শেষকালিন ঘটনাবলি

133/336

বিচার্য্য বিষয়ে শাব্বাথ-বিরাট প্রসঙ্গ

ঈশ্বরের লোকদের বিরুদ্ধে শেষ কালিন যুদ্ধে লিপ্ত হইবার নিমিত্ত যিহোবার আজ্ঞা সকল মাধ্যম হইতে পদসস্খলিত সকল প্রকার দুর্নীতিগ্রস্থ শক্তি ঐক্যবদ্ধ হইবে। এই যুদ্ধ বিচার্য্য বিষয়ের বিরাট প্রসঙ্গ হইবে চতুর্থ আজ্ঞার শাব্বাথ, কারণ এই শাব্বাথের ভিতরে মহান আজ্ঞা প্রদানকারী নিজেকে আকাশ মন্ডল ও পৃথিবীর সৃষ্টি কর্তারূপে পরিচয় প্রদান করেন। -3 Nv 392 (1891 ) LDEBeng 90.1

সদাপ্রভু বলেন, “তোমরা অবশ্য আমার বিশ্রামদিন পালন করিবে; কেননা তোমাদের পুরুষানুক্রমে আমার ও তোমাদের মধ্যে ইহা এক চিহ্ন রহিল, যেন তোমরা জানিতে পার যে, আমিই তোমাদের পবিত্রকারী সদাপ্রভু” (যাত্রা ৩১ : ১৩)। অনেকে শাব্বাথ পালনের পথে বাধা স্থাপন করিবার চেষ্টা করিবে, বলিবে, “তোমরা জাননা কোন দিন শাব্বাথ, “কিন্তু তাহারা মনে হয় জানে কখন রবিবার আইসে এবং ইহা পালন করিতে বল প্রয়োগ জনিত আইন প্রণয়ন করিতে অতি উৎসাহ প্রকাশ করে। -KC 148 (1900) LDEBeng 90.2