স্বাস্থ্য এবং সুখ
ঈশ্বর কৃতকার্যতা দান করেন
তুমি যখন পার্থিব বিষয় নিয়ে দরিদ্রদের সাহায্য করছ তখন সর্বদা আত্মিক অভাবসমূহের দিকে লক্ষ্য রাখবে। তোমার নিজের জীবন ত্রাণকর্তার রক্ষাকারী ক্ষমতার বিষয় সাক্ষ্য দেবে। তোমার চরিত্র উচ্চ উন্নত মান প্রকাশ করবে যা সকলেই লাভ করতে পারে। সরল-সহজ বিষয়ের মাধ্যমে সুসমাচার শিক্ষা দেও। তুমি যেকোন জিনিস নিয়ে কাজ কর, তা যেন চরিত্র গঠনের শিক্ষা দানের একটা বিষয় হয়। MHBen 179.3
নিম্নস্তরের কাজের মধ্যে, সর্ব দুর্বলতম, অতীব নগণ্য ব্যক্তিও ঈশ্বরের সাথে সহকার্যকারী হতে পারে, এবং তাঁর উপস্থিতির এবং ধারণকারী অনুগ্রহের সান্ত্বনা লাভ করতে পারে। তারা ব্যস্ততায় অনর্থক দুশ্চিন্তা নিজেদের দুর্বল করে তুলবে না। তারা দিনের পর দিন কাজ করে যাক, ঈশ্বর কর্তৃক প্রদত্ত কাজ বিশ্বস্তভাবে করে যাক, এবং তিনি তাদের জন্য চিন্তাকরবেন। তিনি বলেন: “কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাঞা সকল ঈশ্বরকে জ্ঞাত কর। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মন খ্রীষ্ট যীশুতে রক্ষা করিবে।”(ফিলিপীয় ৪:৬,৭)। MHBen 180.1
প্রভু তাঁর সর্বসৃষ্টির যত্ন নিয়ে থাকেন। তিনি তাদের সকলকে ভালবাসেন, এবং তাঁর কাছে কোন পাথর্ক্য নেই, যারা তাঁর জীবনের সবচেয়ে ভারী বোঝা বহনের জন্য আহ্বান করেন তাদের জন্য তাঁর সব চেয়ে নম্র করুণা ছাড়া। ঈশ্বরের সন্তানদেরকে পরীক্ষা এবং সংকটের মধ্য দিয়ে অতিক্রান্ত হতে হবে। তথাপি হৃষ্টচিত্তে তাদের ভাগ্য গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যে, জগৎ যা ঘৃণা করে, ঈশ্বর স্বয়ং তাদের কাছে, তা সর্বোৎকৃষ্ট করতে পারেন। MHBen 180.2
আমরা যখন কোন সংকটপূর্ণ স্থানে এসে উপস্থিত হই, তখন আমাদের বিনীত প্রার্থনার উত্তররূপে তাঁর শক্তি এবং জ্ঞান প্রদর্শন করেন। একজন প্রার্থনা শ্রবণকারী, প্রার্থনার উত্তর প্রদানকারীরূপে তাঁতে প্রত্যাশা রাখ। তিনি তাঁকে এমন এক ব্যক্তিরূপে তোমার কাছে প্রকাশ করবেন, যিনি প্রতিটি জরুরী অবস্থায় সাহায্য করতে পারেন। যিনি মনুষ্যকে সৃষ্টি করেছিলেন, যিনি তাকে চমৎকার শারীরিক, মানসিক এবং আত্মিক অঙ্গ-প্রত্যঙ্গ দিয়েছিলেন, তিনি তার প্রদত্ত জীবন টিকিয়ে রাখার জন্য আবশ্যকীয় কিছুই ধরে রাখবেন না। যিনি আমাদের জন্য তাঁর বাক্য দিয়েছেন- জীবন বৃক্ষের পাতা- তিনি আমাদের কাছ থেকে, তার অভাবগ্রস্ত সন্তানদের খাদ্য জোগাড় করার জ্ঞান ধরে রাখেন না। MHBen 180.3
যিনি হাল চাষ করেন এবং গরু চরাণ, তিনি কিভাবে জ্ঞান লাভ করেন?- তাকে রূপার ন্যায় অন্বেষণ করে, গুপ্ত ধনের ন্যায় অন্বেষণ করে। “কারণ তাহার ঈশ্বর তাহাকে যথার্থ শিক্ষা দেন; তিনি তাহাকে জ্ঞান দেন।”(যিশাইয় ২৮:২৬)। “ইহাও বাহিনীগণের সদাপ্রভু হইতে হয়; তিনি মন্ত্রণাতে আশ্চর্য ও বুদ্ধি কৌশলে মহান।”(যিশাইয় ২৮:২৯)। MHBen 181.1
যিনি আদম ও হবাকে এদন উদ্যানে প্রস্তুত করতে আজই তিনি মনুষ্যকে শিক্ষা দিতে বাসনা করেন। যে ব্যক্তি হাল চাষ করে, এবং বীজ বপন করে, তার জন্যও জ্ঞান রয়েছে। যারা তাঁকে বিশ্বাস করে এবং তাঁর আজ্ঞাবহ হয়, তার পূর্বেই তিনি অগ্রসর হওনের পথ খুঁজে দেন। তারা সাহস পূর্বক অগ্রসর হোক, তাঁতে বিশ্বাস করুক যে, তিনি তাদের আপন দয়াধন অনুসারে তাদের অভাবে জোগান দেবেন। MHBen 181.2
যিনি পাঁচখানি রুটী ও দু’টি মাছ দিয়ে বিশাল জনতাকে আহার করিয়েছিলেন, তিনি আজো আমাদের পরিশ্রমের ফল দিতে সক্ষম। যিনি গালীলের জেলেদের বলেছিলেন, “তোমরা গভীর জলে জাল ফেল,” এবং তাদের আজ্ঞাবহতার দরুন, তাদের জাল মাছে পরিপূর্ণ হল, এমন কি জাল ছিড়ে যাবার উপক্রম হল। তিনি তাঁর লোকদের এই দৃষ্টান্ত থেকে আজো দেখাতে চান তাদের জন্য তিনি কি করতে পারেন। ঈশ্বর যিনি প্রান্তরে ইস্রায়েল সন্তানদের স্বর্গ থেকে মান্না দিয়েছিলেন তিনি এখনো জীবিত আছেন ও রাজত্ব করেন। তিনি তার লোকদের পথ দেখাবেন, এবং তিনি যে কাজের জন্য তাদের আহ্বান করেছেন, সে কাজ করবার দক্ষতা জ্ঞান দান করবেন। যারা বুদ্ধি বিবেচনা সহকারে তাদের কাজ করার জন্য প্রাণপণ চেষ্টা করে, তিনি তাদের জ্ঞান দেবেন। যিনি জগৎকে জয় করেন, তার প্রচুর সম্পদ রয়েছে, এবং যারা অন্য MHBen 181.3
লোকদের আশীর্বাদ-পুষ্ট করতে চায়, তিনি তাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন। MHBen 181.4
আমাদের বিশ্বাসে ঊর্ধ্বদৃষ্টি করতে হবে। আমরা আপাত দৃষ্টিতে ব্যর্থ হচ্ছি বলে, আমরা নিরুৎসাহিত হব না, অথবা বিলম্ব হেতু ভগ্নোদ্যম হব না। আমাদের হৃষ্টচিত্তে, প্রত্যাশা নিয়ে, কৃতজ্ঞতা সহকারে, কাজ করতে হবে, বিশ্বাস করতে হবে, যে বিশ্বস্ত কার্যকারীদের জন্য পৃথিবীর বক্ষে প্রচুর ধন সম্পদ রয়েছে। যেন তারা গোলাঘরে সঞ্চয় করতে পারে, যা স্বর্ণ ও রৌপ্য অপেক্ষা মূল্যবান। পাহাড় পর্বত এবং টিলা সমূহের পরিবর্তন হচ্ছে; পৃথিবী পুরাতন কাপড়ের ন্যায় জীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ যা তাঁর লোকদের জন্য প্রান্তরে ছড়িয়ে আছে, যা কখনো শেষ হবে না। MHBen 182.1
*****