স্বাস্থ্য এবং সুখ
জীবনের সর্বোৎকৃষ্ট বিষয়সমূহ
নর-নারীরা কদাচিৎ জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারে। তারা চক্চকে এবং বাহ্যিক দৃশ্য দ্বারা আকর্ষিত হয়ে থাকে। তারা পার্থিব শ্রেষ্ঠত্বের নিমিত্ত উচ্চাকাঙ্ক্ষী। এভাবে জীবনের প্রকৃত উদ্দেশ্য সমূহকে জলাঞ্জলি দেয়া হয়। জীবনের সর্বোৎকৃষ্ট বিষয় সমূহ অকপটতা, সততা, সত্যবাদিতা, পবিত্রতা, মর্যাদা, এই সকল ক্রয় অথবা বিক্রয় করা যায় না। ঐ সকল অশিক্ষিত এবং শিক্ষিত, নিম্ন স্তরের শ্রমিক বা সম্মানিত সকলেই বিনামূল্যে পেতে পারে। ঈশ্বর প্রত্যেকের জন্য আমোদ প্রমোদ রেখেছেন, যা ধনী এবং দরিদ্র সমানে উপভোগ করতে পারে, আমোদ চিন্তার বিশুদ্ধতা এবং কার্যের নিঃস্বার্থপরতার মধ্যে পাওয়া যায়, যে আমোদ সহানুভূতির বাক্য বলে এবং দয়ার কাজ থেকে আসে। যারা এরূপ সেবা কাজ করে, তাদের থেকে যীশুর জ্যোতি, বহু ছায়া দ্বারা অন্ধকারাচ্ছন্ন জীবনকে আলোকময় করতে উৎসাহিত করে। MHBen 179.2