শেষকালিন ঘটনাবলি

152/336

আমাদের মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আদেশ পালন করিতে হইবে

সত্যের অনুগামীদিগকে এখন ঈশ্বরের ব্যক্যের সাধারণ দাবীকে জলাঞ্জলী অথবা তাহাদের স্বাধীনতা বাজেয়াপ্ত, এই দুইটির যে কোনটি মনোনয়ন করিয়া লইতে হইবে। আমরা যদি ঈশ্বরের বাক্য ত্যাগ করিয়া মনুষ্যদের রীতিনীতি গ্রহণ করি, তাহা হইলে আমরা যথারীতি মনুষ্যদের মধ্যে বসবাস করিতে, ক্রয় বিক্রয় করিতে ও সকল অধিকারের সম্মান পাইতে অনুমতি প্রাপ্ত হইব। কিন্তু আমরা যদি ঈশ্বরের অনুগত থাকি তাহা হইলে তাহা মনুষ্যদের মধ্যে অধিকার লাভের বিনিময়ে করিতে হইবে, কারণ ঈশ্বরের ব্যবস্থার শত্রুগণ ধর্মীয় বিশ্বাস এবং মনুষ্যের বিবেক নিয়ন্ত্রণ করিবার স্বাধীন বিচারবুদ্ধিকে ধ্বংস করিবার নিমিত্ত একজোট হইয়াছে।... LDEBeng 101.5

মানুষি সরকার যতদিন তাহার ক্ষমতার সীমা রক্ষা করিয়া চলিবে, ততদিন ঈশ্বরের লোকেরা তাহাকে ঐশ্বরিক নিয়োগরূপে স্বীকার করিয়া ইহার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করিতে শিক্ষা দিবে। কিন্তু ইহার দাবী ঈশ্বরের দাবীর সহিত সংঘাতে আসিবে, তখন মনুষ্যদের অপেক্ষা ঈশ্বরের আজ্ঞাপালন মনোনীত করিতে হইবে। ঈশ্বরের বাক্যকে স্বীকার এবং পালনকে সকল মানুষি আইনের উর্দ্ধের ক্ষমতা বিবেচনা করিতে হইবে। “সদাপ্রভু ইহা বলিয়াছেন” ইহার পরিবর্তে “মন্ডলী বা রাষ্ট্র ইহা বলিয়াছে” বলা যাইবে না। জাগতিক সকল শাসকের মুকুটের উর্দ্ধে খ্রীষ্টের মুকুট তুলিয়া ধরিতে হইবে। -HM Nov.1, 1893. LDEBeng 102.1

মনুষ্যেরা যদি শয়তানকে আধিপত্য প্রদান করে তবে শয়তান মনুষ্যদিগকে পৃথিবীর সাম্রাজ্যগুলি দান করিবে। অনেকে ইহা করিয়া স্বর্গকে বিসর্জন করে । পাপ করা অপেক্ষা মরা ভাল, প্রবঞ্চনা অপেক্ষা দারিদ্র্যভাল, মিথ্যা বলা অপেক্ষা ক্ষুধা শ্রেয় । -4T 495 (1880). LDEBeng 102.2