স্বাস্থ্য এবং সুখ

12/269

৭ - মানুষ ও ঈশ্বর একসঙ্গে কাজ করেন

মানুষের ও ঈশ্বরের সহযোগিতার
মাধ্যমে রুগ্নদের সুস্থ করতে হবে।

স্বাস্থ্য সেবায় চিকিৎসককে যীশুর সাথে সহকর্মী হতে হবে। ত্রাণকর্তা আত্মা ও শরীর উভয়ের পরিচর্যা করতেন। যে সুসংবাদ তিনি শিক্ষা দিতেন তা ছিল আধ্যাত্মিক জীবনের জন্য বাক্য এবং দেহের জন্য চিকিৎসা। পাপ থেকে মুক্তি দান ও রোগ ভাল করা একত্রে সংযুক্ত। যীশু খ্রীষ্টান চিকিৎসকদের জন্য একই সেবাকার্য অর্পণ করেছেন। তার সহমানবদের শারীরিক ও আধ্যাত্মিক চাহিদা থেকে মুক্ত করতে তাকে যীশুর সাথে একত্রিত হতে হবে। রুগ্নদের কাছে তাকে প্রেমের বার্তাবাহক হতে হবে; রুগ্নদের জন্য চিকিৎসা ও পাপ-পীড়িত আত্মার মুক্তি আনয়ন করতে হবে। MHBen 87.1

যীশুই চিকিৎসা পেশার আসল মস্তক। মানুষের দুর্দশা লাঘবে যে ঈশ্বর ভয়শীল ডাক্তার কাজ করেন, তার পাশে সেই প্রধান চিকিৎসক থাকেন। চিকিৎসক যখন দৈহিক অসুস্থতার চিকিৎসার্থে প্রাকৃতিক ওষুধ ব্যবহার করেন তখন তার উচিত রোগীদের দৃষ্টি তাঁর দিকে আকর্ষণ করা যিনি দেহ ও আত্মা উভয়ের ব্যাধি নিরাময় করতে পারেন। চিকিৎসক কেবল সহায়তা করতে পারেন। যীশু তা সম্পন্ন করেন। প্রকৃতির সুস্থতা কার্যে সহায়তা করার চেষ্টা তারা করেন; কিন্তু যীশু নিজেই নিরাময়কারক। চিকিৎসক জীবন রক্ষা করতে চেষ্টা করেন; কিন্তু যীশু জীবনদাতা। MHBen 87.2