পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

239/333

জন্মের পূর্ববর্তী প্রশিক্ষণের গুরুত্ব

কোন ভুল করার সম্ভাবনায় ভীত হয়ে স্বামী ঈশ্বরের নিকট প্রার্থনা করলেন, “হে প্রভু, ঈশ্বরের যে লোককে আপনি আমাদের কাছে পাঠাইয়াছিলেন, তাঁহাকে পুনর্বার আমাদের কাছে আসিতে দিউন, এবং যে বালকটি জন্মিবে, তাহার প্রতি আমাদের কি কর্তব্য, তাহা আমাদিগকে বুঝাইয়া দিউন।” PPBeng 403.3

যখন দূত আবার উপস্থিত হলেন, তখন মানোহ জিজ্ঞাসা করলেন, “সেই বালকের প্রতি কি বিধি ও কি কর্তব্য?” আগের উপদেশ পুনরুক্তি করা হল-- “আমি ঐ স্ত্রীকে যে সমস্ত কথা বলিয়াছি সে সকল বিষয়ে সে সাবধান থাকুক।...আমি তাহাকে যাহা কিছু আজ্ঞা দিয়াছি, সে তাহা পালন করুক।” PPBeng 403.4

পর্য্যন্ত । প্রতিজ্ঞাত ছেলের গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় যোগ্যতা পালন করার লক্ষ্যে, মা ও ছেলের অভ্যাসগুলি সযত্নে নিয়ন্ত্রণ করতে হবে। মার অভ্যাসের জন্য বাচ্চারও ভাল বা মন্দের অভ্যাস হবে। যদি সে সন্তানের ভাল কামনা করে তবে সে মিতাচারের ও আত্ম-ত্যাগের নীতি দ্বারা নিয়ন্ত্রিত হতে রাজী হবে। অবুঝ পরামর্শদাতার মাকে তার সকল কামনা ও আবেগ পরিতৃপ্ত করার পরামর্শ দেবেন; কিন্তু ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী মাকে আত্ম-নিয়ন্ত্রণ অনুশীলন করতে হবে। PPBeng 404.1

আর এই দায়িত্ব পিতা ও মায়ের উপর সমভাবে অর্পিত হয়েছে। পিতামাতার অমিতাচারীতার কারণে, ছেলেমেয়েরা প্রায়ই শারীরিক, মানসিক ও নৈতিক শক্তির অভাব বোধ করে। মদ্যপায়ী ও ধূমপায়ীরা তাদের অতৃপ্তিকর পিপাসা, উত্তপ্ত রক্ত ও উত্তেজক স্নায়ু তাদের সন্তানদের মধ্যেও প্রেরণ করতে পারেন। লম্পটরা অস্বাভাবিক কামনা এমন কি ঘৃন্য কোন রোগ তাদের সন্তানদের মধ্যে দিয়ে দিতে পারেন। প্রত্যেক প্রজন্মের হীন হতে হীনতর হওয়ার ভাব রয়েছে। হাজারো ছেলেমেয়ের বধিরতা অন্ধত্ব, রুগ্নতা অথবা উন্মাদনামূলক দুর্বলতার জন্য পিতামাতারাই অধিকাংশ ক্ষেত্রে দায়ী । PPBeng 404.2

অনেকেই জন্মের পূর্বের প্রভাবের ফলাফলকে বেশী একটা গুরুত্ব দেন না, কিন্তু ঐ যিহুদী পরিবারকে যে স্বর্গীয় উপদেশ প্রেরণ করা হয়েছিল তা থেকে এটা সহজেই অনুমান করা সম্ভব যে আমাদের স্রষ্টা এতে কত গুরুত্ব প্রদান করে থাকেন । PPBeng 404.3

পিতামাতা হতে একটি উত্তম উত্তরাধীকারকে উপযুক্ত শিক্ষা ও উপযুক্ত অভ্যাস গঠনের প্রশিক্ষা দ্বারা শক্তিশালী করে তুলতে হবে। ঈশ্বর আদেশ করেছিলেন যে ইস্রায়েলদের ভবিষ্য বিচারক ও উদ্ধারকর্তা একটি চিরস্থায়ী নিষেধের মাধ্যমে মদ ও অন্যান্য নেশাকর পানীয় হতে দূরে থাকবে । বাল্যকাল হতেই মিতাচার, আত্ম-নিয়ন্ত্রণ, ও আত্ম-অস্বীকার শিক্ষা দেয়া প্রয়োজন । PPBeng 404.4