স্বাস্থ্য এবং সুখ

80/269

সরলতা; আত্ম-অস্বীকার

সরলতা, আত্ম-অস্বীকার, অর্থনীতি, দরিদ্রদের নিমিত্ত পাঠ্যসমূহ শিক্ষা করা এতই অপরিহার্য যে প্রায়ই তাদের কাছে কষ্টকর এবং অগ্রহণযোগ্য বলে মনে হয়। পৃথিবীর আদর্শ এবং মনোভাব অবিরত উত্তেজনা সৃষ্টিকারী, এবং লালিত গর্ব, বাহ্যাড়ম্বর প্রিয়, আত্মপ্রিয় অপব্যয়িতা এবং আলস্য। এই মন্দতা সহস্র লোকদেরকে দারিদ্রের নিকটে আনয়ন করে এবং সহস্র সহস্র লোকদেরকে অবনতি ও দুর্দশা থেকে ওঠে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খ্রীষ্টানরা দরিদ্রদেরকে উৎসাহ দান করে যেন তারা এইসব প্রভাবসমূহ দমন করতে সক্ষম হয়। MHBen 177.2

যীশু নম্রতা সহকারে এই পৃথিবীতে এলেন তিনি অনাড়ম্বর পরিবেশে জন্মগ্রহণ করলেন। স্বর্গের মর্যাদা, মহিমার রাজা, সমস্ত দূতগণের অধিপতি, তিনি মানবাত্মা পরিধান করবার লক্ষ্যে নিজেকে নম্র করলেন, এবং অতঃপর তিনি এক দরিদ্র এবং দীনহীন জীবন মনোনয়ন করলেন। শারীরিক পরিশ্রম, দুঃখকষ্ট, এবং অনাহার ছিল তার নিত্যদিনের অভিজ্ঞতা। যীশু তাকে বললেন, “শৃগালদের গর্ত আছে, আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই।”(লূক ৯:৫৮)। MHBen 177.3

খ্রীষ্ট মানুষের বাহাব্বা অথবা প্রশংসা পাবার চেষ্টা করেন নি। তিনি কোন ক্সসন্যদের আদেশ করেননি। তিনি কোন পার্থিব রাজ্য শাসন করেন নি। তিনি ধনী লোকদের অনুগ্রহ প্রত্যাশা করেন নি ও জগতের সম্মান পান নি। তিনি জাতির নেতৃবৃন্দের মধ্যে কোন পদ লাভের আকাঙ্ক্ষা করেন নি। তিনি নিরীহ, নম্র লোকদের মধ্যে বসবাস করেছেন। তিনি সমাজের বিশেষ কৃত্রিম স্বাতন্ত্রতাও স্থাপন করেন নি। তিনি জন্মের সময়েও অভিজাত সম্প্রদায়, সম্পদ, তালন্ত, পান্ডিত্য, মর্যাদা উপেক্ষা করেছেন। MHBen 178.1

তিনি ছিলেন স্বর্গের রাজপুত্র, তথাপি তিনি বিদ্যমান মন্ত্রবেত্তা, ব্যবস্থাবেত্তা, শাসকগোষ্ঠি, যিহুদী শিক্ষক অথবা ফরীশীদের মধ্য থেকে তাঁর শিষ্য মনোনয়ন করেন নি। তিনি তাদের এড়িয়ে চলেছেন কেননা তারা তাদের শিক্ষা ও পদমর্যাদার জন্য গর্বিত ছিল। তারা তাদের প্রথা ও কুসংস্কারে নিমজ্জিত ছিল। যিনি সকল হৃদয় পাঠ করতে পারতেন তিনি বিনম্র ধীবরদের বেছে নিলেন, যারা তাঁর শিক্ষা গ্রহণে ই‪ছুক ছিল। তিনি করগ্রাহী এবং পাপীদের সঙ্গে আহার করতেন, এবং তিনি সাধারণ স্তরের লোকদের সঙ্গে মিশতেন, তাদের সাথে নিচু ও জাগতিক হয়ে থাকার জন্য না কিন্তু তিনি যেন তাদের কাছে সঠিক ক্সনতিক শিক্ষা এবং আদর্শ উপস্থাপন করতে পারেন এবং তাদেরকে জাগতিকতা এবং অধপতন থেকে উ‪চ্চে তুলে ধরতে পারেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 178.2

যীশু মনুষ্যের মূল্য বিচার করে জগতে ভ্রান্ত মন সংশোধন করবার চেষ্টা করেছেন। তিনি দরিদ্রদের সঙ্গে তার স্থান করে নিতেন যেন তিনি দরিদ্রদের অপবাদ থেকে তাদের উ‪চ্চে তুলে ধরতে পারেন যা জগতের সঙ্গে যুক্ত করেছিল। তিনি এর থেকে চিরতরে অবজ্ঞার গ্লানি তুলে নিয়েছেন, দরিদ্রদের আশীর্বাদ করে, যারা ঈশ্বরের রাজ্যের অধিকারী। তিনি পথে গমন করেছেন, আমাদের সেই পথ দেখিয়ে দিয়ে বলেন, “কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ই‪ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক, এবং আমার পশ্চাদ্গামী হউক।”(লূক ৯:২৩)।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 178.3

খ্রীষ্টান কার্যকারীরা, লোকেরা যেখানেই থাকবে, সেখানেই তাদের সঙ্গে সাক্ষাৎ করবে, এবং তাদেরকে শিক্ষা দেবে, অহংকার নয়, কিন্তু চরিত্র গঠন। তাদের শিক্ষা দেও, কিভাবে কাজ করেছেন এবং নিজেকে অস্বীকার করেছেন। তাঁর কাছ থেকে আত্ম-অস্বীকার এবং ত্যাগস্বীকার শিক্ষা দেও। তাদেরকে পোশাক আশাক এবং আত্মতৃপ্তির বিষয় সাবধান হতে শিক্ষা দেও। জীবন অতিশয় মূল্যবান, অতিশয় গুরুগম্ভীর, পবিত্র দায়িত্ব কর্তব্যসমূহ, আত্মতৃপ্তির মধ্য থেকে তার অপচয় করা যাবে না। MHBen 179.1