শেষকালিন ঘটনাবলি

148/336

প্রকাশ্য অবাধ্যতা (বিরুদ্ধাচারণ) দেখাইবে না

যাহারা আমাদের মন্ডলী গঠন করে তাহাদের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট আছে, তাহারা যদি সাবধান না হয়, তবে রবিবার কার্য্য করিবার স্বাধীনতা ভুল ব্যাখ্যার কারণে হরণ করায় তাহারা ক্ষুব্ধ হইতে পারে। এবিষয়ে রাগে ফাটিয়া না পড়িয়া সবকিছু প্রার্থনায় ঈশ্বরের নিকটে হাজির করুন। কেবল তিনিই শাসক বর্গের শক্তিকে ক্ষান্ত করিতে পারেন। হটকারিতাপূর্বক চলিও না। বিদ্বেষপরায়নতার ধর্মে কেহ তাহাদের স্বাধীনতা সম্পর্কে নির্বোধের ন্যায় বড়াই না করুক, কিন্তু ঈশ্বরের দাসরূপে” সকলকে সমাদর কর; ভ্রাতৃ সমাজকে প্রেম কর, ঈশ্বরকে ভয় কর, রাজাকে সমাদর কর” [১ পিতর ২:১৭]। LDEBeng 99.5

যাহাদিগকে বিপদ সঙ্কুল স্থানে আণয়ন করা হইবে তাহাদের ইহা একটি মূল্যবান উপদেশ। এমন কিছু করিবেনা যদ্ধারা প্রকাশ্য অবাধ্যতা বা বিদ্বেষপূর্ণতা ব্যাখ্যা করা যাইতে পারে । -2 MR 193, 194 (1898). LDEBeng 99.6