্দুক শিবিরে নিয়ে এসেছিলেন তখন ইস্রায়েলকে যে পরাজয় বরণ করতে হয়েছিল সে বিষয়ে তিনি অজ্ঞ ছিলেন না; কিন্তু এই সমস্ত জানার পরও তিনি পবিত্র সিন্দুকটি ও তার সহিত যাজকদের আনতে সিদ্ধান্ত নিয়েছিলেন। এই পদ্ধতি দ্বারা তিনি তার বিচ্ছিন্ন সৈন্য দলকে একত্রিত করে পলেষ্টীয়দের সাথে যুদ্ধে রত হতে চেয়েছিলেন। তিনি শমূয়েলের উপস্থিতির প্রয়োজনীয়তা দূর করে নিজকে ভাববাদীর সমালোচনা ও তিরস্কার হতে বাঁচাতে চেয়েছিলেন। PPBeng 450.3

শৌলকে পবিত্র আত্মা দান করা হয়েছিল যেন তার বুদ্ধি ও চিন্তাশক্তি আলোকিত হয়, এবং তার হৃদয় নরম হয়, কিন্তু তথাপি তার ভ্রষ্টতা কতই না গভীর ছিল! বাল্যকালে যে অবাধ্য আত্মাকে বাধ্যতা শিক্ষা দেয়া হয় নি, সে স্বর্গীয় কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করতে সর্বদাই প্রস্তুত ছিল। ঈশ্বর মানুষকে যে ক্ষমতা দিয়েছেন সে ক্ষমতাকে বসরের পর বসর বিপথে চালনার পর, যখন পরিবর্তনের ইচ্ছা হয়, তখন সেই ক্ষমতাকে আর বিপরীত মুখে চালনা করা সম্ভব হয় না। PPBeng 450.4

লোকদের উসাহিত করার শৌলের প্রচেষ্টার কোন ফলই হল না। তার সৈন্য দলের সংখ্যা ছয় শ'তে নেমে আসল, আর তিনি যিরূশালেমের উত্তরে, গভীর, অমসৃন্ উপত্যকায় অবস্থিত গেবার একটি দুর্গে আশ্রয় নিলেন। ঐ উপত্যকার আরও উত্তরে মিসে পলেষ্টীয় সৈন্যরা দেশের বিভিন্ন দিকে হত্যা ও লুটতরাজ চালাতে বেরিয়ে পড়ল । PPBeng 451.1

রাজার ছেলে যোনাথন সম্মানিত হন PPBeng 451.2

ঈশ্বর শৌলকে তিরস্কার করতে ও তাঁর লোকদের নম্রতা ও বিশ্বাসের বিষয়ে শিক্ষা দিতে একটি সঙ্কটকাল সৃষ্টি হতে দিলেন। শৌলের ঔদ্ধত্যপূর্ণ বলির কারণে, ঈশ্বর তাকে পলেষ্টীয়দের পরাজিত করার গৌরব দান করবেন না । রাজার ছেলে যোনাথন, যে ঈশ্বরকে ভয় করত, তাকে মনোনীত করা হল । স্বর্গীয় প্ররোচনায় প্ররোচিত হয়ে সে তাঁর অস্ত্রবাহকের নিকট প্রস্তাব করল যে তারা শত্রুদের শিবিরে এক গোপন আক্রমণ পরিচালনা করবে। সে বলল, “হয়ত সদাপ্রভু আমাদের জন্য কাজ করিবেন; কেননা অনেকের দ্বারা হউক বা অল্পের দ্বারা হউক, উদ্ধার করিতে সদাপ্রভুর কোন বাধা নাই । ” PPBeng 451.3

বিশ্বাসে শক্তিশালী ও প্রার্থনাশীল অস্ত্রবাহক এই পরিকল্পনাকে উৎসাহ জোগাল। তার লক্ষ্যে যদি বাধা দান করা হয় এই ভয়ে দু'জনে গোপনে শিবির হতে বেরিয়ে পড়ল । তাদের পিতৃপুরুষদের পথপ্রদর্শকের নিকট অনেক কাতর প্রার্থনার পর তারা কি ভাবে অগ্রসর হবে তার একটি পরিকল্পনা গ্রহণ করল। যে গিরিসঙ্কট দুই সেনাবাহিনীকে পৃথক করে রেখেছিল তার ভিতর দিয়ে আঁকাবাঁকা পথ বেয়ে দু'জনে নীরবে এগিয়ে চল্ল, উপত্যকার শৈল শ্রেণী তাদের আড়াল করে রাখল । PPBeng 451.4

শিবিরের নিকটবর্তী হওয়ার পর তারা তাদের শত্রুদের নজরে ধরা দিল, আর শত্রুরা বিদ্রূপাত্মক স্বরে বল্ল, “দেখ, ইব্রীয়গণ যে সকল গর্তে লুকাইয়াছিল তাহা হইতে এখন বাহির হইয়া আসিতেছে।...আমাদের নিকটে উঠিয়া আইস, আমরা তোমাদিগকে কিছু দেখাইব।” অর্থাৎ তাদের দুঃসাহসের জন্য তারা দুই ইস্রায়েলকে শাস্তি দেবে। সদাপ্রভু যে তাদের অভিযানকে সফল করবেন তার প্রমাণস্বরূপ যোনাথন ও তার সাথী এই ইঙ্গিতকেই নির্ধারণ করে রেখেছিলেন । PPBeng 451.5

একটি গোপন ও কঠিন পথ অবলম্বন করে যোদ্ধা দু'জন এমন একটি পর্বত চূড়ায় উঠল যা মনে হয়েছিল অভেদ্য ও যেখানে বেশী কোন পাহারা ছিল না। এই ভাবে তারা শত্রুদের শিবিরের অভ্যন্তরে প্রবেশ করে প্রহরীদের হত্যা করল, যে প্রহরীরা ভয়ে ও বিস্ময়ে হতবাক্ হয়ে কোনরূপ বাধাই প্রদান করেনি । PPBeng 451.6

যোনাথন ও তার সাথীকে দূতগণ রক্ষা করেছিলেন; দূতগণ তাদের সাথে যুদ্ধ করলেন, এবং পলেষ্টীয়রা তাদের সামনে দাড়াতে পারল না। সমস্ত ভূমি এমন ভাবে কাঁপছিল যেন এক বিশাল বাহিনী ঘোড়া ও রথ সহকারে এগিয়ে আছিল। যোনাথন স্বর্গীয় সহায়তার প্রতীক অনুভব করতে পারল, এমন কি ইস্রায়েলদের উদ্ধারের জন্য কাজ করছিলেন। সমস্ত সৈন্যবাহিনী ভয়ে বিহবল হয়ে পড়ল। এই বিশৃঙ্খলার মধ্যে পলেষ্টীয়রা একে অন্যকে হত্যা করতে লাগল । PPBeng 452.1

ইস্রায়েলদের শিবিরে যুদ্ধের রব শুনা গেল। প্রহরীরা রাজাকে জানাল যে পলেষ্টীয়দের মধ্যে অনেক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে ও তাদের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছিল। পলেষ্টীয়রা আক্রান্ত হয়েছে দেখতে পেয়ে শৌল তার সৈন্যদলকে নিয়ে আক্রমণে যোগ দিলেন। যে সকল যিহূদীরা শত্রুদের পক্ষাবলম্বন করে নিজ বাহিনী ত্যাগ করেছিল, তারা এখন তাদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করল; অনেকেই তাদের গোপন স্থান হতে বেরিয়ে এল। পলেষ্টীয়রা যখন পালাতে লাগল, তখন শৌলের সৈন্যরা পলায়নরত সৈন্যদের মধ্যে বিভীষিকার সৃষ্টি করল । PPBeng 452.2