শেষকালিন ঘটনাবলি
নিউইয়র্ক শহর
ঈশ্বর অনুগ্রহ ব্যতিরেকে তাঁহার রোষ কার্য্যকর করেন নাই। তাঁহার হস্ত এখনও প্রসারিত রহিয়াছে। বৃহত্তর নিউইয়র্কে তাঁহার বার্তা দিতেই হইবে। লোকদিগকে দেখাইতে হইবে কিরূপে তাঁহার হস্তের একটি স্পর্শে শেষ মহাদিনের বিরুদ্ধে তাহাদের সঞ্চিত সকল সম্পত্তি ঈশ্বরের পক্ষে ধ্বংস করা সম্ভব। -3 MR 310, 311 (1902). LDEBeng 81.4
নিউইয়র্ক শহরের উপর কী ঘটিবে সে সম্পর্কে নির্দিষ্টরূপে আমার নিকট কিছু প্রকাশিত হয় নাই, আমি কেবল ইহা জানি যে একদিন এই সকল বৃহৎ অট্টালিকা ঈশ্বরের পরাক্রমে ইতঃস্তত বিক্ষিপ্ত হইয়া ভূপাতিত হইবে।..... সর্বস্থানে মৃত্যু আসিয়া পড়িবে। এই কারণে আমি আমাদের শহরগুলিকে সতর্ক করিতে এত দুশ্চিন্তাগ্রস্ত। -RH July 5, 1906. LDEBeng 81.5
কোন এক সময়ে, নিউইয়র্ক শহর আমি রাত্রিকালিন দর্শনে গগনচুম্বী ভবনসমূহ নির্মিত হইতে দেখিতে আহুত হই। এই সকল ভবনকে অগ্নি প্রতিরোধক্ষম বলিয়া নিশ্চয়তা দেওয়া হইয়াছে; এইগুলিকে নির্মাতা এবং মালিকদের গৌরব প্রকাশের নিমিত্ত নির্মাণ করা হইয়াছিল ।....... LDEBeng 82.1
অতঃপর একটি অগ্নিসঙ্কেতের দৃশ্য আমার সম্মুখ দিয়া গেল। লোকেরা এই সকল সুউচ্চ এবং অগ্নিপ্রতিরোধক্ষম অনুমিত অট্টালিকাগুলির প্রতি দৃষ্টি করিয়া বলিল, “এগুলি সম্পূর্ণভাবে নিরাপদ।” কিন্তু এই ভবনগুলি পুড়িল, মনে হইল যেন, এগুলি পিচের (আলকাতরা) তৈয়ারী । ধ্বংস ঠেকাইতে অগ্নি নির্বাপক যন্ত্রগুলি কিছু করিতে পারিল না । অগ্নি নির্বাণকারী লোকেরা যন্ত্রগুলি চালু করিতে পারিল না । - 9T 12, 13 (1909). LDEBeng 82.2