পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

266/333

অবস্থার বিপাকে নিরুসাহিত

দিনের পর দিন শৌল অপেক্ষা করলেন, কিন্তু লোকদের কোন উসাহ দিলেন না, অথবা ঈশ্বরের প্রতি আস্থা রাখতে উপদেশও দিলেন না। নির্দিষ্ট সময় শেষ হবার আগেই এই কঠিন অবস্থার বিপাকে পড়ে তিনি নিরুসাহিত হয়ে পড়লেন। শমূয়েল যে আরাধনা পরিচালনা করতে আসছিলেন তার জন্য লোকদের প্রস্তুত করায় ব্যস্ত না থেকে, তিনি অবিশ্বাস করতে আরম্ভ করলেন । বলির মাধ্যমে ঈশ্বরের অনুসন্ধান করা একটি খুবই গুরুত্বপূর্ণ ও গম্ভীর কাজ ছিল; তখন ঈশ্বর চাইতেন যে তাঁর লোকেরা তাদের হৃদয়ের ভিতরে অনুসন্ধান করবে এবং তাদের পাপের জন্য অনুতাপ করবে, যেন বলি গ্রহণ যোগ্য হয়, এবং শত্রুদের উপর জয়লাভের চেষ্টা যেন ঈশ্বরের অনুগ্রহ পায়। কিন্তু শৌল বিচলিত হয়ে পড়েছিলেন; আর লোকেরা ঈশ্বরের সাহায্যের উপর আস্থা না রেখে, রাজার পরিচালনার আকাঙ্খা করতে লাগল । PPBeng 448.2

তথাপি সদাপ্রভু তাদের প্রতি যত্নশীল থাকলেন এবং তাদের ত্যাগ করলেন না। তিনি তাদের বদ্ধ জায়গায় আবদ্ধ করলেন যেন তারা মানুষের উপর নির্ভরতার ভুল বুঝতে পারে ও তাদের একমাত্র সাহায্যকারীরূপে তাঁর প্রতি ফিরে আসে। শৌলকে পরীক্ষা করে দেখার সময় উপস্থিত হয়েছিল । তিনি কি ঈশ্বরের উপর নির্ভর করবেন এবং বিপদকালে তাঁর লোকদের পরিচালকরূপে ঈশ্বর যেন তাঁর উপর আস্থা রাখতে পারেন এই জন্য আদেশ মোতাবেক ধৈর্য্য সহকারে অপেক্ষা করবেন? অথবা কি তিনি দদুল্যমান হবেন ও যে পবিত্র দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে তার অযোগ্য প্রমাণ করবেন? রাজা কি সকল রাজার শাসনকর্তার আদেশ মানবেন? তিনি কি দুর্বল হৃদয় সৈন্যদের মনোযোগ সেই একজনের দিকে ফিরাবেন যাঁর মধ্যে রয়েছে চিরন্তন শক্তি ও মুক্তি । PPBeng 448.3

ক্রমবর্ধমান অধৈর্য্যের সাথে তিনি শমূয়েলের আগমনের প্রতীক্ষা করলেন এবং তার সৈন্যদলের নিরুৎসাহ ও পলায়ন ভাববাদীর অনুপস্থিতির কারণেই ঘটেছে বলে তিনি ধরে নিলেন। নির্ধারিত সময় উপস্থিত হল, কিন্তু ঈশ্বরের লোক উপস্থিত হলেন না। ঈশ্বরের ইচ্ছাই তার দাসদের দেরীর কারণ । লোকদের শান্ত করার জন্য কিছু করা প্রয়োজন মনে করে শৌল সিদ্ধান্ত নিলেন যে একদল লোককে একত্রিত করবেন এবং বলিদানের মাধ্যমে স্বর্গীয় সহায়তা কামনা করবেন। ঈশ্বরের নির্দেশ ছিল যে শুধু যাদের পবিত্রীকরণের মাধ্যমে দায়িত্ব দেয়া হয়েছিল তারাই তাঁর সামনে বলিদান দেবেন। কিন্তু শৌল আদেশ করলেন, “আমার নিকটে হোমবলি ও মঙ্গলার্থক বলি আন”, এবং তিনি যজ্ঞবেদীর কাছে গেলেন এবং বলি দিলেন । PPBeng 449.1