শেষকালিন ঘটনাবলি

134/336

১৮৮০ দশকে রবিবার আইন আন্দোলন

আমরা বহুবসর যাব আমাদের দেশে রবিবার আইন প্রণয়নের অপেক্ষা করিতেছিলাম, এবং এখন আমাদের উপরে আসিয়া পড়িয়াছে, আমরা প্রশ্ন করিতেছি, “আমাদের লোকেরা এ বিষয়ে কি করিবে?....... তাঁহার লোকদিগকে অনুগ্রহ এবং শক্তি প্রদান করিবার নিমিত্ত আমাদিগকে এখন বিশেষভাবে ঈশ্বরের শরণাপন্ন হইতে হইবে । ঈশ্বর জীবিত আছেন, এবং আমরা বিশ্বাস করিনা যে, তাঁহার দ্বারা আমাদের স্বাধীনতা সীমিতকরণের সময় পূর্ণরূপে আসিয়া পড়িয়াছে। ভাববাদী দেখিলেন, “পৃথিবী চারিকোণে চারি দূত দাঁড়াইয়া আছেন; তাঁহারা পৃথিবীর চারি বায়ু ধরিয়া রাখিতেছেন, যেমন পৃথিবীর কিম্বা সমুদ্রের কিম্বা কোন বৃক্ষের উপরে বায়ু না বহে।” পরে পূর্বদিক হইতে আরএক দূত উঠিয়া আসিয়া তাহাদের প্রতি উচ্চঃ স্বরে ডাকিয়া কহিলেন, “আমরা যে পর্য্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি, সে পর্যন্ত তোমরা পৃথিবীর কিম্বা সমুদ্রের কিম্বা বৃক্ষসমূহের হানি করিও না।” আমাদের এখন কি করিতে হইবে ইহা তাহাই দেখাইয়া দেয়। আমাদের ঈশ্বরের নিকট ক্রন্দন করিতে হইবে যেন পৃথিবীর সকল অংশে প্রচারক পাঠাইয়া যিহোবার আজ্ঞার অবাধ্যতার বিরুদ্ধে সতর্কবাণী ঘোষণা না করা পর্য্যন্ত দূতগণ চারি বায়ু ধরিয়া রাখেন। - RH Extra, Dec. 11,1888. LDEBeng 90.3