শেষকালিন ঘটনাবলি

149/336

রবিবার কার্য্য হইতে বিরত থাক

দক্ষিণ আঞ্চলের ব্যাপারে যতদূর সম্ভব বুদ্ধিপূর্বক ও সতকর্তার কার্য্য করিতে হইবে, খ্রীষ্ট যে পদ্ধতিতে কার্য্য করিতেন সেইরূপে অবশ্যই করিতে হইবে। শীঘ্রই লোকেরা জানিয়া ফেলিবে বরিবার ও শাব্বাথ সম্পর্কে আপনার সিদ্ধান্ত কি, কারণ তাহারা প্রশ্ন করিবে। তখন তোমরা তাহাদের এমনভাবে বলিবে যেন তোমাদের কার্য্যের প্রতি দৃষ্টি আকর্ষিত না হয়। রবিবার নিজে কার্য্য করিয়া তোমরা কার্য্য সংক্ষিপ্ত করিবার প্রয়োজন নাই ........... LDEBeng 99.7

রবিবার কার্য্য হইতে বিরত থাকা পশুর ছাপ ধারণ করা নহে। ....যদি রবিবার কার্য্য করিলে কোন কোন স্থানে বিরোধীতা এত প্রবল যে অত্যাচার আরম্ভ হইতে পারে, তবে ভ্রাতৃগণ সেই দিনকে একটি আসল ধর্ম প্রচারের দিন করিয়া তুলুক। - SW 69, 70 (1895). LDEBeng 100.1

তাহারা যদি এই স্থানে আসিয়া বলে, “তোমরা বরিবার দিন তোমাদের ছাপাখানা সমূহ এবং তোমাদের কার্য্য বন্ধ কর, “আমি তোমাদিগকে একথা বলিব না যে, “তোমাদের ছাপা খানা সমূহ চালু রাখ,” কারণ ইহাতে তোমার ও তোমার ঈশ্বরের মধ্যে কোন বিরোধ বাধিতেছে না। -Ms 163, 1898. LDEBeng 100.2

উদ্দেশ্য মূলকভাবে স্বাধীনতা প্রদর্শন করিবার নিমিত্ত আমরা ঐ দিনে দৃঢ় সঙ্কল্প হইয়া কার্য করিয়া, যে সকল প্রতিবাসীগণ রবিবারকে আরাধ্য দিন রূপে গ্রহণ করিয়াছে, তাহাদের বিরক্তি উৎপাদন করিতে আদিষ্ট হই নাই। আমাদের ভগ্নিগণের তাহাদের ধৌতকরণ কার্য্যের প্রদর্শন করিবার নিমিত্ত রবিবারকে বাছিয়া লইবার প্রয়োজন নাই । -3 SM 399 (1889). LDEBeng 100.3