পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

269/333

শৌল আবারও বোকা বনেন

তার সুবিধার যথেষ্ট ফল লাভের লক্ষ্যে রাজা বেপরোয়া ভাবে ও ত্বরায় সমস্ত সৈন্যকে সারাদিন কোন খাদ্য গ্রহণ না করতে আদেশ দিলেন। “সায়ংকালের পূর্বে, আমি যে পয্যন্ত আমার শত্রুদিগকে প্রতিফল না দিই, সেই পৰ্য্যন্ত যে কেহ খাদ্য গ্রহণ করিবে, সে শাপগ্রস্ত হউক।” শৌলের জানার আগেই ও তার সহায়তা ছাড়াই বিজয় লাভ হয়েছিল, কিন্তু তিনি শত্রু সৈন্যের পূর্ণ ধ্বংস দ্বারা নিজের সুনাম কিনতে চেয়েছিলেন । PPBeng 452.3

খাদ্য গ্রহণ না করার এই আদেশ প্রমাণ করল যে তার আত্ম-গৌরবের জন্য রাজা তার লোকদের চাহিদা ও প্রয়োজনকে অবহেলা করলেন। তিনি সদাপ্রভুর লক্ষ্যে “যে পর্য্যন্ত সদাপ্রভু নিজ শত্রুদিগকে প্রতিফল না দেন’ ঘোষণা না করে নিজ লক্ষ্য “যে পর্য্যন্ত আমার শত্রুদিগকে প্রতিফল না দেই” ঘোষণা করেছিলেন । PPBeng 452.4

লোকেরা সারাদিন যুদ্ধে ব্যস্ত ছিল এবং ক্ষুধায় অত্যন্ত কাতর হয়ে পড়েছিল; তাই বাধার সময় অবতীর্ণ হওয়ার সাথে সাথেই তারা রক্তসহ মাংস খেতে আরম্ভ করল এবং যে নিয়ম রক্ত খেতে নিষেধ করে সেই নিয়ম অবমাননা করল। PPBeng 453.1

দিনে যুদ্ধের সময় যোনাথন, যিনি রাজার আদেশ শুনেন নি, বনের মধ্য দিয়ে যাবার সময় কিছু মধু খেয়ে নিয়েছিলেন, আর এই ভাবে রাজার আদেশ অমান্য করেছিলেন। শৌল ঘোষণা দিয়েছিলেন যে তার আদেশ অমান্য করলে মৃত্যুদন্ড পেতে হবে; আর যদিও যোনাথন ইচ্ছাপূর্বক কোন পাপ করেন নি, এবং যদিও ঈশ্বর তার মাধ্যমেই ইসয়েলের উদ্ধার করেছিলেন, তথাপি রাজা ঘোষণা করলেন যে দন্ডাদেশ কার্যকর করা হবে। ভয়ঙ্কর আদেশ জারী করা হল, “ঈশ্বর অমুক ও ততোধিক দন্ড দিউন; যোনাথন, তুমি অবশ্য মরিবে।” PPBeng 453.2