পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

267/333

শৌলের দুঃসাহসীকতা

“হোমবলি সমাপ্ত করিবামাত্র দেখ, শমূয়েল উপস্থিত হইলেন ।” শমূয়েল দেখতে পেলেন যে শৌল তাকে দেয়া প্রকাশ্য নির্দেশের বিপরীত কাজ করেছেন। যে শর্তের উপর স্বর্গীয় সহায়তার প্রতিজ্ঞা করা হয়েছিল শৌল যদি সেই শর্ত পূরণ করতেন, তবে সদাপ্রভু ইস্রায়েলদের পক্ষে এক আশ্চর্য বিজয় সাধন করতেন । কিন্তু শৌল এই কাজের জন্য নিজের উপর এতই সন্তুষ্ট ছিলেন যে তিনি ভাববাদীর সাথে এমন ভাবে দেখা করতে গেলেন যেন ভাববাদী তার প্রতি অসন্তুষ্ট হওয়ার পরিবর্তে তার প্রশংসা করবেন। PPBeng 449.2

“তুমি কি করিলে?” শমূয়েলের এই প্রশ্নের উত্তরে শৌল তার দুঃসাহসীক কাজের জন্য নানা ওজর উপস্থাপন করলেন। “আমি দেখিলাম, লোকেরা আমার নিকট হইতে ছিন্নভিন্ন হইতেছে, এবং নিরূপিত দিনের মধ্যে আপনিও আসেন নাই, আর পলেষ্টীয়রা মিসে একত্রিত হইয়াছে; তাই আমি মনে মনে বলিলাম, পলেষ্টীয়রা এখনই আমার বিরুদ্ধে গিল্‌গলে নামিয়া আসিবে, আর আমি সদাপ্রভুর অনুগ্রহ কামনা করি নাই; এই জন্য ইচ্ছা না থাকিলেও আমি হোমবলি করিলাম । PPBeng 449.3

শমূয়েল শৌলকে বলিলেন, “তুমি অজ্ঞানের কাজ করিয়াছ; তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে আদেশ দিয়াছেন, তাহা পালন কর নাই, করিলে সদাপ্রভু এখন ইস্রায়েলদের উপরে তোমার রাজত্ব চিরকাল স্থায়ী রাখিতেন। কিন্তু এখন তোমার রাজত্ব চিরস্থায়ী থাকিবেননা ; সদাপ্রভু নিজের মনের মত একজনের খোঁজ করিয়া তাহাকেই নিজ দাসদের অধ্যক্ষ পদে নিযুক্ত করিয়াছেন ;...পরে শমূয়েল উঠিয়া গিগল হইতে বিন্যামীনের গিরিয়াতে চলিয়া গেলেন।” PPBeng 449.4

হয় ইস্রায়েলকে ঈশ্বরের লোক হওয়া হতে বঞ্চিত হতে হবে, অথবা জাতির রাজত্ব স্বর্গীয় শাসন ব্যবস্থায় পরিচালিত হতে হবে। ইস্রায়েলদের মধ্যে এমন কোন রাজত্ব উন্নতি লাভ করতে পারবে না যে রাজত্ব সমস্ত কিছুতেই ঈশ্বরের সার্বভৌম কর্তৃত্বকে স্বীকার না করে । PPBeng 450.1

এই পরীক্ষার সময় শৌলের ব্যর্থতা তাকে ঈশ্বরের প্রতিনিধিরূপে তাঁর লোকদের শাসনকর্তা হিসাবে অযোগ্য প্রমানিত করল। তিনি ইস্রায়েলকে বিপথে পরিচালিত করবেন। ঈশ্বরের ইচ্ছার চেয়ে তার নিজের ইচ্ছাই নিয়ন্ত্রণকারী ক্ষমতারূপে গন্য হবে। যেহেতু তিনি ব্যর্থ হলেন, ঈশ্বরের উদ্দেশ্য এখন অন্য কারো দ্বারা পূরণ হতে হবে। ইস্রায়েলের শাসন ভার এমন একজনকে দিতে হবে যিনি স্বৰ্গীয় ইচ্ছা অনুসারে রাজ্য পরিচালনা করবেন । PPBeng 450.2