পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ
৫৪—শিম্শোন, খুবই শক্তিশালী অথচ খুবই দুর্বল ব্যক্তি
প্রচন্ড ও বহুল ভ্রষ্টতার মধ্যে ঈশ্বরের বিশ্বস্ত আরাধনাকারীরা ইস্রায়েলের মুক্তির জন্য তাঁর নিকট আবেদন করতে লাগলেন। যদিও মনে হল যে কোন উত্তর আসছে না, তথাপি পলেষ্টীয়দের অত্যাচারের প্রথম দিকে একটি সন্তান জন্ম নিল যার মাধ্যমে ঈশ্বর শক্তিশালী শত্রুদের ক্ষমতা খর্ব করার পরিকল্পনা করলেন । PPBeng 403.1
মানোহের সন্তানহীন স্ত্রীর নিকট “সদাপ্রভুর দূত” এই সংবাদ নিয়ে উপস্থিত হলেন যে তার একটি ছেলে হবে যার মাধ্যমে ঈশ্বর ইস্রায়েলদের মুক্তি প্রক্রিয়া শুরু করবেন। দূত তাকে তার নিজের অভ্যাস সম্বন্ধে ও তার সন্তানকে লালনপালন সম্বন্ধে উপদেশ দেন, “দ্রাক্ষারস কি সুরা পান করিও না, এবং কোন অপবিত্র বস্তু ভোজন করিও না।” তার সন্তানের উপর একই নিষেধ প্রযোজ্য ছিল, তার সাথে আরো যুক্ত ছিল তার চুল না কাটার নির্দেশ কারণ তাকে তার জন্ম হতেই ঈশ্বরের উদ্দেশে একজন “নাসরীয়” রূপে উসর্গ করা হবে। PPBeng 403.2