শেষকালিন ঘটনাবলি

216/336

বার্তাটি মহা পরাক্রমের সহিত প্রচারিত হইবে

তৃতীয় দূতের বার্তা বাড়িয়া যখন একটি উচ্চরবে পরিণত হইবে এবং শেষের কার্যের সহিত যখন মহা পরাক্রম ও প্রতাপ যুক্ত হইবে, ঈশ্বরের বিশ্বস্ত লোকেরা সেই গৌরবের অংশ গ্রহণ করিবে । শেষ বর্ষাই তাহাদিগকে সঙ্কট কালের মধ্যদিয়া অতিক্রম করিতে ও পুণর্জীবিত হইতে সাহায্য করে। 7BC 984 (1862) LDEBeng 143.6

শেষ নিকটবর্তী হইতে থাকিলে ঈশ্বরের দাসগণের সাক্ষাৎ আরও সুনির্দিষ্ট এবং শক্তিশালী হইবে — 3SM 407 (1892). LDEBeng 144.1

এই বার্তা [প্রকাশিত ১৪:৯-১২] পূর্ববর্তী দুইটি বার্তা অন্তর্ভূক্ত করে। ইহা উচ্চরবে অর্থাৎ পবিত্র আত্মার শক্তিতে প্রদত্ত হইবে। — 7BC 980 (1900). LDEBeng 144.2

তৃতীয় দূতের বার্তা যখন উচ্চরবে পরিণত হইবে, মহা পরাক্রম এবং প্রতাপ ইহা ঘোষনার সহিত যুক্ত হইবে। ঈশ্বরের লোকদের মুখ স্বর্গীয় আলোকে উজ্জ্বল হইবে। -7T17(1902). LDEBeng 144.3

পৃথিবীর শেষ মহাসঙ্কটের ঘন ছায়ার মধ্যে, ঈশ্বরের জ্যোতি অত্যধিক উজ্জ্বল হইবে, আশা ও বিশ্বাসের সঙ্গীত সুস্পষ্ট এবং উচ্চগ্রামে শ্রুত হইবে। — Ed 166 (1903). LDEBeng 144.4

প্রকাশিত অষ্টাদশ অধ্যায়ে যেরূপ ভবিষ্যদ্বানী করা হইয়াছে, যাহারা পশু তাহারা প্রতিমূর্তির বিরুদ্ধে শেষ সতর্কবাণী প্রদান করে তাহাদের দ্বারা তৃতীয় দূতের বার্তা মহা পরাক্রমের সহিত ঘোষিত হইবে। —8T118 (1904). LDEBeng 144.5