শেষকালিন ঘটনাবলি
ঈশ্বরের বাক্য উচ্চে তুলিয়া ধরুন
আমরা যদি রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি করিবার নিমিত্ত কার্য্য করি তাহা হইলে আমরা যাহা আশা করি তাহার সবই পাইব এবং এতবেশী পাইব যে তাহা কিরূপে নিয়ন্ত্রণ করিতে হয় সম্ভবত: তাহা জানিব না শান্তভাবে ও স্পষ্টভাবে “বাক্য প্রচার” করুন। উত্তেজনা সৃষ্টি করা আমাদের কার্য্য মনে করিব না। একমাত্র ঈশ্বরের পবিত্র আত্মা স্বাস্থ্যকর উৎসাহ সৃষ্টি করিতে পারেন। ঈশ্বরকে কার্য্য করিতে দিউন, মনুষ্য মাধ্যম সতর্কতার সহিত, অপেক্ষারত, প্রার্থনারত, যীশুর প্রতি মুহূর্ত দৃষ্টি দানরত এবং যিনি জ্যোতি ও জীবন সেই অমূল্য আত্মা দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হইয়া তাঁহার সম্মুখে মৃদুপায়ে চলাফেরা করুক। —2SM 16, 17 (1894). LDEBeng 67.3
আমরা লোকদের নিকট ঈশ্বরের নির্ভেজাল বাক্য লইয়া যাইব। যখন তাহারা বাক্য গ্রহণ করিবে, পবিত্র আত্মা আসিতে পারেন এবং পূর্বে যেরূপ উল্লেখ করিয়াছি, তিনি লোকদের বিবেচনায় প্রশংসা যোগ রূপে সর্বদা আইসেন। আমাদের কথায়, আমাদের গানে এবং আমাদের সর্ব প্রকার আধ্যাতিক কাৰ্য্যক্রমে আমরা ধীরতা এবং গাম্ভীর্য্য এবং প্রত্যেকে প্রকৃত ঈশ্বরের সন্তানের প্রণোদিতকারী ধর্মভয় প্রকাশ করিব। — 2SM43 (1908) LDEBeng 67.4
আবেগ দ্বারা নয়, উত্তেজনা দ্বারা নয় কিন্তু বাক্য দ্বারা আমরা লোকদিগকে সত্য পালন করিতে প্রভাবিত করিব। ঈশ্বরের বাক্যের মঞ্চে আমরা নিরাপদে দাঁড়াইতে পারিব। 3SM 375 (1908) LDEBeng 68.1