স্বাস্থ্য এবং সুখ
৬ - সেবা কাজের জন্য মুক্ত
“যাও এবং প্রভু তোমার জন্য যে মহৎ কাজ
করিয়াছেন তাহা লোকদিগকে দেখাও।”
গালীল সাগরে তখন কেবল ভোর হয়েছে। যীশু এবং তার অনুসারীরা সমুদ্র মাঝে রাত্রিকালীন ঝড়ঝঞ্ঝা শেষে পারে এসে পৌঁছেছেন, আর উদীয়মান সূর্যের আলো রাত্রিকালীন নিস্তব্ধতার অবসান ঘটিয়ে সমুদ্রের জল ছুঁয়ে মাটিতে এসে পড়ল। কিন্তু যখন তারা সমুদ্র তীরে নামলেন তখন তারা এমন এক ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হলেন যে, তা সমুদ্রে রাত্রিকালীন ঝড়-ঝাপটা থেকেও ভয়াবহ। কবর স্থানে লুকিয়ে থাকা অবস্থা থেকে দুই ভুতগ্রস্ত আচমকা তাদের দিকে তেড়ে এলো। মনে হল যেন তারা তাদেরকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। তাদের শরীরে শিকলের টুকরো ঝুলছিল। কেননা তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হত। আর তারা তা ভেঙ্গে পালিয়ে ছিল। তাদের শরীর চিরে গিয়েছিল এবং রক্ত ঝরছিল। জটা বাধা লম্বা চুলের মধ্য দিয়ে চোখ জ্বল জ্বল করে জ্বলছিল, যেন তাদের মধ্য থেকে মানুষের চেহারা মুছে গেছে। তাদেরকে মানুষের মত মনে হতো না বরং যেন বন্য পশুর মতই বেশি মনে হতো। MHBen 72.1
শিষ্যেরা ও তাদের দলবল প্রচন্ড ভয়ে ভীত হয়ে পালাল; কিন্তু ততক্ষণে তারা উপলব্ধি করলেন যে, যীশু তাদের সঙ্গে নেই, তাই তাঁর খোঁজে তারা পেছনে ফিরে তাকালেন। তারা যেখানে তাঁকে ফেলে এসেছিল, তিনি সেখানেই দাঁড়িয়ে আছেন। যিনি ঝড় থামিয়ে ছিলেন, যিনি আগে শয়তানের মোকাবিলা করেছিলেন, এবং তাকে পরাভূত করেছিলেন। তিনি এই ভূতদের দেখে পালান নি। দাঁত ঘষতে ঘষতে মুখে ফেনা তুলে যখন তাঁর দিকে লোকদুটো এগুচ্ছিল যীশু তাঁর সেই হাত তুললেন, যে হাত উঁচু করে তিনি সাগরের ঢেউ থামিয়ে ছিলেন। আর তখন তারা তাঁর কাছে আর এগুতে পারল না। তারা তাঁর সামনে দাঁড়িয়ে অসহায় অবস্থায় রাগ দেখাতে লাগল। MHBen 72.2
তিনি ক্ষমতাসীনের ন্যায় অশুচি আত্মাদেরকে তাদের ভেতর থেকে বের হয়ে আসতে ধমক দিলেন। হতভাগ্য লোকেরা উপলব্ধি করতে পারল যে, এমন একজন তাদের কাছে এসেছেন যিনি তাদেরকে যাতনাদায়ক মন্দ আত্মার হাত থেকে বাঁচাতে পারেন, তারা তাঁর আশীর্বাদ পাবার জন্য নাছরবান্দা হয়ে পরিত্রাণকর্তার পায়ে পড়ল। কিন্তু তারা যখন কথা বলতে মুখ খুলল তখন ভূতেরা তাদের মাধ্যমে চেচিয়ে বলল “হে ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি নিরূপিত সময়ের পূর্বে আমাদিগকে যাতনা দিতে এখানে আসিলেন?” (মথি ৮:২৯)। MHBen 73.1
মন্দ আত্মাদেরকে তাদের শিকারদের ছেড়ে যেতে জোর দেয়া হল। আর তাতে ভূতগ্রস্তদের মাঝে এক অদ্ভুত পরিবর্তন এল। তাদের মন আলোকিত হলো। তাদের চোখে বুদ্ধিমত্তার উদয় হল। এতদিন শয়তানের প্রতিমূর্তিতে বিকৃত চেহারা হঠাৎ শান্ত ও কোমল হল, রক্তমাখা হাত গুলো শান্ত হল, আর তাদের কণ্ঠস্বরে ঈশ্বরের মহিমা কীর্তন করতে লাগল। MHBen 73.2
ততক্ষণে মানুষের মাঝে বসবাসরত ভূতেরা তাদের ছেড়ে বেরিয়ে গিয়ে শুকরের পালের মধ্যে ঢুকে সেগুলো বিনাশার্থে জলের মধ্যে পরিচালিত করল। শুকর পালকেরা এই খবর মালিকদের দিতে গ্রামে দৌড়ে গেল এবং ঐ অঞ্চলের সমস্ত লোক দল বেঁধে যীশুর সাথে দেখা করতে এল। দু’জন ভূতগ্রস্ত ব্যক্তি ছিল এ দেশের আতঙ্ক। তখন তারা কাপড় পরে সুবোধের ন্যায় যীশুর পায়ের কাছে বসে, তাঁর বাক্য শুনছে এবং তাঁর নামের গৌরব করছে, যিনি তাদের ভাল করেছেন। কিন্তু যারা এ দৃশ্য দেখছে তারা আনন্দ করল না, শয়তানের বন্দিদশা থেকে এদের মুক্ত হওয়া অপেক্ষা শুকর খোয়ানোর লোকসান তাদের কাছে বড় মনে হল। ভীতিগ্রস্ত জনতা যীশুর কাছে এসে তাকে অনুরোধ করল যেন তিনি তাদের এ অঞ্চল ত্যাগ করে চলে যান। আর তিনি তাদের আবেদনে সাড়া দিয়ে তৎক্ষণাৎ নৌকায় করে সাগরের অপর পাড়ে রওনা দিলেন। MHBen 73.3
ভূতদের খপ্পর থেকে মুক্তিপ্রাপ্তদের অনুভূতি ছিল অনেক ভিন্ন ধরনের। তারা তাদের মুক্তিদাতার সঙ্গী হতে চাইল, তারা তাঁর উপস্থিতিতে ভূতদের থেকে নিরাপদ মনে করত, যেহেতু এই ভূতেরা তাদের জীবনকে জ্বালাতন করেছে; এমন কি তাদের পুরুষত্বকে নষ্ট করে দিয়েছে। যীশুকে নৌকায় ওঠার উপক্রম দেখে তারা তাঁর পাশে পাশে হাটতে লাগল। তাঁর পায়ের কাছে নতজানু হয়ে অনুরোধ করল, যেন তারা তাঁর কাছে থাকতে পারে, সেখানে তারা তাঁর বাক্য শুনতে পারবে। কিন্তু যীশু তাদেরকে বাড়ী যেতে বললেন এবং প্রভু তাদের জন্য যে আলৌকিক কাজ করেছেন তা লোকদের কাছে বলতে বললেন। MHBen 74.1
এখানে তাদের একটি করণীয় কাজ আছে পরজাতীয়দের বাড়ী গিয়ে যীশুর কাছ থেকে তারা যে উপকার পেয়েছে সেই আশীর্বাদের কথা প্রচার করা। পরিত্রাণকর্তার সঙ্গ ত্যাগ করা তাদের জন্য কঠিন ছিল। তাদের বিধর্মী দেশবাসীর সাথে মেলামেশা করা মহা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াবে এবং দীর্ঘ দিন যাবৎ সমাজ থেকে দূরে থাকার কারণে তারা এ কাজের যোগ্য নয় বলে তাদের মনে হল। কিন্তু যখনই তিনি কর্তব্য চিহ্নিত করে দিলেন সঙ্গে সঙ্গে তারা তাঁর আজ্ঞাবহ হল। MHBen 74.2
যীশুর ব্যাপারে তারা শুধু তাদের পরিজন ও প্রতিবেশীদের কাছেই বলেনি, বরং সমগ্র দেকাপলির প্রত্যেক জায়গায় পরিত্রাণকর্তার ক্ষমতার বিষয় প্রচার করল এবং তিনি কিভাবে ভূতদের কবল থেকে তাদের মুক্ত করেছেন তা বর্ণনা করতে লাগল। যদিও গেরসেবার লোকেরা যীশুকে গ্রহণ করেনি; তবুও তাদের মনোনীতদের তিনি অন্ধকারে ফেলে রেখে যাননি। তারা যখন তাদেরকে ছেড়ে যেতে তাঁকে অনুরোধ করল, তখন তারা তাঁর বাক্য শোনেনি। তারা তখন কি প্রত্যাখ্যান করেছিল, সে বিষয়ে তারা অজ্ঞ ছিল। অতএব তিনি তাদের কাছে আরোগ্যলাভকারীদের মাধ্যমে আলো প্রেরণ করলেন যাদের কথা শুনতে তারা প্রত্যাখান করবে না। MHBen 74.3
শুকর বিনাশ করে ত্রাণকর্তার কাছ থেকে লোকদের ফেরানই ছিল শয়তানের উদ্দেশ্য যেন এই অঞ্চলে সুসংবাদ প্রচারিত করা ঠেকাতে পারে। কিন্তু এই ঘটনা দেশবাসীকে এমন জাগিয়ে তুলল, যা অন্য কিছুতেই পারত না এবং যীশুর দিকে তাদের নজর সরাসরি পরিচালিত হলো। যদিও পরিত্রাণদাতা সে স্থান থেকে চলে গেলেন তবুও যে ব্যক্তিরা সুস্থ হয়েছিল তারা তাঁর ক্ষমতার প্রত্যক্ষ সাক্ষ্য স্বরূপ সেখানে থেকে গেল। যারা ছিল অন্ধকারের রাজার অধীনে, তারা ঈশ্বরের আলোর বার্তাবাহকে রূপান্তরিত হলো। পরবর্তীকালে যীশু দেকাপলিতে পৌঁছলে লোকেরা দলে দলে তাঁর কাছে এসে ভিড় জমাল এবং তিন দিন যাবৎ পার্শবর্তী দেশের হাজার হাজার লোক মুক্তির বাণী শ্রবণ করল। MHBen 75.1
দেকাপলি অঞ্চলে সুসংবাদ প্রচার করতে যীশু প্রথম মিশনারীরূপে ভূতদের খপ্পর থেকে রক্ষা প্রাপ্ত দু’ব্যক্তিকে পাঠিয়েছিলেন। মাত্র অল্প সময়ের জন্য তারা তাঁর বাক্য শুনেছিল। তাঁর মুখ নির্গত একটা সম্পূর্ণ উপদেশও তারা পুরোপুরি শুনতে পাইনি। যীশুর সাথে প্রতিদিন অবস্থানকারী শিষ্যদের ন্যায় তারা লোকদেরকে শিক্ষা দিতে পারত না। কিন্তু তারা যা জেনেছিল, এবং পরিত্রাণকর্তার ক্ষমতা সম্পর্কে নিজেরা যা দেখেছিল, শুনেছিল ও অনুভব করেছিল তা তারা বলতে পারত। যাদের অন্তর ঈশ্বরের আশীর্বাদ স্পর্শ করেছে তারা প্রত্যেকেই এটা করতে পারে। আর এই কারণেই প্রভু আমাদেরকে ডেকেছেন, এবং এর অভাব প্রযুক্তই পৃথিবী ধ্বংস হচ্ছে। MHBen 75.2
সুসংবাদ নিষ্প্রাণ পদ্ধতিরূপে লোকদের কাছে উপস্থাপন করা উচিত নয় বরং জীবন ধারা পরিবর্তনকারী জীবন্ত শক্তিরূপে উপস্থাপন করতে হবে। ঈশ্বর চান যেন তাঁর লোকেরা বাস্তবতার সাক্ষ্য বহন করে যে তাঁর আশির্বাদে লোকেরা যীশুর ন্যায় চরিত্রের অধিকারী হতে ও যেন তার মহান প্রেমের নিশ্চয়তার জন্য আনন্দ করতে পারে। তিনি চান যেন আমরা এই বাস্তবতার সাক্ষ্য বহন করি যে, তিনি ততক্ষণে পরিতৃপ্ত হতে পারেন যা যতক্ষণে যারা পরিত্রাণ গ্রহণ করবে তারা সকলে তাঁর পুত্র কন্যা হবার পবিত্র সুযোগের দাবিদার হতে ও তা পুনঃপ্রতিষ্ঠা করতে না পারবে। MHBen 75.3
এমন কি যাদের জীবন ধারা তাঁর দৃষ্টিতে সর্বাপেক্ষা মন্দ ও অসন্তোষজনক তিনি তাদেরকে অকাতরে গ্রহণ করবেন। যখন তারা অনুতাপ করেও মন ফিরায়, তিনি তাদের মাঝে তাঁর স্বর্গীয় আত্মা প্রদান করেন এবং তাদেরকে অবাধ্যদের শিবিরে তাঁর বাক্য প্রচার করতে পাঠান। যে আত্মারা অধঃপতিত হয়ে শয়তানের হাতিয়ারে পরিণত হয়েছে, যীশুর শক্তির মাধ্যমে তারা ধার্মিকতার বাক্যের বাহকে রূপাÍৈরিত হয় এবং প্রভু তাদের জন্য কত মহৎ কার্য সাধন করেছেন ও তাদের প্রতি কতটা সহানুভূতিশীল হয়েছেন তা অন্যদের কাছে সাক্ষ্য দিতে প্রেরণ করেন। MHBen 75.4
“তুমি অবিরত আমার প্রশংসার বিষয়।” MHBen 76.1
কফরনাহূমের স্ত্রীলোকটির বিশ্বাসের ছোঁয়ায় ভাল হবার পরে যীশু চেয়েছিলেন যেন সে তার উপলব্ধি আশীর্বাদের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে। যে বর সুসংবাদে অঙ্গীকার করা হয়েছে, তা চুরি করে লাভ করা কিম্বা আপনি উপভোগ করা সমীচিন নয়। MHBen 76.2
“তোমরাই আমার সাক্ষী, ইহা সদাপ্রভু কহেন, আর আমিই ঈশ্বর।”(যিশা ৪৩:১২)। MHBen 76.3
তাঁর বিশ্বস্ততা বিষয়ক আমাদের স্বীকারোক্তিই স্বর্গীয় মনোনীত প্রতিনিধি যেন আমরা পৃথিবীর কাছে যীশুকে প্রকাশ করি। পুরাকালের বিশ্বস্ত লোকদের মধ্য দিয়ে আমাদের কাছে তাঁর প্রেম প্রকাশ করা হয়েছে কিন্তু সর্বাপেক্ষা কার্যকরি হচ্ছে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার সাক্ষ্য আমরা আমাদের মাঝে এক ঐশ্বরিক শক্তির কর্মকান্ড প্রকাশের মাধ্যমে আমরা ঈশ্বরের সাক্ষ্য হয়ে থাকি। প্রত্যেক স্বতন্ত্র ব্যক্তির অন্যদের থেকে পৃথক এবং নিজস্ব এক জীবন এবং অপরিহার্যরূপে তাদের থেকে ভিন্নতর অভিজ্ঞতা রয়েছে। প্রভু চান যেন আমাদের প্রশংসা আমাদের নিজস্ব আঙ্গিকে তাঁর কাছে উপস্থিত হয়। তাঁর প্রেমের গৌরব প্রশংসার প্রতি এই বহুমূল্য প্রতিদানসমূহ যখন যীশুর জীবন দ্বারা সমর্থিত হয়, তাতে এক অপ্রতিরোধ্য ক্ষমতা রয়েছে যা আত্মাদের মুক্তির জন্য কাজ করে। MHBen 76.4
আমাদের নিজেদের সুবিধার্থে ঈশ্বরের দেয়া প্রতিটি দান আমাদের স্মৃতিতে সতেজ রাখতে হবে। এই প্রক্রিয়ায় আরো বেশি বেশি দাবিও গ্রহণের জন্য বিশ্বাস শক্তিমন্ত হয়। অন্যদের বিশ্বাস ও অভিজ্ঞতার ইতিহাস পড়ে আমরা যে উৎসাহ উদ্দীপনা লাভ করি, তার থেকে বরং ঈশ্বরের কাছ থেকে সামান্যতম আশীর্বাদ আমরা নিজেরা লাভ করলে তাতে আরো অধিকতর উৎসাহ পাওয়া যায়। যে আত্মা ঈশ্বরের আশীর্বাদের প্রতি সাড়া প্রদান করে, সে জল সেচিত বাগানের ন্যায়। তার স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি লাভ করবে; অন্ধকার ভেদ করে আলো উদিত হবে, এবং তার ওপরে ঈশ্বরের মহিমা প্রকাশ পাবে। MHBen 76.5
‘‘আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি
তাহার পরিবর্তে তাঁহাকে কি ফিরাইয়া দিব?
আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব,
এবং সদাপ্রভুর নামে ডাকিব।
আমি সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব;
তাঁহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব।”
MHBen 77.1
(গীত ১১:১২-১৪)।
আমি যাবজ্জীবন সদাপ্রভুর উদ্দেশে গান করিব;
আমি যতকাল বাঁচিয়া থাকি, আমার ঈশ্বরের প্রশংসা গান করিব।
তাঁহার কাছে আমার ধ্যান মধুর হউক;
আমি সদাপ্রভুতে আনন্দ করিব।”
MHBen 77.2
(গীত ১০:৩৩,৩৪)।
“কে সদাপ্রভুর বিক্রমের কার্য্য সকল বর্ণনা করিতে পারে?
কে তাঁহার সমস্ত প্রশংসা প্রচার করিতে পারে? ”
MHBen 77.3
(গীত ১০৬:২)।
“সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক
জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জানাও।
তাঁহার উদ্দেশে গীত গাও, তাঁহার প্রশংসা গান কর,
তাঁহার সকল আশ্চর্য্য কর্ম্ম ধ্যান কর।”
MHBen 77.4
(গীত ১০৫:১,২)।
“তাঁহার পবিত্র নামের শ্লাঘা কর;
সদাপ্রভুর অন্বেষণকারীদের চিত্ত আনন্দ করুক।”
MHBen 78.1
(গীত ১০৫:৩)।
“কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম;
আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে।
এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব,
আমি তোমার নামে অঞ্জলি উঠাইব।
আমার প্রাণ তৃপ্ত হইবে, যেন মেদ ও মজ্জাতে হয়,
আমার মুখ আনন্দপূর্ণ ওষ্ঠাধরে তোমার প্রশংসা করিবে।
আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি,
তখন প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি।
কেননা তুমি আমার সহায় হইয়া আসিতেছ,
তোমার পদ্মযুগলের ছায়াতে আমি আনন্দধ্বনি করিব।”
MHBen 78.2
(গীত ৬৩:৩-৭)।
“তুমি আপন মঙ্গলভাবের বৎসরকে মুকুট পরাইয়া থাক,
তোমার চক্রচিহ্ন দিয়া পুষ্টিকর দ্রব্য ক্ষরে।
তাহা প্রান্তড়্রস্থ চরাণি- স্থান সকলেতে ক্ষরে;
এবং উপপর্ব্বতগণ হর্ষরূপ কটি বন্ধন পায়।
মাঠ সকল মেষপালে ভূষিত হয়,
তলভূমি সকল শস্যে পরিছন্ন হয়;
তাহারা আনন্দকরে, তাহারা গান করে।”
MHBen 78.3
(গীত ৬৫:১১-১৩)।
“হে ইস্রায়েলের পবিত্রতম,
বীণাতে তোমার উদ্দেশে সঙ্গীত করিব।
তোমার উদ্দেশে সঙ্গীত করিবার সময়ে
আমার ওষ্ঠাধর আনন্দ গান করিবে, আমার প্রাণও করিবে,
যাহা তুমি মুক্ত করিয়াছ। কেননা, হে প্রভু সদাপ্রভু, তুমি আমার আশা;
তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাস-ভূমি।
গর্ভ হইতে তোমার উপরেই আমার নির্ভর;
জননীর জঠর হইতে তুমিই আমার হিতৈষী;
আমি সতত তোমারই প্রশংসা করি।”
MHBen 78.4
(গীত ৭১:২২-২৪ ও ৫,৬)।
“আমি তোমার নাম সমস্ত পুরুষ পরম্পরায় স্মরণ করাইব,
এই জন্য জাতিরা যুগে যুগে চিরকাল তোমার স্তব করিবে। ”
MHBen 79.1
(গীত ৪৫:১৭)।
“তোমরা বিনা মূল্যে পাইয়াছ বিনা মূল্যে দান কর।” MHBen 79.2
যাদের বিষয়ে আমরা অনুমান করি যে, তারা সুসংবাদ গ্রহণ করে আমাদের সম্মান করবে, এই ধরনের মনোনীত কয়েকজনের কাছে সুসংবাদের আহ্বান উপস্থাপন করে এই আহ্বানকে সংকীর্ণ করা উচিত নয়। এ বার্তা সবাইকে জানাতে হবে। ঈশ্বর যখন তার সন্তানদের আশীর্বাদ করেন, তখন এটা কেবল তাদের নিজেদের স্বার্থেই নয় বরং পৃথিবীর জন্যই করেন। যেমন তিনি আমাদের মাঝে তার দানসমূহ বর্ষণ করেন, আমাদের উচিত অন্যদের মাঝে উহা বণ্টনের মাধ্যমে তার বৃদ্ধি সাধন করা। MHBen 79.3
যাকোবের কূপের পাশে শমরিয়ার স্ত্রীলোক যে যীশুর সাথে কথা বলেছিল সে পরিত্রাণকর্তাকে আবিষ্কার করার সাথে সাথে অন্যদেরকে তার কাছে নিয়ে এল। সে তার শিষ্যদের চেয়েও অধিক স্বক্রিয় প্রচারকরূপে নিজেকে প্রমাণ করল। শিষ্যরা উৎসাহ ব্যাঞ্জক কর্ম ক্ষেত্ররূপে সনাক্ত করতে শমরিয়ায় এমন কিছুই দেখতে পায়নি। আগামীতে এক বিশাল কাজ এর ফলে সাধিত হবে, এর প্রতিই তাদের চিন্তাধারা নিবদ্ধ ছিল। তারা এটা দেখে যে, তৎক্ষণাতই তাদের চারদিকে চয়নযোগ্য ফসল ছিল। কিন্তু যে স্ত্রীলোককে তারা তুছ করেছিলেন তার মাধ্যমেই সমস্ত নগরবাসী যীশুর বাক্য শুনতে এসেছিল। সে একবারেই তার পাওয়া আলো দেশবাসীর কাছে নিয়ে গেল। MHBen 79.4
এই স্ত্রীলোকটিই যীশুর বাস্তব বিশ্বাস কর্মীর এক নমুনা। প্রত্যেক আসল শিষ্য ঈশ্বরের রাজ্যে একজন মিশনারীরূপে জন্ম নেয়। পরিত্রাণকর্তা সম্পর্কে অবগত হবার সঙ্গে সঙ্গে সে তাঁর বিষয়ে অন্যকে জানাতে আগ্রহী হয়। পরিত্রাণকারী ও পাপ মুক্তকারী এ সত্যকে অনন্তর মাঝে লুকিয়ে রাখা যায় না। যে কেউ জীবন্ত জল থেকে পান করে সে জীবনের উৎসে পরিণত হয়। গ্রহীতা দাতায় রূপান্তরিত হয়। মরুভূমির মধ্যে যেমন ফোয়ারা, তেমনি আত্মার মাঝে যীশুর আশীর্বাদ সবাইকে সতেজ করতে জীবন্ত জল উপচে ওঠে এবং যারা মৃত প্রায় তাদেরকে জীবনের জল পান করতে আগ্রহী করায়। আমাদের নিজেদের উপকারার্থে কাজ করে যে আশীর্বাদ আমরা পাই তার থেকে এ কাজ করে আমরা আরো অধিক আশীর্বাদ লাভ করি। আমরা পরিত্রাণকর্তার কাছে এসেছি যেন আমরা পরিত্রাণ লাভের এই সুসংবাদ বিতরণের কাজ করি। MHBen 80.1
যারা তার আশীর্বাদ লাভ করে প্রভু তাদের বিষয়ে বলেন: “আর আমি তাহাদিগকে ও আমার গিরির চারিদিকের পরিসীমাকে আশীর্বাদ স্বরূপ করিব; এবং যথাসময়ে জলধারা বর্ষাইব, আশীর্বাদের ধারা বর্ষাইব।”(যিহিষ্কেল ৩৪:২৬)। MHBen 80.2
“শেষ দিন, পর্বের প্রধান দিন, যীশু দাঁড়াইয়া উচ্চঃস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয়, তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে।”(যোহন ৭:৩৭, ৩৮)। MHBen 80.3
যারা গ্রহণ করে, তাদের উচিত অন্যদেরকে অংশীদার করা। প্রত্যেক দিক থেকে সাহায্যের জন্য আহ্বান আসছে। ঈশ্বর তাদের সহমানবের প্রতি সানন্দে সেবা করবার জন্য লোকদের আহ্বান করেন, অক্ষয় মুকুট লাভ করতে স্বর্গের অধিকারী হতে; নির্বুদ্ধিতায় বিনাশপ্রাপ্ত পৃথিবীকে আলোকিত করতে ঈশ্বর তাঁর কার্যকারীদের আহ্বান জানান। MHBen 80.4
“তোমরা কি বল না, ‘আর চারি মাস পরে শস্য কাটিবার সময় হইবে? দেখ, আমি তোমাদিগকে বলিতেছি, চক্ষু তুলিয়া ক্ষেত্রের প্রতি দৃষ্টিপাত কর, শস্য এখনই কাটিবার মত শ্বেতবর্ণ হইয়াছে, যে কাটে সে বেতন পায়, এবং অনন্তজীবনের নিমিত্ত শস্য সংগ্রহ করে; যেন, যে বুনে ও যে কাটে উভয়ে একত্রে আনন্দ করে।” (যোহন ৪:৩৫, ৩৬)। MHBen 80.5
” দেখ... আমি প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।” MHBen 81.1
তিন বছর যাবৎ শিষ্যদের সামনে যীশু এক অতি উত্তম আদর্শ হিসেবে ছিলেন। দিনের পর দিন তারা তাঁর সঙ্গে চলেছেন এবং তার সঙ্গে কথা বলেছেন; পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোকদের কাছে তার সান্ত্বনা ও উৎসাহদায়ক আশ্বাস বাণী বলতে শুনেছেন, এবং অসুস্থ ও যাতনাগ্রস্তদের পক্ষে তাঁর প্রদর্শিত ক্ষমতাও তারা দেখেছেন। যখন তার সময় এলো তাদেরকে ছেড়ে যাবার, তিনি তাদেরকে তার নামে তাঁর কাজ এগিয়ে নেবার জন্য ক্ষমতা প্রদান করলেন। তাঁর প্রেমের ও আরোগ্যদানকারী সুসমাচারের আলো, দেশ বিদেশে ছড়িয়ে দেবার দায়িত্ব তাদের ওপর অর্পিত হয়েছিল। আর পরিত্রাণকর্তা অঙ্গীকার করেছিলেন যে তিনি সব সময় তাদের সঙ্গে সঙ্গে থাকবেন। তিনি লোকদের মাঝে দৃশ্যমান চলাকালে যতটা কাছে কাছে থাকতেন পবিত্র আত্মার মাধ্যমে তিনি তাদের আরো নিকটবর্তী থাকবেন। MHBen 81.2
যে কাজ শিষ্যরা করেছিলেন, একই কাজ আমাদেরও করতে হবে। প্রত্যেকজন শিষ্য এক একজন মিশনারী। যাদের মদদের প্রয়োজন তাদের প্রতি দরদ ও সমবেদনা সহকারে আমাদের সেবা করতে হবে। নিঃস্বার্থ আন্তরিকতা সহকারে যাতনা ক্লিষ্ট মানব কুলের দুর্দশা লাঘবের চেষ্টা করতে হবে। MHBen 81.3
যেন সকলে কিছু না কিছু কাজ করতে পারে। যেন কেউ অনুভব না করে যে, যীশুর জন্য কিছু করবার মত জায়গা তার নেই। প্রত্যেক মানব সন্তানের সাথে পরিত্রাণকর্তা আপনাকে পরিচিত করেন। আমরা যেন স্বর্গীয় পরিবার ভুক্ত হতে পারি এই জন্য তিনি জাগতিক পরিবারের একজন সদস্য হলেন। তিনিই মনুষ্যপুত্র আর তাই তিনি প্রত্যেক আদম সন্তানেরই ভাই। তবুও তার অনুসারীদের ভাবা উচিত নয় যে তারা তাদের চারদিকস্থ নশ্বর পৃথিবী থেকে বিচ্ছিন্ন। তারা মানব কুলের এক বিশাল জালের অংশ। আর স্বর্গীয় ভাইয়ের ন্যায় সাধুদের প্রতি যেমন তেমন পাপীদের প্রতিও দৃষ্টি রাখছেন। MHBen 81.4
কোটি কোটি মানব সন্তান রুগ্নতায়, অজ্ঞতায় ও পাপে জর্জরিত। তারা কখনও তাদের প্রতি যীশুর প্রেম সম্পর্কে শোনেওনি। যদি তাদের অবস্থা আমাদের মত হতো, আর আমাদের অবস্থা তাদের মত হতো, তবে তাদের কাছ থেকে আমরা কি আশা করতাম যেন তারা আমাদের প্রতি করে? আমাদের ব্যক্তি সামর্থ্যে যা কুলায়, তাদের নিমিত্ত আমাদের ততটা করা উচিত। আমাদের প্রত্যেকের জীবনে যীশুর যে অনুশাসন দ্বারা বিচারের সম্মুখীন হয়ে খাঁটি কিম্বা দোষী সাব্যস্ত হতে হবে তা হল- “অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও।।”(মথি ৭:১২)। MHBen 82.1
ঐ সকলের দ্বারা অন্যদের ওপরে আমাদের দায়বদ্ধতা অর্পন করা হয়েছে। তা শিক্ষা, সংস্কৃতি উণতি, চরিত্রের মহত্ব প্রশিক্ষণ, ধর্মীয় অভিজ্ঞতাই, হোক যারা অপেক্ষাকৃত কম সুবিধাভোগী তাদের কাছে আমরা ঋণী। আর এই জন্য আমাদের সামর্থ্য ও শক্তি অনুসারে তাদের সেবা করতে হবে। যদি আমরা সবল হই তবে দুর্বলের হাত ধরে তার চলার পথে সাহায্য করতে হবে। MHBen 82.2
স্বর্গীয় পিতার মুখ দর্শনকারী প্রতাপের দূতেরা তাঁর ক্ষুদ্রদের সেবা করে আনন্দ পায়। যেখানে সর্বাধিক প্রয়োজন সেখানেই স্বর্গদূতেরা, সর্বক্ষণ হাজির, বিশেষভাবে যাদের নিজের বিরুদ্ধে সর্বাপেক্ষা কঠিন যুদ্ধে লিপ্ত হতে হয় এবং যাদের পারিপার্শ্বিক অবস্থায় বেশি হতাশাজনক, দুর্বল ও দোদুল্যমান আত্মা যাদের আপত্তিকর বৈশিষ্ট্য বা স্বভাব রয়েছে তাদের তত্ত্বাবধানের জন্যই তাঁরা বিশেষভাবে নিয়োজিত। যারা চরমভাবে দুর্দশাগ্রস্ত, হতভাগ্য এবং চরিত্রের প্রতিটি ক্ষেত্রে নিকৃষ্ট ও নীচ তাদের সেবা করতে স্বার্থপর অন্তর বিশিষ্ট ব্যক্তিরা অপমানজনক কাজ মনে করে, ঐ কাজ করতে স্বর্গীয় দরবারের কার্যকারীরা সর্বদা নিয়োজিত। আমরা যখন হারিয়ে গিয়েছিলাম তখন যীশু স্বর্গে থাকা তাঁর কাঙ্ক্ষিত স্থান মনে করেননি। তিনি কলঙ্ক ও নিন্দাজনক এবং এক লজ্জাষ্কর মৃত্যু ভোগের উদ্দেশে স্বর্গীয় দরবার ছেড়ে এ পৃথিবীতে এলেন। যিনি স্বর্গীয় অমূল্য ধনে ধনবান ছিলেন তিনি গরীবের বেশ ধারণ করলেন যেন তাঁর ক্সদন্যদশার মাধ্যমে আমরা ধনবান হতে পারি। তিনি যেরূপ জীবন যাপন করেছেন আমাদেরও তদ্রূপ জীবন যাপন করতে হবে। MHBen 82.3
যে কেউ ঈশ্বরের সন্তান হয়, তাকে নিজের প্রতি এমন দৃষ্টিভঙ্গি রাখতে হবে যেন স্বর্গ হতে পৃথিবীতে নামিয়ে দেয়া এক শিকলের সেও একটা কড়া। তাঁর আশীর্বাদ পরিকল্পনায় যীশুর সাথে এক হয়ে যা হারিয়ে গিয়েছিল তার খোঁজ ও পরিত্রাণ দিতে বের হতে হবে। MHBen 83.1
অনেকে অনুভব করে যে যীশু পৃথিবীতে যে সকল দৃশ্যপট দেখেছেন তা দেখতে পারলে, যে সকল পথে হেঁটেছেন সে সকল পথে চলতে পারলে, যে হ্রদের পাশে বসে উপদেশ দিতে পছন্দ করতেন সে হ্রদ এর প্রতি দৃষ্টিপাত করতে পারলে এবং যে পাহাড় ও সমতল ভূমির প্রতি তিনি দৃষ্টি নিবদ্ধ রাখতেন সে সকল স্থানে বেড়াতে পারলে অত্যন্ত ভাগ্যবান হতেন। কিন্তু প্রভু যীশুর পদচিহ্নে হাঁটতে আমাদের নাসরতে, কফরনহূমে কিম্বা ক্সবথনিয়ায় যেতে হবে না। আমরা তার পদচিহ্ন রুগ্ন ব্যক্তির শয্যাপাশে, দরিদ্র পীড়িতের ভাঙ্গা কুড়ে ঘরে, মহানগরীর জনাকীর্ণ গলিতে, এবং যেখানে মানুষের অন্তর সান্ত্বনার প্রয়োজন সেখানেই পাব। MHBen 83.2
আমাদের ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার, বস্ত্রহীনকে বস্ত্র, শোকার্ত ও যাতনাগ্রস্তদের সান্ত্বনা দিতে হবে। হতাশাগ্রস্তদের পরিচর্যা করতে ও আশাহীনে আশার অনুপ্রেরণা দান করতে হবে। MHBen 83.3
নিঃস্বার্থ সেবাকাজে যীশুর প্রেম প্রকাশ পেলে দুষ্কর্মকারীকে তরবারি কিম্বা বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে যে ফল পাওয়া যাবে, তার থেকে অধিক ফলপ্রসূ পরিবর্তন সাধিত হবে। আইন লঘনকারী সন্ত্রাসীকে নির্মূল করতে এগুলোর প্রয়োগ হতে পারে, কিন্তু প্রেমপূর্ণ একজন ধর্ম প্রচারক তার থেকে অধিকতর কিছু করতে পারেন। ভর্ৎসনার ফলে যে অন্তর কঠিন হয়ে যায় তা যীশুর প্রেমে গলে যায়। একজন মিশনারী কেবল শারীরিক ব্যাধিই উপশম করতে পারেন না বরং তিনি পাপীকে মহান চিকিৎসকের কাছে পরিচালিত করতে পারেন, যিনি আত্মাকে কুষ্ঠরূপী পাপ থেকে শুচি করতে পারেন। তাঁর কার্যকারীদের মাধ্যমে ঈশ্বরের পরিকল্পনা প্রণয়ন করেন যেন পীড়িত, হতভাগ্য এবং মন্দ আত্মাগ্রস্ত ব্যক্তিরাও তার রব শুনতে পায়। পৃথিবীর যে সকল লোক এখনো তাঁকে জানেনা তাদের কাছে তাঁর প্রতিনিধিদের মাধ্যমে তিনি এক জন সান্ত্বনা দাতা হতে চান। MHBen 83.4
পরিত্রাণকর্তা তার বহুমূল্য জীবন উৎসর্গ করেছেন যেন এমন এক মণ্ডলী স্থাপিত হয়, যে মণ্ডলী যাতনাগ্রস্ত, শোকার্ত ও প্রলুব্ধ আত্মাদের পরিচর্যা করতে সক্ষম হবে। একদল বিশ্বাসী, হতে পারে গরীব, অশিক্ষিত ও অখ্যাতি সম্পন্ন; তবুও যীশুর মাধ্যমে গৃহে, সমাজে এমন কি দূর দূরান্তে MHBen 84.1
কাজ করতে পারে যার ফল হবে সুদূর প্রসারি যেন অনন্তকালিন। MHBen 84.2
যেমন প্রথম শিষ্যদের কাছে বলা হয়েছিল তদ্রূপ আজ যীশুর শিষ্যদের কাছে সমান গুরুত্ব দিয়ে এই বাক্য বলা হয়েছে: “স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্ত্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব, তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর।” (মথি ২৮:১৮,১৯)। “যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে।” (মার্ক ১৬:১৬)। MHBen 84.3
আর আমাদের জন্য তাঁর উপস্থিতি বিষয়ক তাঁর প্রতিজ্ঞাও রয়েছে, “আর দেখ, আমিই যুগান্ত পর্যন্তপ্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।” (মথি ২৮:২০)। MHBen 84.4
আজ কোন উৎসুক জনতা যীশুকে দেখার ও তার বাক্য শোনার জন্য মরুভ‚মির দিকে দল বেঁধে যায় না এবং ভিড়ও জমায় না। ব্যস্ত রাজপথে তাঁর রব শোনা যায় না। “নাসরতীয় যীশু সেখান দিয়া যাইতেছেন।” (লূক ১৮:৩৭) বলে পথের পাশ থেকে কোন চিৎকারও শোনা যায় না। MHBen 84.5
তবুও আজ একথা সত্য যীশু অদৃশ্য অবস্থায় আমাদের পথ দিয়ে চলেন। প্রেমের বাক্য নিয়ে তিনি আমাদের ঘরে আসেন। সকল- কেই যারা তাঁর নামে অন্যদের সেবা কাজ করতে চেষ্টা করেন তিনি তাদের সহযোগিতা করবার জন্য অপেক্ষা করেন। সুস্থ ও আশীর্বাদ করতে যদি আমরা তাকে গ্রহণ করি তবে তিনি আমাদের সহবর্তী আছেন। MHBen 84.6
“প্রভু বলেছেন, প্রেম দেখাবার সময়ে আমি তোমার প্রার্থনার উত্তর দেব এবং উদ্ধার পাবার দিনে তোমাকে সাহায্য করব। আমি তোমাকে রক্ষা করব, আর তোমার মধ্য দিয়ে লোকদের জন্য একটা ব্যবস্থা স্থাপন করব, যাতে তুমি দেশের অবস্থা ফেরাতে পার, আর খালি পড়ে থাকা জায়গাগুলো আবার লোকদের অধিকারে আনতে পার। তুমি বন্দিদের বলবে, ‘তোমরা মুক্ত হও’ আর যারা অন্ধকারে আছে তাদেরকে বলবে, ‘তোমরা বাহির হইয়া আইস।”(যিশা ৪৯:৮-৯)। MHBen 84.7
“আহা! পর্বতগণের উপরে তাহারই চরণ কেমন শোভা পাইতেছে, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসমাচার প্রচার করে, পরিত্রাণ ঘোষণা করে, সিয়োনকে বলে, তোমার ঈশ্বর রাজত্ব করেন।”(যিশাইয় ৫২:৭)। MHBen 85.1
“হে যিরূশালেমের উৎসন্ন স্থান সকল, উচ্চ রব কর, এক সঙ্গে আনন্দ গান কর, কেননা সদাপ্রভু আপন প্রজাদিগকে সান্ত্বনা করিয়াছেন, তিনি যিরূশালেমকে মুক্ত করিয়াছেন। সদাপ্রভু সর্বজাতির দৃষ্টিতে আপন পবিত্র বাহু অনাবৃত করিয়াছেন, আর পৃথিবীর সমুদয় প্রাÍৈ আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখিবে।” (যিশাইয় ৫২:৯, ১০)। MHBen 85.2
*****