শেষকালিন ঘটনাবলি

118/336

বিপর্য্যয় প্রতিরোধক্ষম অট্টালিকাসমূহ ভষ্মে পরিণত হইবে

আমি বহু ব্যয় বহুল অট্টালিকা নির্মিত হইতে দেখিয়াছি এবং সেগুলি অগ্নি প্রতিরোধক্ষম বলা হয়, ঈশ্বরের রোষে সদোম যেমন অগ্নিশিখায় ধ্বংস হইয়াছিল এই সকল গর্বিত ইমারত ভষ্মে পরিণত হইবে।......মনুষ্যদের মহত্বের শ্লাঘা উদ্রিক্তকর স্তম্ভ সমূহ পৃথিবীর উপরে আগত অন্তিম মহাধবংসের পূর্বেই ধূলিস্যাৎ হইবে ।-3 SM 418(1901). LDEBeng 81.1

ঈশ্বর মন্দ শহরগুলি হইতে তাঁহার আত্মাকে প্রত্যাহার করিতেছেন। কারণ শহরগুলি জলপ্লাবন পূর্ব জগতের ন্যায়, সদোম ও ঘুমোবার ন্যায় হইয়াছে।... ঈশ্বর যখন দেখিবেন যে ইহাদের মালিকেরা ক্ষমার সীমা অতিক্রম করিয়াছে, তখন ব্যয় বহুল ভবনসমূহ, স্থাপত্য বিদ্যা বিষয়ক অত্যাশ্চর্য্য দক্ষতা, মূহূর্তের ইঙ্গিত না দিয়া বিনষ্ট হইবে। অগ্নিপ্রতিরোধক্ষম বলিয়া খ্যাত অট্টালিকাসমূহ অগ্নিদ্বারা বিনষ্ট হওন, এই পৃথিবীর স্থাপত্য ক্ষণকালের মধ্যে ধ্বংস হইবার একটি উদাহরণ।-TDS 152 (1902) LDEBeng 81.2

লোকেরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া ব্যয়বহুল অট্টালিকা সমূহ নির্মাণ করিবে। নির্মাণের সময় দৃঢ় ও মজবুত ও স্থাপত্য বিদ্যা বিষয় সৌন্দর্য্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হইলেও ঈশ্বর আমাকে নির্দেশ দিয়াছেন যে, এই সকল অট্টালিকার অস্বাভাবিক দৃঢ়তা ও ব্যয়বহুল প্রদর্শনী যিরূশালেম মন্দিরের দশার ন্যায় হইবে।-5 BC 1098 (1906) LDEBeng 81.3