শেষকালিন ঘটনাবলি
ঈশ্বরের শেষ বার্তার প্রাণ/হৃদয়
অনেকে আমার কাছে লিখিয়াছে, জানিতে চাহিয়াছে বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হওন তৃতীয় দূতের বার্তা? এবং আমি তাহাদিগকে বলিয়াছি,” ইহা যথার্থই তৃতীয় দূতের বার্তা। “—ISM 372 (1890). LDEBeng 143.1
সদাপ্রভূ তাঁহার মহা অনুগ্রহে এন্ডার [ই.জি.] ওয়াগনার এবং [এটি] জোনস-এর মাধ্যমে তাঁহার লোকদের নিমিত্ত একটি খুব মূল্যবান বার্তা পাঠাইয়াছেন। বার্তাটি হইল সমগ্র পৃথিবীর উচ্চীকৃত ত্রাণকর্তাকে জগতের সম্মুখে আরও সুস্পষ্ট রূপে আনিতে হইবে । ইহা প্রতিভূর প্রতি বিশ্বাসের মাধ্যমে ধাৰ্ম্মিক গণিত হওন উপস্থাপন করে; ইহা লোকদিগকে খ্রীষ্টের ধার্মিকতা গ্রহন করিতে আমন্ত্রণ করিয়াছে; যাহা ঈশ্বরের সকল আজ্ঞা সমূহের বাধ্যতার মাধ্যমে প্রকাশিত হয় । LDEBeng 143.2
অনেকে যীশুর প্রতি দৃষ্টি হারাইয়াছে। তাহাদের দৃষ্টি হারাইয়াছে। তাহাদের দৃষ্টি তাঁহার ঐশ্বরিক ব্যক্তিত্ব, তাঁহার মেধা মানব পরিবারের প্রতি তাঁহার অপরিবর্তনীয় প্রেমের দিকে ধাবিত হওয়া প্রয়োজন । তাঁহার হস্তে সকল ক্ষমতা প্রদত্ত হইয়াছে; যেন তিনি মনুষ্যদের উৎকৃষ্ট বর বিতরণ করিতে পারেন, তাঁহার অসহায় মানব মাধ্যমকে তাঁহার নিজের ধার্মিকতা অমূল্য বর প্রদান করিতে পারেন। এই বার্তা জগৎকে দিবার নিমিত্ত ঈশ্বর আদেশ প্রদান করিয়াছেন। প্রচুর পরিমানে তাঁহার আত্মা সেচনসহ তৃতীয় দূতের বার্তা উচ্চস্বরে ঘোষণা করিতে হইবে। — TM 91, 92 (1895). LDEBeng 143.3
সদাপ্রভূর পথ প্রস্তুত করিবার নিমিত্ত খ্রীষ্টের ধার্মিকতার বার্তা পৃথিবীর একপ্রান্ত হইতে অপরপ্রান্ত পর্য্যন্ত ধ্বনিত হইতে হইবে। তৃতীয় দূতের কার্য্য সমাপ্ত করিবার নিমিত্ত ইহাই ঈশ্বরের গৌরব। —6T19 (1900) LDEBeng 143.4
জগৎকে দিবার শেষ অনুগ্রহের বার্তাই তাঁহার প্রেমময় চরিত্রের প্রকাশ। ঈশ্বরের সন্তানেরা তাঁহার গৌরব প্রকাশ করিবে । ঈশ্বরের অনুগ্রহ তাহাদের নিমিত্ত কী করিয়াছে, তাহা তাহারা তাহাদের নিজেদের জীবন ও চরিত্র দ্বারা প্রকাশ করিবে । — Col 415, 416 (1900) LDEBeng 143.5